টুকরো খবর |
সমুদ্র ভাঙন রুখতে আন্দোলনে সিপিএম
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দিঘা-শঙ্করপুর উপকূলে সমুদ্রভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এ বার আন্দোলনে নামছে বামফ্রন্ট। সম্প্রতি শঙ্করপুরে এক কনভেনশনে ১০০ জনকে নিয়ে সমুদ্রভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটি তৈরি হয়েছে বলে সিপিএমের রামনগর-১ জোনাল কমিটির সম্পাদক আশিস প্রামাণিক জানান। কমিটির সভাপতি রামনগরের প্রাক্তন সিপিএম বিধায়ক স্বদেশ নায়ক। কমিটির আহ্বায়ক আশিসবাবু জানান, দিঘা সমুদ্র উপকূলের শঙ্করপুর, তাজপুর, চাঁদপুরের বাসিন্দাদের প্রতিবছর ভুগতে হয়। এই কমিটিতে শুধু সিপিএম না, দলের অন্য শরিক সংগঠনের প্রতিনিধিরাও আছেন। আশিসবাবু বলেন, “ভাঙন নিয়ে স্থায়ী সমাধানের দাবিতে দুর্গাপুজোর পরেই আন্দোলনে নামবে কমিটি। গণস্বাক্ষর সংগ্রহ করে তা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে পাঠানো হবে।
|
টানা বৃষ্টিতে বিপর্যয় পূর্বের
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
কখনও ঝিরঝিরে, কখনও প্রবল। মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা বর্ষণে কাঁথি, দিঘা, রামনগর-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই জেলার প্রায় সর্বত্র বৃষ্টি হয়। নদীগুলিতে জলস্তর বাড়তে থাকে। গ্রামের রাস্তা-মাঠ-ঘাট ডুবে যায়। বিকেলে আবহাওয়া দফতর থেকে বলা হয়, দিঘার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণেই এই দুর্যোগ। আগামী ৪৮ ঘণ্টা ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গভীর সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ দিকে, পুজোর আগে এই বিপর্যয়ে মাথায় হাত উদ্যোক্তাদের। মণ্ডপের কাজ পণ্ড হওয়ার উপক্রম। বৃষ্টিতে প্রতিমা না শুকনোয় সমস্যায় পড়েছেন প্রতিমাশিল্পীরাও।
|
শাশুড়িকে খুনের চেষ্টা, ১০ বছর জেল
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
শাশুড়িকে খুনের চেষ্টার দায়ে জেল হল জামাইয়ের। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক বিশ্বনাথ দে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছ’মাস জেলের সাজা শোনান জামাই মুন্না খানকে। জেলা আদালতের সরকারি আইনজীবী রামকৃষ্ণ দে জানান, পাঁশকুড়া থানার দক্ষিণ গোপালপুর গ্রামের প্রৌঢ়া আয়েষা বিবির সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ বেধেছিল জামাই মুন্না খানের। ২০০১ সালের ৫ জানুয়ারি বচসা চলাকালীন আয়েষার পেটে ছুরি মেরে খুনের চেষ্টা করেন মুন্না। গুরুতর জখম অবস্থায় আয়েষাকে ভর্তি করানো হয় হাসপাতালে। দীর্ঘ ছ’মাস চিকিৎসার পরে সুস্থ হন আয়েষা। খুনের চেষ্টার অভিযোগে মুন্নাকে গ্রেফতার করে পুলিশ।
|
স্ত্রী খুনের দায়ে যাবজ্জীবন স্বামীর
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হল স্বামীর। বৃহস্পতিবার হলদিয়া মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সোমনাথ চক্রবর্তী তমলুকের নীলকুণ্ঠার বাসিন্দা গয়ারাম বর্মণকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাস জেলের সাজা শোনান। সরকারি আইনজীবী আবদুল মজিদ জানান, ২০১০ সালের ১৯ সেপ্টেম্বর বচসা চলাকালীন স্ত্রী সুভদ্রাকে গলা টিপে খুন করার অভিযোগ ওঠে গয়ারামের বিরুদ্ধে। দম্পতির এক পুত্রসন্তান রয়েছে। এ দিন জ্যেঠুর সঙ্গে আদালতে এসেছিল সুব্রত নামে বছর ছ’য়েকের ওই বালক। বাবার কারাদণ্ড শুনে কেঁদে ফেলে সে।
