একশো দিনের কাজ-সহ নানা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সিপিএমের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল গোয়ালতোড় ব্লকের মাকলিতে। বৃহস্পতিবার ছিল তলবি সভা। সেখানে পঞ্চায়েত প্রধান সিপিএমের জবা মুর্মুর বিরুদ্ধে আনা অনাস্থা পাশ হয়ে যায়। গত ৫ সেপ্টেম্বর জবাদেবীর বিরুদ্ধে দলেরই ৩ জন-সহ পঞ্চায়েতের মোট ৬ জন সদস্য বিডিওর কাছে লিখিত ভাবে অনাস্থার আবেদন করেছিলেন। তার প্রেক্ষিতে বিডিও বিক্রম চট্ট্যোপাধ্যায় তলবি সভা ডাকেন এ দিন। ভোটাভুটিতে তৃণমূলের ৩ জন-সহ ৮ সদস্য উপস্থিত ছিলেন। আসেননি জবাদেবী এবং উপ-প্রধান ফাল্গুন কুণ্ডু। শেষ পর্যন্ত আর ভোটাভুটি হয়নি। উপস্থিত ৮ জন সদস্যই অনাস্থা প্রস্তাবকে সমর্থন করেন। বিডিও বলেন, “নিয়মানুযায়ী ৭ দিনের মধ্যে নতুন প্রধান নির্বাচনের জন্য ফের বৈঠক ডাকা হবে।” মাকলি পঞ্চায়েতে মোট ১০টি আসন। গত নিবার্চনে তৃণমূল ৩টি এবং সিপিএম ৭টি আসন দখল করেছিল। রাজ্যে পালাবাদলের পরে এখানেও এ বার পরিবর্তন এল।
|
প্লাবনের আশঙ্কায় ভুগছেন মোহনপুর ও দাঁতন-১ ব্লকের কয়েকটি গ্রামের মানুষ। লাগাতার বৃষ্টিতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এগরা-সোলপাট্টা রাজ্য সড়ক। এ দিকে, ওই রাস্তার উপরে নিমপুর-বরঙ্গি জীর্ণ সেতুটি ভেঙে নতুন সেতু তৈরির কাজ শুরু হয়েছিল কয়েক মাস আগে। সেতুর কাজ এখনও শেষ হয়নি। যাতায়াতের জন্য নিমপুর খালের উপর কজওয়ে তৈরি করা হয়। বৃষ্টিতে অবশ্য সেটিও ডুবে গিয়েছে। তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়েই চলছিল যানবাহন। কিন্তু বৃহস্পতিবার কজওয়েটি ডুবে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ। নিমপুর খালটি চক ইসমাইলপুর থেকে দাঁতন-১ ও মোহনপুর ব্লকের ভিতর দিয়ে ওড়িশার ভোগরাই হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। কিন্তু কয়েক দশকে ওই খাল সংস্কার হয়নি। দাঁতন-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সদানন্দ দাস বলেন, “পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই খাল পারাপারের জন্য ডিঙিরও ব্যবস্থা করা হচ্ছে।”
|
তিন দিন ব্যাপী নাট্যোৎসব হল খড়্গপুরের তালবাগিচায় সব পেয়েছির আসর মঞ্চে। অঙ্কুর শিল্পীগোষ্ঠীর পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষে এই নাট্যোৎসব শুরু হয় মঙ্গলবার। প্রথম দিনে অনুষ্ঠান শুরুর আগে সংবধর্না জানানো হয় উৎসব কমিটির যুগ্ম সভাপতি প্রদীপ মজুমদার, পিন্টু ভট্টাচার্য ও যুগ্ম সম্পাদক রাজু কর, অমল বারুইকে। মঞ্চস্থ হয় অঙ্কুর শিল্পীগোষ্ঠীর প্রযোজিত ও কাননকুমার মাইতি রচিত নাটক ‘বাবা-মায়ের শেষ ঠিকানা’। অভিনয়ে ছিলেন কল্পনা রায়, অমল বারুই, মিনতি দাস, নারায়ণ রায়, হরিচাঁদ মণ্ডল প্রমুখ। দ্বিতীয় দিনে নৃত্য পরিবেশনের পরে মঞ্চস্থ হয় বেলঘরিয়ার ‘অঙ্গনা’ গোষ্ঠীর নাটক ‘দ্বিতীয় সীমান্ত’। বৃহস্পতিবার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘সে’ ও ‘সদানন্দের সাত কাহন’ পরিবেশন করে খড়্গপুরের সাংস্কৃতিক সংস্থা ‘খনাদ’।
|
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইস্তফা দেওয়ার পর যে সমস্যার সৃষ্টি হয়েছে, তার সমাধানের দাবি জানাল অধ্যাপক সংহতি মঞ্চ। মঞ্চের বক্তব্য, বিদ্যাসাগার বিশ্ববিদ্যালয়ের কোর্ট ও এক্সিকিউটিভ কাউন্সিলের মেয়াদ শেষ হয়েছে গত ১৯ সেপ্টেম্বর। এরপরই উপাচার্য্য পদত্যাগ করেন। এরফলে বিশ্ববিদ্যালয় বা তার অধীন কলেজগুলোর পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি প্রভৃতি বহু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের জন্য কোনও আইন সঙ্গত কমিটির অস্তিত্ব এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে নেই। অধ্যাপক সংহতি মঞ্চের পক্ষে সঞ্জীব কুইল্যা বলেন, “বিশ্ববিদ্যালয়ের এই অভিভাবকহীন অবস্থা চলতে দেওয়া যায় না। রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতরের উচিত অবিলম্বে এই সমস্যার সমাধান করা।”
|
বেশ কয়েক দফা দাবিতে বৃহস্পতিবার জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্যের দ্বারস্থ হল এনআরইজিএ এমপ্লয়িজ ফেডারেশন। সভাধিপতি ছাড়াও জেলাশাসক সুরেন্দ্র গুপ্তকেও স্মারকলিপি দেওয়া হয়। একশো দিনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সম্পাদক জয়ন্ত দাস, সভাপতি মণিলাল সিংহ মহাপাত্র, শুভাশিস পাত্র। সমমর্যাদার সরকারি পদ অনুযায়ী সব সুযোগ- সুবিধা দেওয়া, কাজের নিশ্চয়তা, ভাতা বৃদ্ধি-সহ বেশ কয়েকটি দাবি জানানো হয়। দাবিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেন সভাধিপতি।
|
স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। মঙ্গলবার খড়্গপুর গ্রামীণ থানার মাদপুর বালিকা বিদ্যালয়ে মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল। ছ’টি আসনের মধ্যে দু’টিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নির্দল প্রার্থীরা। শেষ দিনে তাঁরাও মনোনয়নপত্র তুলে নিলে ছ’টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান তৃণমূল সমর্থিতেরা।
|
লরির ধাক্কায় আহত হলেন দুই কলেজ ছাত্রী। বৃহস্পতিবার দুপুরের ওই দুর্ঘটনায় জখম দুই ছাত্রী হলেন সুদেষ্ণা সামুই ও তনুশ্রী কাণ্ডার। দু’জনেই গড়বেতা তৃতীয় বর্ষের ছাত্রী। তাঁদের গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কলেজ থেকে বেরনোর পরই একটি লরি সুদেষ্ণা ও তনুশ্রীকে ধাক্কা মারে। স্থানীয় মানুষজনই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। |