|
|
|
|
হাজার মানুষের বাস, অথচ পাকা রাস্তা নেই বহু গ্রামেই |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক হাজারেরও বেশি মানুষের বসতি। অথচ তেমন গ্রামেও পাকা রাস্তা আজও অনেক ক্ষেত্রেই কষ্ট-কল্পনা!
পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এমন গ্রামের সংখ্যা মোটেই কম নয়। জেলা পরিষদের আবার হিসাব, ওই গ্রামগুলিকে পাকা রাস্তায় জুড়তে হলে সব মিলিয়ে ২ হাজার ৩০০ কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে। দেরিতে হলেও এ বার সে ব্যাপারে খানিক উদ্যোগী হয়েছে প্রশাসন। এ ক্ষেত্রেও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাই ভরসা প্রশাসনের। বৃহস্পতিবারই পঞ্চায়েত মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে একটি তালিকা পাঠিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য। যেখানে কোন কোন গ্রামে এক হাজারের উপর মানুষের বাস, অথচ পাকা রাস্তা নেই, তার উল্লেখ রয়েছে। সভাধিপতির কথায়, “জেলার সাংসদ, বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের সঙ্গে অলোচনা করেই তালিকা তৈরি করা হয়েছে। বেশ কয়েকটি গ্রামে পাকা রাস্তা তৈরি খুবই জরুরি। প্রস্তাব মঞ্জুর হলেই কাজ শুরু হবে।”
যে সব গ্রামে পাকা রাস্তা নেই, সেখানে মোরাম কিংবা বোল্ডারের রাস্তাই আপাতত ভরসা। সে-সব মোরাম রাস্তার সংস্কারও এ বার বর্ষার পর খুবই জরুরি হয়ে পড়েছে। অর্থাভাবে সে-কাজও অবশ্য শুরু করা যাচ্ছে না। জেলা পরিষদ সূত্রে খবর, গত ১২ সেপ্টেম্বর বর্ধমানে এক প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে ঠিক হয়, জেলা-জেলায় যে সব গ্রামে হাজার মানুষের বাস, অথচ পাকা রাস্তা নেই--তার তালিকা তৈরি করা হবে। ওই তালিকা পাঠানো হবে পঞ্চায়েত মন্ত্রীর কাছে। সেই মতো যুদ্ধকালীন তৎপরতায় তালিকা তৈরির কাজ শুরু করে দেয় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি বা তাঁদের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়। আলোচনার মাধ্যমেই একটি তালিকা তৈরি হয়েছে। বৃহস্পতিবার ওই তালিকাই মন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সূত্রের খবর, সব মিলিয়ে ৪৯৫টি রাস্তার প্রসঙ্গ রয়েছে তালিকায়। সংশ্লিষ্ট গ্রামগুলিকে পাকা রাস্তায় জুড়তে সব মিলিয়ে প্রায় ২ হাজার ৩০০ কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে।
তবে এই কাজও সময়সাপেক্ষ বলেই মনে করা হচ্ছে। কারণ, ‘প্রাপ্য’ নিয়ে অসন্তোষে ঠিকাদার সংস্থাগুলি কাজ করতে না-চাওয়ায় এমনিতেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বেশ কয়েকটি রাস্তার কাজ শুরুই করা যাচ্ছে না। গ্রামবাসীদের দুর্ভোগও বাড়ছে। অথচ গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যেই গ্রাম সড়ক যোজনা। জেলা পরিষদের এক আধিকারিক জানান, আপাতত ৪৯৫টি রাস্তার প্রস্তাব পাঠানো হয়েছে। রাজ্য সরকার চাইলে আরও প্রস্তাব পাঠানো হতে পারে।
তালিকা তৈরি হয়েছে। তা মন্ত্রীর কাছে পাঠানোও হয়েছে। তবে সংশ্লিষ্ট গ্রামগুলিতে কবে রাস্তা পাকা হবে, সে নিয়ে স্পষ্ট কোনও দিশা কিন্তু মিলছে না এখনই। |
|
|
|
|
|