|
|
|
|
|
|
|
অ্যাকচুয়ারিয়াল সায়েন্স |
এখনকার দিনে বিমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা। বাজারের চাহিদা অনুসারে বিভিন্ন সংস্থা আজ তাদের হরেক বিমা প্রকল্প নিয়ে হাজির। আগামী দিনে আরও নতুন নতুন প্রকল্প আসবে বাজারে। আর এই ধরনের নীতি উদ্ভাবনের পেছনে রয়েছেন অ্যাকচুয়ারিরা, যাঁরা অ্যাকচুয়ারিয়াল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। বিভিন্ন ধরনের ইনশিয়োরেন্স এমপ্লয়মেন্ট বেনিফিট, পেনশন স্কিম-এ ক্ষেত্রে বিষয়টি প্রয়োগ করা হয়।
ভারতে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের পেশার আসতে হলে যে কোনও প্রার্থীকে অ্যাকচুয়ারিয়াল সোসাইটি অব ইন্ডিয়া (এ এস আই) দ্বারা পরিচালিত একটি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এই পরীক্ষার সব ক’টি ভাগ পাশ করতে পারলে তবেই সে অ্যাকচুয়ারিয়াল সোসাইটি অব ইন্ডিয়া-র মেম্বার হতে পারবে। অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে পরীক্ষাটি বছরে দু’বার হয়।
নার্সি মঞ্জি ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডিজ-এ (http://nmims.edu/index.php) অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে দু’বছরের এমবিএ ডিগ্রি কোর্স করানো হয়। অ্যামিটি স্কুল অব ইনশিয়োরেন্স-এ ব্যাঙ্কিং অ্যান্ড অ্যাকচুয়ারিয়াল সায়েন্স-এ (http://www.amity.edu/asias/) বি এসসি ও এম এসসি মিলিয়ে পাঁচ বছরের ডুয়াল ডিগ্রি কোর্স করা যায়। এ ছাড়া ইউনিভার্সিটি অব ম্যাড্রাস-এর (www.unom.ac.in/) এই বিষয়ে দু’বছরের এম এসসি কোর্স আছে।
• যাদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং অঙ্কে ভাল তারা এই বিষয়টি নিয়ে পড়তে পারে।
• এই বিষয়ে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করার সুযোগ রয়েছে।
• পেনসন, গ্র্যাচুইটি ছাড়াও অ্যাসেট ভ্যালুয়েশন, রিস্ক ম্যানেজমেন্ট-এক মতো ক্ষেত্রে অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের ব্যবহার রয়েছে।
|
|
ফোকাস
অজয় ঘোষ
শিক্ষক,
কলকাতা বিশ্ববিদ্যালয়
|
|
আমি আগামী বছর পিয়োর সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেব। এর পর সেরিকালচার নিয়ে পড়তে ইচ্ছুক। বিষয়টি কোথায় পড়ানো হয় এবং ভবিষ্যতে চাকরির সুযোগ কেমন?
অসিত সেন, বহরমপুর
রেশম চাষ থেকে রেশম শিল্প এবং সেই নিয়ে গবেষণা সব কিছুই সেরিকালচারের মধ্যে পড়ে। পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ (২৪৩০-৪৩৭৭), বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে (০৩৪৮২২৫২০৬৯) সেরিকালচারে বি এসসি (অনার্স) পড়ানো হয়। যোগ্যতা মান: বিজ্ঞান শাখায় (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি) উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ। সেরিকালচারে অনার্স থাকলে অথবা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করা থাকলে বহরমপুরের সেন্ট্রাল সেরিকালচার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট (০৩৪৮২-২৫১০৪৬)-এ ১৫ মাসের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সেরিকালচার কোর্স করা যায়। কেন্দ্রীয় সরকারের এই সংস্থায় মূলত স্পনসর্ড প্রার্থীরা শেখার সুযোগ পেলেও, নন-স্পনসর্ড ও নতুন ছাত্ররাও আবেদন করতে পারেন। বহরমপুর কৃষ্ণনাথ কলেজে আছে এম এসসি পড়ার সুযোগ। এ ছাড়া মহীশূর ইউনিভার্সিটিতেও (http://www.uni-mysore.ac.in/) সেরিকালচার পড়ানো হয়। সেরিকালচার নিয়ে পড়লে রাজ্যের সরকারি দফতর ও কেন্দ্রীয় সরকারের কিছু নির্দিষ্ট বিভাগে কাজ পাওয়া যায়। এম এসসি করা থাকলে গবেষক পদে ও অনার্স থাকলে ফিল্ড অ্যাসিসট্যান্ট, টেকনিকাল অ্যাসিসট্যান্ট পদে কাজের সুযোগ আছে। সুযোগ আছে স্বনির্ভর হয়ে শিল্পোদ্যোগী হওয়ারও।
স্নাতক স্তরে ভূগোল নিয়ে পড়ছি। ভবিষ্যতে অ্যাটমসফেরিক সায়েন্স বা ক্লাইমেটোলজি নিয়ে উচ্চশিক্ষা করতে চাই। যোগ্যতা কেমন চাই? কোথায় পড়ানো হয়? ভবিষ্যতে উচ্চশিক্ষা ও চাকরিতে কী ধরনের সুযোগ রয়েছে?
