প্রথম দুই ম্যাচের দলে মনোজ
অধিনায়কের সামনেই ছেঁটে ফেলা হল প্রিয় হরভজনকে
ংল্যান্ডে কালা সফরের বলি হলেন হরভজন সিংহ। নাকি এ ভাবে বলা উচিত যে, ০-৮ কেলেঙ্কারির মূল্য চোকালেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি? বদলার সিরিজে প্রথম দুই ওয়ান ডে-তে একান্ত আস্থাভাজন অফস্পিনারকে হারিয়ে।
যে রকম আন্দাজ করা হয়েছিল, ধোনির নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট হরভজন সিংহের পাশে দাঁড়াল। এবং যে রকম আন্দাজ করা হয়েছিল, জাতীয় নির্বাচকেরা শুনলেন না। বৃহস্পতিবার চেন্নাইতে দল নির্বাচনী বৈঠকে গরিষ্ঠ সংখ্যক নির্বাচকেরা এমন আগ্রাসী ছিলেন সর্দারকে বাদ দেওয়া নিয়ে যে, ধোনি কিছুক্ষণ পরেই টের পেয়ে যান তিনি আজ ইংল্যান্ডের মারণ-পিচে পড়েছেন। ম্যাচ জেতার লাইসেন্স নেই। অধিনায়কের সামনে নির্বাচকেরা তাঁর প্রিয় অফস্পিনারকে তো কেটে ফেললেনই। উল্টে তাঁকে পাঠিয়ে দিলেন চ্যালেঞ্জার ট্রফি খেলতে। হরভজনকে ইন্ডিয়া গ্রিন দলের অধিনায়ক বানিয়ে শ্রীকান্তের কমিটি পরিষ্কার বার্তা পাঠিয়ে দিল ঘরোয়া ক্রিকেটে পরীক্ষা দিয়ে পাশ করলে তবেই ফেরত আনা হবে।
এ দিকে, চোট-আঘাতের জন্য একাধিক সিনিয়রের অনুপস্থিতি প্রথম দু’টো ম্যাচে পনেরো জনের দলে ঢুকিয়ে দিল মনোজ তিওয়ারিকে। তবে জায়গা পাকা করতে গেলে বাংলার অধিনায়ককে দ্রুত ভাল কিছু করে দেখাতে হবে।
মোহিন্দর অমরনাথ? উত্তরাঞ্চলের নতুন জাতীয় নির্বাচক কী বললেন বৈঠকে? শোনা যাচ্ছে, সাবাইনা পার্কে মাইকেল হোল্ডিংকে হুক করে মাঠের বাইরে ফেলার মতোই একটা স্ট্রোক নিয়েছেন নির্বাচক হিসেবে অভিষেক ম্যাচ খেলতে নেমে। আসল প্রশ্নটা তিনিই তুলেছেন সভায় এদের এত চোট-আঘাত হচ্ছে কী করে? আমাদের সময় ফিজিও-ট্রেনার কিছুই ছিল না। তাতেও তো আমরা বেশ ফিট থাকতাম। আমাদের প্লেয়ারদের ট্রেনিংয়ের ধরনটা ঠিক আছে তো?
সচিন, সহবাগ, যুবরাজ, রোহিত শর্মা, জাহির, ইশান্ত, মুনাফ কেউ নেই। দলে একাধিক নতুন মুখ। বোলিং বিভাগকে দেখে বোঝার উপায় নেই এটা ভারতীয় বোলিং না চ্যালেঞ্জার ট্রফির টিম! সবথেকে অভিজ্ঞ বোলারের নাম প্রবীণ কুমার! শোনা যাচ্ছে, ধোনি অভিজ্ঞ এক বাঁ হাতি পেসারকে চেয়েছিলেন। ধন্ধ আছে কে সেই বাঁ হাতি তা নিয়ে। নেহরা না আর পি সিংহ? নির্বাচকেরা তাঁর সেই ইচ্ছাও মানেননি।
পনেরো জনের দলটি এ রকম: ধোনি (অধিনায়ক), গম্ভীর, পার্থিব, রাহানে, কোহলি, রায়না, জাডেজা, অশ্বিন, অ্যারন, যাদব, বিনয়, অরবিন্দ, রাহুল, মনোজ, প্রবীণ।
দল ঘোষণা হওয়া ইস্তক জল্পনা চলছে, ওয়ান ডে থেকে হরভজন সিংহের বিদায়ী সঙ্গীত বাজা শুরু হয়ে গেল কি না। ইংল্যান্ডে চোট লাগার আগে হরভজনের সংগ্রহ ছিল দু’টো টেস্টে ৬৯.৪ ওভারে মাত্র ২ উইকেট। গড় অতি কুৎসিত ১৪৩.৫। সবথেকে জরুরি তথ্য হচ্ছে, এই নির্বাচক কমিটিতে অন্তত দু’তিন জন আছেন যাঁরা বিষেণ সিংহ বেদির মতোই হরভজনকে নিয়ে তিতকুটে। এক দিনের ম্যাচে এক নম্বর স্পিনারের মুকুট এঁরা এখনই তুলে দিতে চান রবিচন্দ্রন অশ্বিনের মাথায়। নতুন মুখ হিসেবে এঁরাই নিয়ে এলেন পঞ্জাবের রাহুল শর্মাকে।
টাইগার পটৌডির ছিল এক চোখ নিয়ে ব্যাটিং। রাহুলের কার্যত এক চোখ নিয়ে বোলিং। নবাবের মতো মারাত্মক দুর্ঘটনার শিকার হননি তিনি। কিন্তু ‘নার্ভ ডিজঅর্ডার’-এ মুখবিকৃতি ঘটে ক্রিকেট খেলাই বন্ধ হয়ে যাচ্ছিল। গত আইপিএল যেখানে সৌরভদের সহারা পুণে ওয়ারিয়র্সের জার্সি গায়ে নেমে ভারতীয় ক্রিকেটে তাঁর অবিশ্বাস্য উত্তরণ, সেখানে বল করেছেন প্রতি ওভারে আইড্রপ নিয়ে।
মুম্বইতে কপিল দেব বলেছেন, হরভজনকে বাদ দিয়ে ঠিকই করেছেন নির্বাচকেরা। “নিশ্চয়ই টিমের স্বার্থের কথা ভেবে ওকে বাদ দেওয়া হয়েছে।” বেদি বলেছেন, হরভজনের আরও বেশি ঘরোয়া ক্রিকেট খেলা উচিত।
হরভজন দল নির্বাচনী বৈঠকের সেরা ক্রিকেট-বিতর্ক হলে রাহুল শর্মা হচ্ছেন নবাবের মৃত্যুশোক চলার সপ্তাহে সেরা ক্রিকেট-আবেগ!

নতুন নিয়মে ওয়ান ডে সিরিজ
• দুই প্রান্ত থেকে দুটো বলে খেলা হবে
• রানার নেওয়া যাবে না
• ১৬ ওভারের আগে বা ৩৫ ওভারের পরে দ্বিতীয় এবং তৃতীয় পাওয়ার প্লে নেওয়া যাবে না




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.