|
|
|
|
প্রধানশিক্ষিকার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
নিয়মিত স্কুলে আসেন না। নিদির্ষ্ট সময়ের আগেই স্কুলে ছুটি দিয়ে দেওয়া। মিড ডে মিল ও ছাত্রছাত্রীদের পোশাকের জন্য সরকারি টাকার হিসাব না দেওয়া ইত্যাদি অভিযোগ উঠল প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। অভিভাবকদের অভিযোগ, স্কুলে স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন প্রধান শিক্ষিকা। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার শিবগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় গ্রামবাসী সালাউদ্দিন মল্লিক, রহমান মল্লিক, প্রহ্লাদ মণ্ডল, কমল হালদারদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষিকা মিতালি সরকার নিয়মিত স্কুলে আসেন না। নির্দিষ্ট সময়ের আগেই স্কুলে ছূটি দিয়ে দেন। স্কুলের ছেলেমেয়েদপ পোশাক কেনার সরকারি বরাদ্দ, মিড ডে মিলের জন্য সরকারি বরাদ্দ টাকার হিসাব দেন না। দীর্ঘদিন ধরে স্কুলের উন্নয়ন বলে কিছু নেই। এ ব্যাপারে একাধিকবার প্রধান শিক্ষিকা ও স্কুল পরিদর্শককে লিখিত ভাবে জানানো হয়েছে। কিন্তু তাতে কাজ হয়নি। প্রধান শিক্ষিকা মিতালি দেবী তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে কিছু বলতে চাননি। স্কুল পরিদর্শক শুভেন্দু মিস্ত্রি বলেন, “অভিযোগ পেয়েছি। প্রধান শিক্ষিকার সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি প্রাথমিক বিদ্যালয় সংসদে জানিয়েছি।” গ্রাম শিক্ষা কমিটির সভাপতি প্রমথ সমাদ্দার বলেন, “প্রধান শিক্ষিকার বিরুদ্ধে এ সব অভিযোগ ওঠায় তাঁর কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হয়। কিন্তু তিনি কিছু বলতে চাননি।”
জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সদস্য সফিক শেখ বলেন, “অভিযোগ পেয়ে আমি দ্রুত সমস্যার সমাধানের জন্য স্কুল পরিদর্শককে বলেছিলাম। এখন কী হয়েছে জানি না। খোঁজ নিয়ে দেখছি।” |
|
|
|
|
|