টুকরো খবর |
অধ্যক্ষকে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
বিভিন্ন কারখানায় শিক্ষানবিশ হিসাবে পাঠানো ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ানো, বন্ধ হয়ে থাকা বিভিন্ন পাঠ্যক্রম শুরু করা-সহ ১০ দফা দাবিতে রঘুনাথপুর আইটিআই-এর অধ্যক্ষকে স্মারকলিপি দিল ওই শিল্প প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র সংসদ। ছাত্র সংসদের সম্পাদক পিন্টু মাজির অভিযোগ, তিনটি পাঠ্যক্রমের ক্লাস হচ্ছে শিক্ষকের অভাবে। এ ছাড়াও প্রায় ৪০ বছর ধরে চলা চারটি পাঠ্যক্রমে ছাত্রভর্তি বন্ধ হয়ে রয়েছে চলতি শিক্ষাবর্ষ থেকে। তিনি বলেন, “পুরুলিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই আইটিআইয়ে জেলা-সহ আশপাশের দুই জেলার পড়ুয়ারাও ভর্তি হন। অথচ পরিকাঠামোর অভাবে পাঠ্যক্রম বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। আইটিআই-এর অধ্যক্ষ অভিজিৎ কুণ্ডু বলেন, “ছাত্র সংসদ যে দাবিগুলি জানিয়েছে, তার বেশির ভাগই পূরণ হয়েছে। কিছু দাবি ঊর্ধ্বতন কর্তপক্ষের পক্ষেই মেটানো সম্ভব। আমরা সমস্যাগুলি তাঁদের জানিয়েছি। কর্তৃপক্ষ ইতিমধ্যেই কিছু ব্যবস্থা নিয়েছেন।”
|
দুই পরিত্যক্ত শিশু উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
|
নিজস্ব চিত্র। |
এলাকার বাসিন্দাদের প্রচেষ্টায় দুই পথশিশুর ঠাঁই হল পুরুলিয়া সদর হাসপাতালে। বুধবার ও বৃহস্পতিবার আড়শার পলপল ও বলরামপুর থানার বাঁশগড় থেকে পরিত্যক্ত দুই শিশুকন্যাকে উদ্ধার করেন স্থানীয় মানুষ। পরে পুলিশের হস্তক্ষেপে তাদের সদর হাসপাতালে ভর্তি করানো হয়। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সভাপতি দীপক দাস বলেন, “এ দিন বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের পিছনে জলকাদার মধ্যে মাখামাখি হয়ে পড়েছিল একটি শিশুকন্যা। স্থানীয় মানুষের চোখে পড়ায় তারা শিশুটিকে স্বাস্থ্যকেন্দ্রে আনেন। একই ভাবে পলপল গ্রামের কাছেও রাস্তার ধারে জলকাদার মধ্যেই একটি শিশু পড়েছিল। তাকেও উদ্ধার করা হয়েছে।” সদর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দু’টি শিশুরই ওজন স্বাভাবিকের চেয়ে কম। দু’জনেই শিশু বিভাগে চিকিৎসাধীন। ওই বিভাগের নার্সরা দু’টি শিশুর নামকরণও করেছেন। নার্স মধুমিতা সরকার বললেন, “বাঁশগড় থেকে যে এসেছে, তার নাম দিয়েছি শ্রাবণী। আর অন্যটির নাম শ্রেয়সী।” দীপকবাবু জানান, চিকিৎসকেরা অনুমতি দিলে ওই দু’জনকে হোমে পাঠানো হবে।
|
মিশে গেল দল
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মরান্ডির দল ঝাড়খণ্ড বিকাশ মোর্চার সঙ্গে মিশে গেল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (অজিত)। বৃহস্পতিবার শহিদ দিবসে পুরুলিয়া শহরের ট্যাক্সিস্ট্যান্ডের সভায় এ কথা জানান জেএমএম (অজিত)-এর শীর্ষ নেতা অজিত মাহাতো। এ দিন পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে তাঁদের হাজার অনুগামী ঝাড়খণ্ড বিকাশ মোর্চায় যোগ দেন বলেও দাবি অজিতবাবুর। উল্লেখ্য, জেএমএমের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিরোধের জেরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি অজিতবাবু বছর দুয়েক আগে নতুন দল গঠন করেন। অজিতবাবু বলেন, “১৯৯৪ সালে দলের তিন কর্মী আন্দোলন করতে গিয়ে কংসাবতী নদীর তীরে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। আমরা যোগদানের জন্য এই দিনটিকেই বেছে নিয়েছি।” তাঁর যুক্তি , ছোট দল নিয়ে রাজনীতির ময়দানে তাঁরা সে ভাবে লড়াই দিতে পারছিলেন না। সে জন্যই এই সিদ্ধান্ত।
|
স্কুল খুলল
নিজস্ব সংবাদদাতা • বোরো |
