খেলার টুকরো খবর |
দুর্গাপুরে ক্রীড়ামন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
দুর্গাপুরে ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী নিজস্ব চিত্র। |
পাহাড়ের আদিবাসী এবং জঙ্গলমহলের আদিবাসীদের নিয়ে শীঘ্র দুর্গাপুরে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজন করা হবে বলে জানালেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। রাতুরিয়া-অঙ্গদপুর শিল্প তালুকের কারখানা কর্মীদের নিয়ে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে এসে বৃহস্পতিবার ক্রীড়ামন্ত্রী জানান, কারখানা কর্মীদের নিয়ে রাজ্যস্তরে এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হলে রাজ্য সরকার প্রয়োজনীয় সাহায্য করবে। অঙ্গদপুর, রাতুরিয়া ইন্ডাস্ট্রিয়াল ভলান্টিয়ার্স কমিটি আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হয় বুধবার বিকেলে। তবে বিশেষ কারণে ক্রীড়ামন্ত্রী এ দিন আসতে পারেননি বলে উদ্যোক্তারা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার সকালে। ক্রীড়ামন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে জানান, খেলাধুলোর প্রসারে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। খেলোয়াড় কোটায় নিয়োগের বিষয়টি রাজ্য সরকার গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি। এই ধরনের একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রশংসা করে মন্ত্রী জানান, রাজ্যস্তরে এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হলে রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। উদ্যোক্তাদের পক্ষে অশোক কুমার দত্ত ও অরবিন্দ নন্দী জানান, চ্যাম্পিয়ন দল ভাস্কর সূর্য অ্যালয়কে ১৫ হাজার টাকা, বিজিত শ্যাম ফেরো কারখানাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া ফাইনালের সেরা চ্যাম্পিয়ন দলের হেলা মুর্মুকে দেওয়া হয় ৫ হাজার টাকা।
|
আন্তঃকলেজ ফুটবল |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ফুটবলে খেতাব জেতার হ্যাট্রিক করল হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয়। বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে গোল করেন হেমাল কিস্কু। এই একমাত্র গোলেই এ দিন ম্যাচ জিতেছে হরিপাল। গত বারের মত এ বারও ফাইনালে হেরে রানার্স হয়েছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ। উল্লেখ্য, হিরপাল সেমি ফাইনালে কাটোয়া কলেজকে এবং বাঁকুড়া হারায় বর্ধমানের রাজ কলেজকে। ফাইনালের সেরা হয়েছেন হরিপালের সৌগত বাড়। পুরস্কার দেন বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্টার দেবীদাস মণ্ডল, স্পোর্টস অফিসার সন্দীর নন্দী, প্রাক্তন স্পোর্টস অফিসার রথীন ভট্টাচার্য ও এস্টেট অফিসার কল্যাণ মুখোপাধ্যায়।
|
অগ্রণী সঙ্ঘের জয় |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূধ্বর্র্ ১৪ ফুটবল লিগে বৃহস্পতিবার নবদিগন্ত মাঠের খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হয়। এ দিন মুখোমুখি হয় জিবিএফসি ও আইএন দিশারী সঙ্ঘ। কোনও দলই গোল করতে পারেনি। অন্য দিকে, লাল ময়দানের খেলায় দুর্গাপুর অগ্রণী সঙ্ঘ ১-০ গোলে হারায় ভলিবল ক্লাবকে। ম্যাচটি পরিচালনা করেন অভীক চক্রবর্তী, ওমপ্রকাশ সিংহ ও জিতেন রুইদাস।
|
সুপার ডিভিশন লিগ |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগে বৃহস্পতিবারের আসানসোল স্টেডিয়ামের খেলায় জয়ী হল বড়থোল আদিবাসী কৃষক সমিতি। তারা আড়াডাঙা এমবিজি-কে ১-০ গোলে হারায়।
|
স্মৃতি ফুটবল |
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
যুব তৃণমূল আয়োজিত লক্ষ্মণ ধীবর স্মৃতি ফুটবলের বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হল ফাইভ স্টার। তারা কাল্লা মাঠের খেলায় মুড়িডাঙাকে ১-০ গোলে হারায়।
|
জিতল সকড়া |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
দুর্র্বার ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় অন্ডাল সকড়া টাইব্রেকারে ২-১ গোলে গঙ্গাজলঘাঁটি স্পোর্টিং ক্লাবকে হারায়।
|
জয়ী কাল্লা |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
তারাপদ কোড়া, গৌতম চট্টোপাধ্যায় ও রবি কোড়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল কাল্লা। তারা বীরকুলটি ইউসি-কে টাইব্রেকারে ২-১ গোলে হারায়।
|
সান্দার ক্লাবের হার |
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
মদনপুর রবীন্দ্র-নজরুল কমিটি আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল অগ্নিবীণা ক্লাব। মদনপুর মাঠে বৃহস্পতিবারের ফাইনালে তারা সান্দার ক্লাবকে ২-১ গোলে হারায়।
|
কবাডি দল যাচ্ছে পুরী |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিশ্ববিদ্যালয়ের ১২ সদস্যের মেয়েদের কবাডি দল সাত দিনের আবাসিক ক্যাম্পের শেষে শুক্রবার পুরী রওনা হচ্ছে। তারা জগন্নাথ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা কবাডিতে যোগ দেবে। প্রশিক্ষক হিসেবে যাচ্ছেন হাবিব আলি ও ম্যানেজার অতনু ঘোষ। |
|