|
|
|
|
এই সরকার চলছে বিজ্ঞাপনে, মমতাকে কটাক্ষ সেলিমের |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে বৃহস্পতিবার প্রচারে এসে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সততাকেই তুলে ধরলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সেইসঙ্গে সিপিএমকে কাটক্ষ করে তাঁর মন্তব্য, “ওদের হাতে পড়ে বাংলা দুর্বল হয়েছে। শিক্ষা-স্বাস্থ্য থেকে সর্বত্র পিছিয়ে পড়েছে বাংলা। ৩৪ বছরে ওরা কোনও উন্নয়নই করেনি।’’ |
|
বৃহস্পতিবার বসিরহাটে নির্বাচনী প্রচারে শতাব্দী রায় এবং সূর্যকান্ত মিশ্র। ছবি: নির্মল বসু। |
উন্নয়নের স্বার্থে দলীয় প্রার্থীকে জেতানোর আবেদন জানিয়ে তিনি বলেন, “আমি রাজনীতি অতসত বুঝি না। কেবল বুঝি মমতার সততা। তাই আমার মতো যাঁরা অন্য জগতের মানুষ তাঁরা উন্নয়নের শরিক হতে দিদির হাতে হাত রেখেছি। সিপিএম সংখ্যালঘুদের কোনও উন্নয়ন করেনি। কেবল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। দিদির উপরে ভরসা রাখুন। দেখবেন তিনি কী ভাবে সংখ্যালঘুদের উন্নয়ন করেন।” অন্যদিকে, বামপ্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র তৃণমূলের উদ্দেশ্যে বলেন, “ওদের কোনও নীতি নেই। ওরা গরিব মানুষের জন্য লড়াই করে না। লড়াই করে মন্ত্রী হতে। কখনও কংগ্রেস ছেড়ে বিজেপিতে, আবার কখনও বিজেপি ছেড়ে কংগ্রেসে। আসলে জাহাজ ডোবার সময় যেমন আগে বুঝতে পেরে নেংটি ইঁদুর পালায়, তেমনই সময় হলেই পালাবে। দিল্লির মন্ত্রী হয়ে সুখ হল না বলেই তো রাইটার্সে মুখ্যমন্ত্রী হতে হল।” সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, “কীসের উন্নয়ন। এই সরকার তো চলছে স্রেফ বিজ্ঞাপনে। মনে রাখতে হবে, বিজ্ঞাপনে যা বলা হয়, কাজে তা মেলে না। একশো দিনেই রাজ্যের মানুষ এদের স্বরূপ চিনে ফেলেছেন। |
|
|
|
|
|