আট দিন পরে বোরোর জাওড়া প্রাথমিক স্কুলের তালা খোলা হল। বৃহস্পতিবার থেকে ওই স্কুলের পঠনপাঠন শুরু হয়। গত ১৪ সেপ্টেম্বর স্কুলের পড়ুয়াদের পোশাক বিলি করা নিয়ে শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের একাংশের বিবাদ হয়। এই ঘটনার পরে শিক্ষকদের স্কুলে অনিয়মিত আসা-যাওয়া, মিড-ডে মিল-সহ নানা অভিযোগ তুলে কয়েক জন অভিভাবক সে দিন স্কুলের দরজায় তালা ঝুলিয়ে দেন। মানবাজার-২ ব্লকের ভারপ্রাপ্ত অবর বিদ্যালয় পরিদর্শক হিমাংশু মাহাতো বলেন, “বুধবার ওই স্কুলের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করার পর স্কুলের তালা খোলা হয়। আগামী মঙ্গলবার অভিভাবকদের অভিযোগগুলি সর্ম্পকে আলোচনায় বসা হবে।”
|
মৃত্যু পঞ্চায়েত সদস্যের
নিজস্ব সংবাদদাতা • কাশীপুর |
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক পঞ্চায়েত সদস্যের। তাঁর নাম সুন্দর বাউরি (৩৫)। বাড়ি কাশীপুর থানার আহাওড় গ্রামে। তিনি স্থানীয় সোনাইজুড়ি পঞ্চায়েতের আহাওড় গ্রাম সংসদের সোনাইজুড়ি অঞ্চল উন্নয়ন সংগ্রাম সমিতির সদস্য ছিলেন। পঞ্চায়েত সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে এক জনের মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন সুন্দরবাবু। কাশীপুর-ঝাপড়া রাস্তায় মাইকেল মধুসূদন দত্ত কলেজের অদূরে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আশঙ্কাজনক অবস্থায় ওই পঞ্চায়েত সদস্যকে নিয়ে যাওয়া হয়েছিল বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে তাঁকে পাঠানো হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। বুধবার সেখানেই তাঁর মৃত্যু হয়।
|
শিক্ষকদের দাবি
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
মিড-ডে মিল পরিচালনার দায়িত্ব স্বনির্ভর গোষ্ঠী বা স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে দেওয়ার দাবি জানালেন বাঁকুড়া জেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকেরা। বৃহস্পতিবার এই দাবি-সহ ৯ দফা দাবিতে তাঁরা জেলাশাসকের কাছে স্নারকলিপি দেন। পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র বন্দ্যোপাধ্যায় বলেন, “মিড-ডে মিলের দায়িত্ব আমাদের উপরে বাড়তি চাপের সৃষ্টি করেছে। তাই জেলার ৮৫টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা এক সঙ্গে এই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে জেলাশাসকের কাছে লিখিত ভাবে জানিয়েছি।” শিক্ষকদের দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি।
|
পাশফেল রাখার দাবি
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
অষ্টম শ্রেণি পর্যন্ত পাশফেল প্রথা ফিরিয়ে আনা, মিড-ডে মিল পরিচালনার দায়িত্ব সরকারকে দিতে হবেএই সব দাবিতে বৃহস্পতিবার পুরুলিয়া জেলা বিদ্যালয় পরিদর্শককে (মাধ্যমিক) স্মারকলিপি দিল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির জেলা শাখা। সংগঠনের জেলা সম্পাদক দেবাশিস সরখেল জানান, স্কুল পরিদর্শক তাঁদের দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
|
বর্ষপূর্তিতে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ঝালদা ব্লকের বেগুনকোদর পুষ্টি পুনর্বাসন কেন্দ্রের বর্ষপূর্তি হল বৃহস্পতিবার। স্বাস্থ্য দফতর ও ইউনিসেফের যৌথ প্রকল্পে গড়ে ওঠা জেলার এই কেন্দ্রের বর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন জেলাশাসক অবনীন্দ্র সিংহ, অতিরিক্ত জেলাশাসক হৃষিকেশ মুদি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিশিকান্ত হালদার প্রমুখ। |
|