অন লাইনের মাধ্যমে এসএসি, এসটি এবং ওবিসি শংসাপত্র বিলির প্রক্রিয়া শুরু হল। দক্ষিণ দিনাজপুরে এই প্রথম হরিরামপুর ব্লকে শুক্রবার থেকে এই ব্যবস্থা চালু হয়েছে। বিডিও মহম্মদ সামসুর রহমান বলেন, “যে কোনও কাফে বা কম্পিউটার কেন্দ্র থেকে জাতি শংসাপত্রেক জন্য অনলাইনে আবেদন করা যাবে।” জেলায় প্রথম হরিরাম ব্লক কার্যালয়ে এই ব্যবস্থা চালু উপলক্ষে অনুষ্ঠানে ছিলেন তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্র। গত প্রায় ৪ বছর ধরে জাতি শংসাপত্র বিলি নিয়ে অনিয়ম, হয়রানি ও, বিক্ষোভ আন্দোলনে শংসাপত্র বিলি করার কাজ ব্যাহত হয়ে পড়ে।
|
একাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিল স্কুল পরিচালন সমিতি। মালদহে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা হাই স্কুলের ঘটনা! পরীক্ষা দেওয়া ছাড়া তারা শিক্ষাবর্ষে ক্লাশ করতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে! দুই ছাত্রের এক জন একাদশ শ্রেণির আবুল হোসেন আসরফি ও অন্যজন দ্বাদশ শ্রেনির দীপঙ্কর দাস! |