মহিলা কলেজে রাতের রক্ষীদের টহলের নির্দেশ |
নিরাপত্তায় কোনও রকম ঢিলেমি চলবে না। নৈশপ্রহরীদের রাতভর কলেজ ক্যাম্পাসে টহল দেওয়ার নির্দেশ দিল ‘সরোজিনী নায়ডু কলেজ ফর উওমেন’। এই ব্যাপারে রীতিমতো নোটিস জারি করেছেন কলেজের টিচার-ইন-চার্জ সুনন্দা চট্টোপাধ্যায়।
অশোক কর নামে ওই কলেজের এক নিরাপত্তারক্ষী রাতে ‘ডিউটি’র সময় ঘুমিয়ে থাকেন বলে সম্প্রতি অভিযোগ জানান সেখানকার এক মহিলা শিক্ষাকর্মী। রাতে কোনও প্রয়োজনে তাঁর ছেলে, আত্মীয়, এমনকী চিকিৎসকেরাও ক্যাম্পাসে ঢুকতে বা বেরোতে চাইলে অশোকবাবু দরজা খুলতে আপত্তি করেন বলে অভিযোগ জানিয়ে ওই শিক্ষাকর্মী চিঠি দেন সুনন্দাদেবীকে।
অভিযোগ পেয়ে নিরাপত্তারক্ষীর কাছে লিখিত ভাবে বিষয়টি জানতে চান টিচার-ইন-চার্জ। অশোকবাবু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। দমদমের ওই কলেজে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীরাই মূলত প্রহরীর দায়িত্ব পালন করেন। কলেজের পুরনো রক্ষীরাও আছেন। অশোকবাবু তাঁদেরই এক জন।
নিরাপত্তা রক্ষার ব্যাপারে সম্প্রতি জারি করা নোটিসে কলেজ-কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়েছেন।
তাতে বলা হয়েছে:
• রাতে নিরাপত্তারক্ষীদের নির্দিষ্ট সময়ের ব্যবধানে কলেজ ক্যাম্পাসে টহল দিতে হবে।
• ক্যাম্পাসে ঢুকতে হলে নাম ও উদ্দেশ্য লিখতে হবে বহিরাগতদের।
• কলেজ শেষ হয়ে যাওয়ার পরে কোনও আবাসিকের পরিচিত কেউ যদি ক্যাম্পাসে ঢুকতে চান, তা হলে সংশ্লিষ্ট আবাসিকের কাছ থেকে সম্মতিপত্র নিতে হবে নিরাপত্তারক্ষীকে।
• আবাসিকদের পরিচিত কেউ রাতে ক্যাম্পাসে থাকতে চাইলে কর্তৃপক্ষের আগাম অনুমতি প্রয়োজন বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
সুনন্দাদেবী এ দিন বলেন, “কলেজের নিজস্ব এবং বেসরকারি সংস্থার নিযুক্ত নিরাপত্তারক্ষীদের এই নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। কলেজের মূল ফটকেও সেটির প্রতিলিপি ঝুলিয়ে দেওয়া হবে।” |