পুজোর সময় পর্যটকদের পাহাড়ে যাতায়াতের সুবিধার জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৭ টি বাস চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। সেই সঙ্গে শিলিগুড়ি শহরে যাতায়াতকারী দু’টি সিটি বাসও চালু করা হল। বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব পতাকা নেড়ে নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বর থেকে ওই বাস চালু করেন। উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, শিলিগুড়ির বিধায়ক এসজেডিএ’র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য, দার্জিলিঙের বিধায়ক তিলক দেওয়ান-সহ অনেকেই। ঠিক মতো যাত্রী পেলে আরও নতুন বাস চালু করার কথা জানিয়েছেন রবীন্দ্রনাথবাবু। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “নতুন এই বাস চালু হওয়ায় বাসিন্দারা উপকৃত হবেন। পর্যটকরা যাতে হেনস্থা না-হয় তা দেখা হবে। তাদের এই বাসে গন্তব্যে সঠিক ভাড়ায় পৌঁছে দেওয়া হবে। নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে যাতে এই বাসগুলি দাঁড়াতে পারে সে জন্য ডিভিশনাল ম্যানেজারকে চিঠি দিয়ে জানানো হয়েছে। সেই ব্যবস্থা করা হবে।” |
চেয়ারম্যান রবীন্দ্রনাথবাবু জানান, শহরে সিটি বাস চালাতে গৌতমবাবু তাঁকে অনুরোধ করেছিলেন। সেই মতো আপাতত দুটি সিটি বাস চালু করা হয়েছে। প্রয়োজনে আরও বাস চালু করা হবে। এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, সিটি বাস দুটির একটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এনটিএস মোড়, ভেনাস মোড় বিধানরোড হয়ে শালুগাড়া যাবে। অন্যটি গেট বাজার, থানামোড়, জলপাইমোড় বর্ধমান রোড হয়ে দার্জিলিং মোড় যাবে। প্রতিটি বাস ৬ বার যাতায়াত করবে। এনজেপি থেকে দার্জিলিং যাবে ৩ টি বাস। দু’টি কালিম্পং এবং একটি বাস যাবে গ্যাংটক। গ্যাংটকের জন্য একটি বাস দেওয়া হবে। দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস বা উত্তরবঙ্গ এক্সপ্রেসের মতো ট্রেনগুলি সঙ্গে যোগ রেখে বাসগুলি চালানো হবে। ওই সমস্ত ট্রেন দেরিতে পৌঁছলে সেই মতো বাস ছাড়বে। টাউন স্টেশন থেকে মেডিক্যাল কলেজ পর্যন্ত সিটিবাস চালাতে অনুরোধ করেন রুদ্রনাথবাবু। |