উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
পাশ করেও মার্কশিটে ফেল, আন্দোলনে ছাত্র পরিষদ
ত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে স্নাতক স্তরের পাস কোর্সে বিভ্রান্তিকর ফল ঘোষণার অভিযোগ তুলে এক সপ্তাহ ব্যাপী আন্দোলন সূচি ঘোষণা করল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ওই আন্দোলন ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ওই আন্দোলন সূচিতে ছাত্র ধর্মঘট, পুজো মণ্ডপে কালো ব্যাচ পরে প্রতীকী প্রতিবাদ-সহ একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। কোচবিহার জেলা ছাত্র পরিষদের নেতা রাকেশ চৌধুরী বলেন, “প্রেসিডেন্সির উন্নয়ন নিয়ে রাজ্য সরকার মাতামাতি করলেও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে কোনও মাথাব্যাথা নেই। এমনকী, রাজ্যের শিল্পমন্ত্রী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি প্রবেশিকা করলেও আখেরে কোনও লাভ হচ্ছে না। উল্টে বাম জমানার চেয়েও বেহাল হয়ে পড়ছে এখনকার শিক্ষা ব্যবস্থা। স্নাতক স্তরের পরীক্ষায় পাশ করার পরেও অসংখ্য ছাত্রছাত্রীর মার্কশিটে তা ফেল বলে উল্লেখের ঘটনায় স্পষ্ট হয়েছে।”
ছাত্র পরিষদের অভিযোগ, কোচবিহার কলেজ, মনীষী পঞ্চানন বর্মা মহিলা মহাবিদ্যালয়, বিটি অ্যান্ড ইভনিং কলেজ, এবিএন শীল কলেজের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ফেল করেছেন। অথচ মার্কশিটে অনেকেরই ন্যূনতম নম্বর ৩৪ শতাংশের বেশি রয়েছে। আবার এমন ছাত্রছাত্রী রয়েছেন যাঁরা প্রথম দুটি বর্ষে কোনও বিষয়ে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়ে তৃতীয় বর্ষে পাশ নম্বর পাননি। ছাত্র পরিষদ নেতা রাকেশ চৌধুরী বলেন, “কলেজ কর্তৃপক্ষ কোনও সদুত্তর দিতে পারছেন না। কর্তৃপক্ষের টনক নড়াতে আমরা সপ্তাহব্যাপী আন্দোলনে নেমেছি।” জানা গিয়েছে, এদিন তাঁরা রাজ্যপাল, উপাচার্য এবং উচ্চ শিক্ষামন্ত্রীকে এই বিষয়ে স্মারকলিপি পাঠিয়েছেন। আজ, শুক্রবার কোচবিহারে মিনিবাস স্ট্যান্ডের সামনে উচ্চ শিক্ষামন্ত্রী কুশপুতুল পোড়ানো হবে। ২৪ সেপ্টেম্বর জেলার মেখলিগঞ্জ, শীতলখুচি, দিনহাটা, তুফানগঞ্জ, হলদিবাড়ি এবং কোচবিহার শহরের স্টেশন মোড়, মরাপোড়া দিঘি, খাগড়াবাড়ি, বাবুরহাট, গুঞ্জবাড়িতে এক ঘণ্টার পথ অবরোধ হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.