|
|
|
|
অনুষ্ঠান পটাশপুরে |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর ইংরেজদের হাত থেকে থানা দখলের পরে ‘স্বাধীন জাতীয় সরকার’ প্রতিষ্ঠা হয়েছিল পটাশপুরে। কালিপদ রায়মহাপাত্রের নেতৃত্বে ওই সরকারের স্থায়িত্ব ছিল তিন মাস। যথাযোগ্য মর্যাদায় সেই ঘটনার সত্তর বছর পূর্তি অনুষ্ঠান হল বৃহস্পতিবার। পটাশপুর থানার সামনে জাতীয় সরকার প্রতিষ্ঠার স্মারকস্তম্ভে পতাকা উত্তোলনের পরে পটাশপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এআইসিসি-র সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, মন্ত্রী মানস ভুঁইয়া, আবু হেনা, প্রদেশ কংগ্রেস নেত্রী মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথ প্রমুখ। ছিলেন সারা ভারত কংগ্রেস কমিটির সদস্য শৈলজা দাস, কংগ্রেস সেবাদলের প্রাক্তন নেতা ভার্গবেন্দ্রনাথ জানা-সহ দুই মেদিনীপুরের নেতা-নেত্রীরা। স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের ভূমিকার পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন বক্তারা। তৃণমূলকে যেমন কটাক্ষ করা হয়, তেমনই জোটের পক্ষেও সওয়াল করা হয় এ দিনের সভায়। প্রদীপ ভট্টাচার্য বলেন, “কেউ যদি মনে করেন জোরজুলুম করে কংগ্রেসের তেরঙা পতাকা কেড়ে নিয়ে অন্য তেরঙা পতাকা ধরিয়ে দেবেন, তা হলে ভুল করছেন।” আবার শাকিল আহমেদ বলেন, “কংগ্রেস-তৃণমূল এক সঙ্গে লড়াই করে খুনি বামফন্ট সরকারকে সরিয়েছে। আমরা এক সঙ্গেই আছি। কেন্দ্র হোক বা রাজ্য সরকার, জোট থাকবে। লড়াই এখনও শেষ হয়নি।” |
|
|
|
|
|