বধূ নির্যাতনের অভিযোগে ধৃত |
অতিরিক্ত পণের দাবিতে বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে কাকদ্বীপের উত্তর গোবিন্দপুর গ্রামের বাসিন্দা কমল দেবনাথ নামে ওই ব্যক্তিকে ধরা হয়। এ দিনই তাঁকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর পনেরো আগে স্থানীয় হাতিরবাড়ি গ্রামের বাসিন্দা তাপসী দাসের সঙ্গে বিয়ে হয় খেতমজুর কমলের। দম্পতির দু’টি ছেলে রয়েছে।
|
শেষ পর্যন্ত স্ত্রীকে খুনের অভিযোগে জেলে যেতে হল ৭৫ বছরের বৃদ্ধ অমরেশ রায়কে। গত মঙ্গলবার সোদপুর পিয়ারলেস নগরের আবাসনে নিজের ফ্ল্যাটে অসুস্থ স্ত্রীর গলা ও হাতের শিরা কেটে খুন করেছিলেন অমরেশবাবু। তিনি নিজেও গুরুতর অসুস্থ। শনিবার ব্যারাকপুর আদালতের এসিজেএম সুজয় সেনগুপ্ত অমরেশবাবুকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। ওই দিনই বৃদ্ধকে ব্যারাকপুর মহকুমা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে নজরে রাখবেন বলে সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে।
|
পাঁচ কর্মীকে সাসপেন্ড করার প্রতিবাদে কামারহাটির প্রবর্তক চটকলের গেটে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। রবিবার বেলা ১১টা থেকে তিন ঘণ্টা চলা ওই বিক্ষোভ সমাবেশে গিয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বলেন, “উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাদের কর্মীদের হেনস্থা করা হচ্ছে। কর্তৃপক্ষ যদি অবিলম্বে সাসপেন্ড হওয়া কর্মীদের কাজে ফিরিয়ে না আনান, আমরা বৃহত্তর আন্দোলনে যাব।” অভিযোগ, গত ৪ সেপ্টেম্বর কারখানার পার্সোনেল ম্যানেজারের সঙ্গে দুর্ব্যবহার করেন তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সদস্য ওই পাঁচ কর্মী। রবিবার অবশ্য পার্সোনেল ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। |