|
|
|
|
টুকরো খবর |
জঙ্গলমহলের অনাথদের আশ্রয় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জঙ্গলমহলে রাজনৈতিক হানাহানিতে স্বজন হারানো ৯ শিশুকে আশ্রয় দিয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘের দক্ষিণ ২৪ পরগনার আক্রা শাখা। অনাথ শিশুদের নিয়ে ২০০১-এ মহেশতলার আক্রায় কৃষ্ণনগর ফেরিঘাটের কাছে প্রতিষ্ঠিত হয়েছিল সঙ্ঘের সেবাকেন্দ্র। এর পরে বিভিন্ন সময়ে গ্রামের অনুন্নত দুর্গম এলাকা এবং কেন্দ্রীয় সরকারের ‘ডিরেক্টরেট অফ চাইল্ড ওয়েলফেয়ার’ থেকে অনাথ শিশু, বালকদের এনে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানান আক্রা সেবাকেন্দ্রের সঞ্চালক স্বামী নীলেশ্বরানন্দ। ব্যবস্থা করা হয়েছে তাদের অন্ন-বস্ত্র, চিকিৎসা, শিক্ষারও।
|
ছিনতাই, ধৃত ১ |
আই এ ব্লকের কাছে ব্যাগ ছিনতাইয়ে জড়িত সন্দেহে এক যুবক গ্রেফতার হল। বৃহস্পতিবার সকালে ব্রডওয়ের স্টেডিয়াম আইল্যান্ডের সামনে থেকে। ধৃত রঞ্জিত পাত্রের বাড়ি মগরাহাটে। তাঁর কাছ থেকে একটি মোটরবাইকও আটক হয় বলে জানান বিধাননগরের অতিরিক্ত পুলিশ সুপার রণেন বন্দ্যোপাধ্যায়। |
|
|
|
|
|