|
|
|
|
ইতালির রেটিং কমার প্রভাব পড়েনি বিশ্ব বাজারে |
সেনসেক্স বাড়ল ৩৫৪ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অনিশ্চিত বাজারে এখন অনেকটা ঘড়ির পেন্ডুলামের মতোই দুলছে সূচকের কাঁটা। আগের দিন ১৮৮ পয়েন্ট পড়ার পর মঙ্গলবার এক লাফে সেনসেক্স বেড়ে গিয়েছে ৩৫৪ পয়েন্ট। এর আগে গত সপ্তাহের শেষ তিন দিনের লেনদেনে সূচক বেড়েছিল ৪৬৬ পয়েন্ট। এই দিন সেনসেক্স ফের ফিরে এসেছে ১৭ হাজারের ঘরে। বাজার বন্ধের সময়ে তা ছিল ১৭,০৯৯.২৮ অঙ্কে।
বাজারে অনিশ্চয়তার ধরন এখন এতটাই বদলে গিয়েছে যে, সাধারণ ভাবে যে-সব কারণে শেয়ার বাজার ওঠা-পড়া করে থাকে, সেগুলি এখন আর সব সময়ে খাটছে না। যেমন, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর্স ইতালির ঋণ পরিষোধের যোগ্যতা-মান বা ‘রেটিং’ কমিয়ে দেওয়া সত্ত্বেও এ দিন বিশ্ব জুড়েই বেড়েছে শেয়ার বাজার।
তবে ভারতে এই দিন বাজার বেড়েছে স্রেফ বিশ্ব বাজারের উত্থানের সুখবরের প্রভাবে নয়, অর্থনীতির মৌলিক উপাদানের মধ্যে একটির অবস্থান পরিবর্তন হওয়ার দরুন: এ দিন ডলারের তুলনায় ২৪ পয়সা কমেছে টাকার দাম। অন্য দিকে ইউরোর দাম বেড়েছে। গত দু’বছরের মধ্যে টাকার দাম এতটা নীচে নামেনি। বিশেষজ্ঞদের মধ্যে অনেকেই মনে করছেন, টাকার দাম কমার ফলে তথ্যপ্রযুক্তি সংস্থা-সহ রফতানি ভিত্তিক শিল্পগুলির অবস্থা ভাল হয়েছে। কারণ, ওই সব সংস্থা পণ্য রফতানি করে ডলার আয় করে। টাকার দাম কমে ডলারের দাম বাড়ার ফলে আয় করা ওই ডলার ভাঙিয়ে ভারতীয় সংস্থাগুলি অনেক বেশি টাকা উপার্জন করতে পারবে। একই ভাবে ইউরোর দাম বাড়ার ঘটনা এই দুর্দিনের বাজারে কিছুটা হলেও ইউরোপের আর্থিক অবস্থার ভাল ইঙ্গিত বহন করছে। এর জেরেই এই দিন ইউরোপের শেয়ার বাজার বেশ চাঙ্গা হয়ে উঠেছে বলেও বিশেষজ্ঞদের মত।
সেনসেক্সের আজকের বৃদ্ধির মূলে রয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস এবং রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বাড়া। সেনসেক্সের অন্তর্গত যে ৩০টি সংস্থা রয়েছে, তার মধ্যে ওই দুই সংস্থার উপরেই সব থেকে বেশি গুরুত্ব (‘ওয়েটেজ’) আরোপ করা আছে। সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী এই দিন সেনসেক্সের ৩৫৪ পয়েন্ট বৃদ্ধির মধ্যে ১১০ পয়েন্ট বেড়েছে শুধু ওই দুই সংস্থার শেয়ারের দাম বাড়ার ফলেই। অন্য যে-সব সংস্থার শেয়ারের দাম এই দিন উল্লেখযোগ্য ভাবে বেড়েছে তার মধ্যে আছে, এসবিআই, এইচডিএফসি, এইচ ডি এফ সি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, টাটা মোটরস ইত্যাদি। |
|
|
 |
|
|