|
|
|
|
কেশবপুর প্রাথমিকে চেয়ারম্যান |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রাথমিক স্কুলগুলোর হালহকিকত স্বচক্ষে দেখতে ‘অভিযান’ শুরু করলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মু। বৃহস্পতিবার দুপুরে তিনি হাজির হন মেদিনীপুর সদর ব্লকের কেশবপুর প্রাথমিক স্কুলে। প্রতিটি ক্লাসে গিয়ে খুদে পড়ুয়াদের কথা শোনেন। কথা বলেন শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে। তবে চেয়ারম্যানের এ দিনের অভিজ্ঞতা ইতিবাচক। তিনি বলেন, “আদর্শ স্কুল বলতে যা বোঝায়, এই স্কুল তেমনই। আশপাশের পরিবেশও বেশ ভাল। পড়াশোনার পাশাপাশি এখানে সাংস্কৃতিক চর্চাও হয়।” আর কেশবপুর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক সাধন দে-র প্রতিক্রিয়া, “সংসদ চেয়ারম্যান সব কিছুই খতিয়ে দেখেন। একটি খাতায় ওঁর অভিজ্ঞতার কথাও লেখেন।” আগামী দিনেও এমন স্কুল পরিদর্শন চলবে বলে জানিয়েছেন চেয়ারম্যান।
বৃহস্পতিবার দুপুরে স্বপনবাবু যখন কেশবপুর প্রাথমিকে পৌঁছন, তখন ক্লাস চলছিল। প্রথমেই প্রধান শিক্ষক-সহ অন্য শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন তিনি। জানতে চান, স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা কত, শিক্ষকই বা ক’জন। অফিসে গিয়ে প্রয়োজনীয় খাতাপত্রও দেখেন। মিড ডে মিল সম্পর্কে খোঁজ নেন। রান্নাঘরে গিয়ে রাঁধুনিদের সঙ্গেও কথা বলেন। চেয়ারম্যানকে কাছে পেয়ে কিছু সমস্যার কথা জানান শিক্ষকরা। জানানো হয়, মিড ডে মিলের চাল সময়ে আসে না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বপনবাবু। চতুর্থ শ্রেণীর প্রিয়াঙ্কা সরেন, প্রথম শ্রেণির দামি হেমব্রম-সহ বেশ কয়েক জন ছাত্রছাত্রীর সঙ্গে কথা বলেন। আদিবাসী ছেলেমেয়েদের সঙ্গে সাঁওতালিতেই কথা বলেন চেয়ারম্যান। স্কুল পরিদর্শন শেষে স্বপনবাবু বলেন, “প্রাথমিকের মানোন্নয়নে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। কিছু ক্ষেত্রে পরিকাঠামোগত সমস্যা রয়েছে। তারও সমাধানের চেষ্টা চলছে।” |
|
|
|
|
|