|
রাজ কলেজেও জয়ী টিএমসিপি
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
মহিষাদল রাজ কলেজের ছাত্রসংসদ নির্বাচনে জয়ী হল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। গত বার ছাত্র পরিষদের সঙ্গে জোট বেধে ছাত্রসংসদ দখল করেছিল টিএমসিপি। এ বার জোট হয়নি। নির্বাচনে এসএফআইয়ের পাশাপাশি ছাত্র পরিষদও (সিপি) প্রতিদ্বন্দ্বিতা করেছিল টিএমসিপি-র সঙ্গে। বৃহস্পতিবার ভোটের ফলপ্রকাশের পরে দেখা যায়, ৪১টি আসনের মধ্যে টিএমসিপি ৩৩টি, এসএফআই ৪টি ও সিপি ৪টি আসন পেয়েছে। এ দিন টিএমসিপি মহিষাদলে বিজয় মিছিলও করে।
|
স্মরণসভা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তৃণমূলের প্রয়াত পঞ্চায়েত প্রধান নিশিকান্ত মণ্ডল স্মরণে বৃহস্পতিবার সোনাচূড়ার গাংড়া এলাকায় সভা হল। নিশিকান্তবাবু যেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেখানেই এ দিনের সভা হয়। সভায় তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম-কাণ্ডে জড়িত সিপিএমের নেতা-কর্মীদের শাস্তির দাবি জানানোর পাশাপাশি নিখোঁজদের খুঁজে বার করার কথা বলেন। নন্দীগ্রাম জৈরুর মোড় থেকে গড়চক্রবেড়িয়া শহিদ মোড় পর্য়ন্ত নতুন পাকা রাস্তা, খাঁয়ের পুল নতুন করে নির্মাণ ও হাজরাকাটাতে নতুন একটি সেতু তৈরির কথা ঘোষণা করেন সাংসদ।
|
কারখানায় গণ্ডগোল
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তেজনা ছড়াল হলদিয়ায় লালবাবা কারখানায়। বহিরাগতদের কাজে নেওয়া হচ্ছে এবং মালিকপক্ষ উদ্বাস্তুদের স্বার্থ দেখছে না বলে অভিযোগ জানান কারখানার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত সংগ্রাম কমিটির প্রেসিডেন্ট কেনারাম বেরা। বিরোধী গোষ্ঠীর তরফে পিন্টু জানার দাবি, কাজ পেয়েছেন স্থানীয়েরাই। দু’পক্ষই মিছিল করে। তবে, বড় কোনও গণ্ডগোল হয়নি।
|
আহত তীর্থযাত্রী
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তমলুক থেকে গয়ায় তীর্থ করতে যাওয়ার পথে বাস থামিয়ে কোলাঘাটের হলদিয়া মোড়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। ট্রেলার এসে আচমকা ধাক্কা মারায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন তীর্থযাত্রী। তাঁদের স্তানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত সওয়া ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
|
উদ্বাস্তু-বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার সকালে পেট্রোকেম আবাসনের মূল দু’টি গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল স্থানীয় জমি বাঁচাও ও উদ্বাস্তু সংগ্রাম কমিটি। বিনা নোটিসে বিক্ষোভ দেখানোর জন্য পুলিশ গিয়ে ২১ জনকে গ্রেফতার করলে অবরোধ-বিক্ষোভ ওঠে।
|
স্মারকলিপি |
বছরে ন্যূনতম ১০০ দিন কাজ, দৈনিক পারিশ্রমিক ১২০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা-সহ একগুচ্ছ দাবিতে বুধবার জেলা বনাধিকারিক, জেলাশাসক ও জেলা পরিষদের সভাধিপতিকে স্মারকলিপি দিলেন সারা বাংলা বনকর্মী অস্থায়ী মজদুর সমিতির সদস্যরা। পূর্ব মেদিনীপুরে মাত্র ০.৪ শতাংশ বনভূমি। বনভূমির ভাগ বাড়াতে বন দফতর উদ্যোগী নয় বলে অভিযোগ বনকর্মীদের। নতুন নতুন এলাকায় বৃক্ষরোপণ ও চারা রক্ষণাবেক্ষণের কাজ দেওয়ার দাবিও জানিয়েছেন বনকর্মীরা। |
|