|
|
|
|
টুকরো খবর |
ফাটল সংশোধনাগারে, সরানো হচ্ছে বন্দিদের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভূমিকম্পের জেরে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিঙ, মালদহ সংশোধনাগারের পাঁচিলে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বন্দিদের ওয়ার্ডগুলিও। জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে বন্দির সংখ্যা ১২০০। জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে সাধারণ বন্দিরা ছাড়াও বেশ কয়েকজন রাজনৈতিক বন্দিও রয়েছেন। পাঁচিল ভেঙে পড়ার আশঙ্কায় রাজ্য কারা দফতর আর কোনও ঝুঁকি নিতে রাজি নয়। মঙ্গলবার মহাকরণে বৈঠকের পর রাজ্য কারা দফতরের সিদ্ধান্ত, জলপাইগুড়ি সংশোধনাগারের ৮০ জন বন্দিকে বহরমপুর সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হবে। ওয়ার্ড খালি করতে বহরমপুর সেন্ট্রাল জেলের বেশ কিছু বন্দিকে কলকাতার আলিপুর, প্রেসিডেন্সি এবং দমদম সেন্ট্রাল জেলে পাঠানো হবে। রাজ্য কারা দফতরের ডিআইজি (নিরাপত্তা) হরিহর মণ্ডল মহাকরণে এ দিন বলেন, “আমরা ঝুঁকি নিতে রাজি নই। বুধবারের মধ্যেই বন্দিদের স্থানান্তরের কাজ শেষ করা হবে।”
|
উপনির্বাচনে প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভবানীপুর ও বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্ত মঙ্গলবার এ কথা জানান। রাজ্য নির্বাচন দফতর সূত্রের খবর, ওই দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। ইতিমধ্যে রওনা দিয়েছে তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে থাকবে ছয় কোম্পানি। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর ৪-৫ জন জওয়ান দেওয়া হবে। ওই কেন্দ্রের ভোটাদাতার সংখ্যা দু’লক্ষ ১২ হাজার ৮২১। বুথের সংখ্যা ২৬২। বাকি ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের জন্য। সেখানেও প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর ৪-৫ জন জওয়ান থাকবেন। ওই কেন্দ্রে ভোটার এক লক্ষ ৯৩ হাজার ১৩৫ জন। বুথের সংখ্যা ২৩৯। |
|
|
 |
|
|