রিয়া ভট্টাচার্য, সোনারপুর
ভূগোলে অনার্স এবং এম এসসি স্তরে কিছুটা ক্লাইমেটোলজি পড়ানো হলেও এটি মূলত আবহাওয়াবিজ্ঞান বা অ্যাটমসফেরিক সায়েন্সের আওতাধীন। সে জন্য উচ্চ মাধ্যমিকে পিয়োর সায়েন্স না থাকলে পরে এগুলির কোনওটাই পড়া যায় না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (www.caluniv.ac.in) বালিগঞ্জ সায়েন্স কলেজ ক্যাম্পাসে অ্যাটমসফেরিক সায়েন্সে এম এসসি কোর্স করানো হয়। এই কোর্সে ভর্তির জন্য ফিজিক্স-কেমিস্ট্রি-ম্যাথমেটিক্সের যে কোনও দু’টি বিষয় পাস বিষয় হিসেবে থাকা দরকার, অন্যটিতে অনার্স থাকতে হবে। অনার্স ও উচ্চ মাধ্যমিকের নম্বর দেখে সরাসরি ভর্তি করা হয়। রাজ্যের বাইরে বিশাখাপত্তনমের অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে মিটিয়রোলজি অ্যান্ড ওশেনোগ্রাফি, কোচিন বিশ্ববিদ্যালয়ে (www.cusat.ac.in) মিটিয়রোলজিক্যাল সায়েন্স, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে (http://www.bhu.ac.in/) অ্যাটমসফেরিক সায়েন্স, খড়্গপুর আই আই টিতে (http://www.iitkgp.ac.in/) আর্থ সায়েন্সের (এম টেক) কোর্স পড়ানো হয়। এ ছাড়া তিরুঅনন্তপুরমে এই বিষয়ে একটি ইন্টিগ্রেটেড কোর্স আছে। পুণে বিশ্ববিদ্যালয়েও (http://www.unipune.ac.in/) স্পেস অ্যান্ড অ্যাটমসফেরিক সায়েন্সে মাস্টার্স ডিগ্রি কোর্স রয়েছে। ভারতে প্রায় সব ক’টি কোর্সেই মূলত ফিজিক্স ও গণিতে মাস্টার্স ডিগ্রি থাকলে বিষয়টি নিয়ে পড়া যায়। চাকরির ক্ষেত্রে আবহাওয়া বিষয়ক গবেষণা সংক্রান্ত কাজ ও দুর্যোগ মোকাবিলায় গড়ে তোলা সরকারি দফতরগুলিতে কাজ আছে।
স্নাতক স্তরে ফিজিক্স পড়ছি। ভবিষ্যতে অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে রাজ্যে কোথায় উচ্চশিক্ষা করতে পারি? যোগ্যতা কী লাগে?
পলাশ কর, কলকাতা
মহাকাশে গ্রহনক্ষত্র ও অন্যান্য মহাজাগতিক বস্তুর অবস্থান অ্যাস্ট্রনমির আওতায় পড়ে। এই বিষয়টির বিশদ আলোচনা আবার রয়েছে অ্যাস্ট্রোফিজিক্সের মধ্যে। যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সের স্পেশাল পেপার হিসেবে অ্যাস্ট্রোফিজিক্স পড়ানো হয়। সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাস্ট্রোফিজিক্সে এম এসসি কোর্স আছে। রাজাবাজার সায়েন্স কলেজে অ্যাস্ট্রনমিক্যাল ইনস্ট্রুমেন্টেশন নামে একটি ইন্টিগ্রেটেড এম টেক-পিএইচ ডি কোর্স পড়ানো হয়। দু’বছরের এই কোর্সটি করতে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, মেকানিক্যাল ইত্যাদিতে বি ই বা বি টেক থাকতে হবে। অথবা ফিজিক্স, অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, ইলেকট্রনিক সায়েন্স ইত্যাদিতে এম এসসি থাকলে আবেদন করা যাবে। এম টেক করার পর ছাত্রছাত্রীরা সরাসরি পিএইচ ডি করার সুযোগ পেয়ে থাকে।
|
|
দেশের ভিতরে পড়াশোনা, ট্রেনিং-এর নানান সুযোগসুবিধের
বিষয় জানানো হবে এই কলামে। এ বিষয়ে প্রশ্ন পাঠাও।
খামের উপর লেখো:
হোম পেজ, প্রস্তুতি,
আনন্দবাজার পত্রিকা,
এ বি পি প্রাঃ লিঃ,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০ ০০১ |
|
|
|
|
|
|