বাবু মাস্টারের বাড়ির কাছে মিলল অস্ত্র |
বাবু মাস্টারকে জেরা করে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে মধ্যমগ্রাম থেকে পুলিশ গ্রেফতার করেছিল হাসনাবাদের কুখ্যাত দুষ্কৃতী বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল মনিকে। ওই রাতেই তাঁকে জেরা করে হাসনাবাদের আমলানি থেকে একটি রিভলভার এবং ১ রাউন্ড গুলি উদ্ধার হয়। বাবুকে ৬ দিনের পুলিশি হেফাজতে নিয়ে তদন্তে নামে পুলিশ। বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার বলেন, “ধৃত ব্যক্তিকে জেরা করে তাঁর বাড়ির কাছ থেকেই অস্ত্রের সন্ধান মিলেছে। উদ্ধার হয়েছে দু’টি দোনলা, ৯টি একনলা রাইফেল এবং ৩২ রাউন্ড কার্তুজ।” দোনলা আধুনিক বন্দুক দু’টি কী ভাবে হাসনাবাদের গ্রামে এল, সেগুলি ছিনতাই করা হয়েছিল কি না, সে সব তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।বুধবার রাত থেকে বাবুকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ। পুলিশের দাবি, বৃহস্পতিবার সকালে বাবুর দেওয়া তথ্যের ভিত্তিতেই তাঁর বাড়ির পিছন দিকে জলা-জঙ্গলে ঘেরা একটি জায়গায় অস্ত্র উদ্ধারে নামা হয়। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় মাটির চার ফুট নীচ থেকে প্লাস্টিকে মোড়া অস্ত্রগুলি পুলিশের হাতে আসে।
|
বধূকে পিটিয়ে মারার অভিযোগে শাশুড়ি ও ননদের দুই মেয়ে-সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। হিঙ্গলগঞ্জের হেমনগর উপকূল থানার উত্তর পারঘুমটি গ্রামের ওই বধূর নাম নন্দিতা দেবনাথ (২৪)। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটলেও পুলিশকে জানানো হয় বুধবার রাতে। চার বছর আগে সঞ্জীবের সঙ্গে বিয়ের পরে স্বামী-স্ত্রীতে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। অভাবের কারণে সঞ্জীব তামিলনাড়ুতে কাজ করতে যান। তাঁর অনুপস্থিতিতে নন্দিকাদেবীকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য নির্যাতন করা হত বলে বাপের বাড়ির তরফে পুলিশে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে গলায় দড়ি দেওয়া অবস্থায় নন্দিতাদেবীর দেহ পাওয়া যায়।
|
বনগাঁয় মন্দিরে চুরি, ক্ষোভ |
ফের চুরির ঘটনা ঘটল বনগাঁয়। বুধবার গভীর রাতে গাঁড়াপোতা এলাকায় একটি পুরনো কালীমন্দিরে এই চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা মন্দিরের গ্রিলের দরজার তালা ভেঙে বিগ্রহের সমস্ত সোনা-রুপোর অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে। বনগাঁর এসডিপিও বিমলকান্তি বন্দ্যোপাধ্যায় বলেন, “গাঁড়াপোতা এলাকায় একটি মন্দিরে চুরির অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্তও শুরু হয়েছে।” পুলিশ ও মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মন্দিরের এক সেবিকা কাজ করতে এসে দেখেন গ্রিলের তালা ভাঙা। তিনিই পরে সকলকে খবর দেন। বহু পুরনো ওই মন্দিরে চুরি হয়েছে শুনে এ দিন সকাল থেকে সেখানে ভিড় করেন বহু মানুষ। প্রাচীন এই মন্দিরে চুরির ঘটনায় ফের পুলিশের দিকেই আঙুল তুলেছেন স্থানীয় মানুষ। শুধু কালীমন্দির থেকেই নয়, মন্দির চত্বরে থাকা শিব ও রাধাগোবিন্দ মন্দির থেকেও সোনা-রুপোর অলঙ্কার নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। মন্দির কমিটির সম্পাদক বিভূতি বিশ্বাস জানান, লক্ষাধিক টাকার গয়নাগাটি চুরি হয়েছে। সাম্প্রতিক কালে বনগাঁয় চুরি-ছিনতাই, ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ।
|
কলেজে মারপিট, গ্রেফতার ১২ |
তৃণমূল ছাত্র পরিষদের দুই সমর্থককে মারধরের অভিযোগে ১২ জন এসএফআই সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকলে মারধরের ওই ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা কলেজে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক সিপিএম নেতার ছেলে ভর্তির ব্যাপারে বুধবার বিকেলে কলেজে আসেন। কলেজের কাজ সেরে বেরিয়ে যাওয়ার সময় তৃণমূল ছাত্র পরিষদের দু’জন সমর্থকের সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। সেই সময় আচমকাই ২০-২৫ জন এসএফআই সমর্থক ওই দুই তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকের উপরে চড়াও হয়ে তাঁদের মারধর করে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা ওই দুই ছাত্রকে উদ্ধার করে পাথরপ্রতিমা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। এর পরেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তৃণমূল নেতা প্রিয়রঞ্জন মাঝি বলেন, “ওরা অন্যায় ভাবে আমাদের ছাত্র সংগঠনের দুই সমর্থককে মারধর করেছে।’’ পাথরপ্রতিমার সিপিএমের জোনাল কমিটির সম্পাদক মনোরঞ্জন ভুঁইয়ার দাবি, “তৃণমূলের ছাত্র পরিষদের লোকরাই আমাদের দুই সমর্থককে মারধর করে।” |