টুকরো খবর
অজয়ের চরে মিলল কঙ্কাল
মেদিনীপুরের পরে এ বারে কঙ্কাল উদ্ধার হল বর্ধমান ও বীরভূমের সীমানায় অজয়ের চরে। বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমানের তালবাহারি ও বীরভূমের শিরষা মৌজার মাঝে মুণ্ডহীন কঙ্কালটি পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, সেটি ছিল মোটা চটের ভিতরে। সিপিএমের কাঁকসা জোনাল কমিটির সম্পাদক বীরেশ্বর মণ্ডলের দাবি, “জামাকাপড় দেখে আমাদের সন্দেহ, দেহটি আমাদের দুবরাজপুরের পদুমা লোকাল কমিটির সদস্য সুনীল হেমব্রমের।” বর্ধমানের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “২০১০ সালের জানুয়ারিতে সিপিএম ও তৃণমূলের সংঘর্ষে খুন হন সুনীলবাবু। তাঁর দেহ পাওয়া যায়নি। এই কঙ্কালটি তাঁরই কি না তা জানার ডিএনএ টেস্ট প্রয়োজন। বীরভূমের পুলিশ সুপারকে জানিয়েছি।” পুলিশ জানিয়েছে, ওই সংঘর্ষের পরে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন সুনীলকে খুন করা হয়। পরে তাঁর দেহ লোপাট করে দেওয়া হয়েছিল। পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়েও তখন দেহের সন্ধান পায়নি।

পরীক্ষা বাতিলের দাবি তৃণমূলের
সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা বাতিল-সহ একগুচ্ছ দাবিতে স্কুলে বিক্ষোভ দেখাল তৃণমূল। বৃহস্পতিবার জামুড়িয়ার ১৫ নম্বর ওয়ার্ডের বীজপুর নেতাজি শিক্ষা নিকেতনের ঘটনা। তৃণমূল নেতা সুজিত তফাদার জানান, এ দিন সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা ছিল। এই স্কুলেরই তিন শিক্ষক আবেদন করেছেন। তাঁদের মধ্যে এক জনকে আগে থেকেই ঠিক করে রাখা হয়েছে বলে অভিযোগ। তা ছাড়া, যে শিক্ষকেরা নির্দিষ্ট সময়ের পরে স্কুল যান, তাঁদের হাজিরা খাতায় লাল দাগ দেওয়ার দাবি জানানো হয়। তৃণমূল নেতা জয়দেব কর্মকারের দাবি, সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করতে হবে। বর্তমান পরিচালন সমিতির মেয়াদ শেষ হবে ২০ নভেম্বর। তার আগে এই নিয়োগ করা যাবে না। প্রধান শিক্ষক তপন গড়াই জানান, সকাল ১০টা ২০ মিনিটের মধ্যে শিক্ষকদের স্কুলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় হাজিরা কেটে দেওয়া হবে। এ দিন পরীক্ষার্থীরা না আসায় সহকারী প্রধান শিক্ষকের পদের পরীক্ষা বাতিল হয়েছে।

স্কুলে বিক্ষোভ তৃণমূলের
সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা বাতিল-সহ একগুচ্ছ দাবিতে স্কুলে বিক্ষোভ দেখাল তৃণমূল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার ১৫ নম্বর ওয়ার্ডের বীজপুর নেতাজি শিক্ষা নিকেতনে। তৃণমূল নেতা সুজিত তপাদার জানান, এ দিন সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা ছিল। এই স্কুলে শিক্ষক পদে কর্মরত তিন জন আবেদন করেছেন। তাঁদের মধ্যে এক জনকে আগে থেকেই ঠিক করে রাখা হয়েছে বলে অভিযোগ। এছাড়া যে সমস্ত শিক্ষকেরা নির্দিষ্ট সময়ের পরে স্কুল যান, তাঁদের হাজিরা খাতায় লাল দাগ দেওয়ার দাবি জানানো হয়। মহকুমাশাসক, জামুড়িয়া থানা ও আইনমন্ত্রীকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। তৃণমূল নেতা জয়দেব কর্মকারের দাবি, সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করতে হবে। বর্তমান পরিচালন সমিতির মেয়াদ শেষ হবে ২০ নভেম্বর। তার আগে এই নিয়োগ করা যাবে না। প্রধান শিক্ষক তপন গড়াই জানান, সকাল ১০টা ২০ মিনিটের মধ্যে কোনও শিক্ষক স্কুলে না ঢুকলে হাজিরা কেটে দেওয়া হবে। এ দিন পরীক্ষার্থীরা না আসায় সহকারী প্রধান শিক্ষকের পদের পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে।

সাজানো হবে মর্গ
মহকুমা হাসপাতালের মর্গ সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রোগী কল্যাণ সমিতির সভাপতি মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, মর্গে সঠিক পরিকোঠামো না থাকায় সংলগ্ন এলাকার বাসিন্দারা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠতেন। মর্গের পুরোনো ভবনটি পুননির্মাণ করা হয়েছে। পাশে একটি নতুন ভবন তৈরি হয়েছে। এই ভবনে ৬টি শীতল ট্রে তৈরি করা হয়েছে। আরও ৮টি তৈরি হবে। নতুন ভবনে মৃতদেহ রাখা হবে। পুরনো ভবনটিতে ভিসেরা সংরক্ষণ করে রাখা হবে। আসানসোল পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে, সাত দিনের বেশি দাবিহীন মৃতদেহ রাখা যাবে না। আধুনিক মর্গ তৈরির জন্য রাজ্য সরকারকে একটি পরিকল্পনা পাঠানো হয়েছে, যার জন্য খরচ হবে ২৬ লক্ষ টাকা।

বোনাস নিয়ে সিদ্ধান্ত
দুর্গাপুর পুরসভা ও কাঁকসা ব্লকের বিভিন্ন বেসরকারি কারখানার কর্মীদের বোনাসের বিষয়টি চূড়ান্ত হয়েছিল মঙ্গলবার। বৃহস্পতিবার আসানসোল মহকুমা ও জেলার বাকি অংশের কর্মীদের বোনাস নিয়ে দু’টি পৃথক ত্রিপাক্ষিক চুক্তি সাক্ষরিত হল দুর্গাপুরের ডেপুটি লেবার কমিশনারের অফিসে। গত বছরের তুলনায় কর্মীরা ১ শতাংশ হারে বেশি বোনাস পাবেন। আইএনটিটিইউসি নেতা প্রভাত চট্টোপাধ্যায় জানান, এর ফলে প্রায় ১ লক্ষ শ্রমিক উপকৃত হবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.