টুকরো খবর
পুজোয় ব্যাঙ্ক বন্ধ ছ’দিনই, তবে খোলা এ টি এম
আজ, শুক্রবার থেকে শুরু করে আগামী সাত দিনের মধ্যে ছ’দিনই এ রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্কের দরজা। খোলা থাকবে শুধু শনিবার। তবে ব্যাঙ্কগুলির দাবি, এই সময়ে প্রতিদিনই খোলা থাকবে এটিএম। উৎসবের মরসুমে এটিএম থেকে টাকা না-পেয়ে যাতে কোনও গ্রাহককেই ফিরে যেতে না হয়, তার জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। ষান্মাষিক ক্লোজিংয়ের জন্য শুক্রবার ব্যাঙ্কের কাজ চালু থাকলেও, বন্ধ থাকবে গ্রাহক পরিষেবা। মাঝে শুধু শনিবার খোলা থাকার পর রবিবার ফের সাপ্তাহিক ছুটি। আর সোমবার থেকে বৃহস্পতিবার ব্যাঙ্কের ঝাঁপ টানা বন্ধ থাকবে দুর্গাপুজো উপলক্ষে। ব্যাঙ্কগুলি বিলক্ষণ জানে যে, উৎসবের এই দিনগুলিতে সাধারণত একটু বেশি খরচ করেন গ্রাহকেরা। কারণ, রুটিনমাফিক সংসার চালানো ছাড়াও খরচের তালিকায় ঢুকে পড়ে এক-আধ দিন বাইরে খাওয়ার মতো টুকটাক শৌখিনতা। আর সে জন্যই এই সময় হাতে কিছুটা হলেও বেশি টাকা রাখতে চান তাঁরা। তাই অন্তত এ বিষয়ে যেন কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে চাইছে ব্যাঙ্কগুলি। যেমন, এইচডিএফসি কর্তৃপক্ষ জানান, “পুজোর সময় এটিএমের উপরেই নির্ভর করবেন গ্রাহকেরা। সে কথা মাথায় রেখে এটিএমে যথেষ্ট টাকা ভরার ব্যবস্থা করা হয়েছে।” স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষও জানান, “এটিএমে টাকা ফুরিয়ে যাচ্ছে কি না, তা দেখতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অন্তত পুজোর দিনগুলিতে টাকা তুলতে গিয়ে যাতে গ্রাহককে কোনও ভাবেই ফিরে আসতে না হয়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।” একই কথা আইসিআইসিআই ব্যাঙ্কেরও।

বন্ধ কারখানার শ্রমিকদের জন্য বোনাস রাজ্যের
বোনাস পাচ্ছেন রাজ্য সরকারের আর্থিক সহায়তা প্রকল্পে নথিভুক্ত বিভিন্ন বন্ধ কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবারই এই খাতে প্রায় সাড়ে ৩৬ হাজার শ্রমিককে মাথাপিছু ১,৫০০ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য। সঙ্গে দেওয়া হবে তিন মাসের বকেয়া ভাতা। তবে তা মিলবে পুজোর ছুটি শেষ হওয়ার পরে। আর্থিক সহায়তা প্রকল্পে নথিভুক্ত বন্ধ কারখানার শ্রমিকেরা তিন-চার, কখনও ছ’মাস অন্তর একসঙ্গে ভাতা পান। শেষ বার তাঁরা টাকা পেয়েছিলেন মার্চে। এ দিন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, “নয়া সরকার আসার পর এই প্রথম ওই প্রকল্পে ২৮ কোটি টাকা ছাড়া হয়েছে ক’দিন আগেই। তা দিয়ে মার্চ থেকে মে দেড় হাজার করে বকেয়া মিলিয়ে মোট সাড়ে ৪ হাজার টাকা করে পাবেন এক একজন। জুন থেকে অগস্টের ভাতা দেওয়া হবে অক্টোবর-নভেম্বরে। সঙ্গে দেওয়া হবে দেড় হাজার টাকা করে বোনাসও।”

গৃহঋণে সুযোগ
উৎসবের মরসুমে ‘নিশ্চিন্ত’ নামে স্থায়ী গৃহঋণ প্রকল্প আনল অ্যাক্সিস ব্যাঙ্ক। এতে ঋণের পুরো মেয়াদ অর্থাৎ ২০ বছর পর্যন্ত ১১.৭৫% হারে সুদ দিতে হবে। অবশ্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ব্যাঙ্কের বর্তমান পরিবর্তনশীল সুদের হারের তুলনায় তা ১% বেশি। তা ছাড়া, মেয়াদের আগে ঋণ মেটালে দিতে হবে ২% জরিমানা।আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন গৃহ ও গাড়িঋণের ক্ষেত্রে সুদে ২৫ বেসিস পয়েন্ট ছাড় দেবে দেনা ব্যাঙ্কও। ৫০% ছাড় আছে ঋণের ‘প্রসেসিং ফি’-তে। অন্য দিকে, গৃহঋণের পরিবর্তনশীল সুদে ২৫ বেসিস পয়েন্ট ছাড়ের মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর করেছে স্টেট ব্যাঙ্ক।

বিনিয়োগ রাজ্যে
তথ্যপ্রযুক্তি শিল্পে ১০০ কোটি টাকার লগ্নি আসছে রাজ্যে। স্থানীয় শিল্প গোষ্ঠী রামেল-এর সংস্থা তমান্না আইটি সলিউশন্স-এর এই লগ্নির দৌলতে ৩ বছরে ২৫ হাজার কাজ তৈরি হবে, দাবি কর্তৃপক্ষের। বৃহস্পতিবার শহরে সংস্থার কেন্দ্র উদ্বোধন করে শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, কলকাতার বাইরেও তথ্যপ্রযুক্তি শিল্প প্রসারে এ ধরনের উদ্যোগকে সাহায্য করবে রাজ্য।

নতুন নিয়োগ
অজয় মারওয়াহা এইচডিএফসি ব্যাঙ্কের ট্রেজারি বিভাগে ট্রেডিং-এর প্রধান নিযুক্ত হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.