কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির জমি অধিগ্রহণের দাবিতে আন্দোলনে নামল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। বৃহস্পতিবার দলের সদস্যরা জেলা জুড়ে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান করেন। গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাবে জেলা কংগ্রেস। এদিনের অভিযানের নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি তথা বিধায়ক মোহিত সেনগুপ্ত। মোহিতবাবু বলেন, “কেন্দ্রীয় সরকার রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেয়। পূর্বতন বামফ্রন্ট সরকার জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করেনি। রায়গঞ্জের পানিশালায় ১২৫ একর জমি চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকার দ্রুত জমি অধিগ্রহণ করে তা যাতে কেন্দ্রের হাতে তুলে দেয়, সেই দাবিতে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি মুখ্যমন্ত্রীকে পাঠানো হচ্ছে।” তিনি জানান, বিভিন্ন মহল থেকে নানা অপপ্রচার করা হচ্ছে। রায়গঞ্জের বদলে কল্যানীতে হাসপাতাল সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে প্রচার হচ্ছে। মুখ্যমন্ত্রী জমি না মিললে সমস্যা হতে পারে বলে জানিয়েছেন। কিন্তু প্রয়োজনীয় জমি রায়গঞ্জে আছে। জমির মালিকেরা জমি দেওয়ার জন্য প্রতিদিন প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন। দলের বিধায়ক এবং কংগ্রেসের একটি প্রতিনিধি দল দ্রুত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি বুজিয়ে বলবেন। ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে কেন্দ্রীয় সরকার রায়গঞ্জে ওই হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নেয়। ৮২৩ কোটি টাকা খরচ করে ১০০ একর জমির উপর ৯৬০ শয্যার হাসপাতাল গড়া হলে উত্তরবঙ্গ তো বটেই দেশের এই প্রান্তের বাসিন্দারা উপকৃত হবে বলে সরকারের তরফে ঘোষণা করা হয়। এরজন্য রাজ্য সরকারকে জমি-সহ রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, নিকাশির মত পরিকাঠামো গড়ার কথা কেন্দ্রের তরফে বলা হয়। পানিশালায় ১২৫ একর জমিও চিহ্নিত হয়। কেন্দ্রীয় প্রতিনিধি দল জমি দেখেও যান। আগের বাম সরকারের স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্রকে কেন্দ্রের তরফে জমি অধিগ্রহণের কাজ শুরু করার জন্য বলা হয়। প্রয়োজনীয় কাগজপত্র সরকারের কাছে পৌঁছায়। কিন্তু বিধানসভা নির্বাচন আসায় অধিগ্রহণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। রায়গঞ্জে হাসপাতাল তৈরিতে নতুন রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনের হুমকি দেন রায়গঞ্জের কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বিরোধ প্রকাশ্যে আসে। সিপিএমের শাখা সংগঠন এসএফআই,ডিওয়াইএফ একই দাবিতে আন্দোলনে নামে। তৃণমূলও জানিয়ে দেয়, রায়গঞ্জে ওই হাসপাতাল তারাও চায়।
এ দিকে, রায়গঞ্জে এইমসের ধাঁচের হাসপাতাল নদিয়ার কল্যাণীতে করার প্রতিবাদে সই সংগ্রহে নামল কংগ্রেস। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান টাউন ব্লক যুব কংগ্রেসের সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “বিগত ইউপিএ আমলে প্রিয়রঞ্জন দাসমুন্সির প্রস্তাবে হাসপাতাল গড়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।” |