চার দিন পরেও ঘাটাল-মেদিনীপুর (ভায়া ঝাঁকরা) রুটে বাস চলাচল শুরু হল না। ফলে চরম ভোগান্তির শিকার বাসিন্দারা। ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী বলেন, “বাস চালাতে আমরা মালিকদের অনুরোধ করেছিলাম। দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থাও হচ্ছে।” বাস মালিক সংগঠনের কেশপুর শাখার পক্ষে মহম্মদ রফিক বলেন, “আমরাও প্রশাসনের অনুরোধে বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বলেছিলাম, কেশরগেড়িয়ায় ভাঙা কালভার্টটি অন্তত সংস্কার করা হোক। কিন্তু এখনও তা মেরামত না হওয়ায় বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছি।” ঘাটাল-পাঁশকুড়া, সুলতাননগর-গোপীগঞ্জ-সহ ঘাটাল মহকুমার অন্য রুটগুলিতেও রাস্তা সংস্কার না হলে বাস বন্ধের হুমকি দিয়েছিলেন বাস মালিকরা। তার জেরে গত শনিবার থেকে এই সব সড়কে সাময়িক ভাবে কাজ শুরু হয়েছে। পূর্ত বিভাগের সহকারী বাস্তুকার (ঘাটাল) লক্ষ্মীকান্ত মণ্ডল বলেন, “বর্ষার জন্য রাস্তা সংস্কারে সমস্যা হচ্ছে। তবে যাতে বাস চলাচলে বিঘ্ন না ঘটে, তার জন্য সাময়িক ভাবে পাথর-ইট দিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে।” বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছেন মালিকরা।
|
দিঘা-শঙ্করপুর-মন্দারমণি জুড়ে এ বার সৈকত উৎসব করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের নগরোন্নয়ন, পর্যটন ও মৎস্য দফতরের উদ্যোগে আগামী ৯ ডিসেম্বর থেকে এই উৎসব শুরু হবে। চলবে চার দিন ধরে। শনিবার দিঘায় তিন দফতরের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব তথা দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাপতি দেবাশিস সেন ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অখিল গিরি, জেলাশাসক রাজীব কুমার, জেলা পুলিশ সুপার অশোক প্রসাদ-সহ অন্য আধিকারিকরা। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেনকুমার পাল জানান, বিচ ভলিবল থেকে শুরু করে সৈকত জলক্রীড়া-সহ বিনোদনের নানা ব্যবস্থা রাখা হবে পর্যটকদের জন্য। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। বিধায়ক অখিল গিরি বলেন, “দিঘার উন্নয়নে যে সব পরিকল্পনা নিচ্ছেন মুখ্যমন্ত্রী, সৈকত উৎসব তারই অঙ্গ। শুধু দিঘা নয়, মন্দারমণি ও শঙ্করপুরের সৈকত জুড়েও উৎসব হবে।”
|
প্রবল বর্ষণে কাঁথি-১ ব্লকের রাইপুর পশ্চিমবাড় ও দুলালপুর অঞ্চলের তিন জনের মৃত্যু ছাড়াও বহু ঘরবাড়ি নষ্ট হল। শনিবার মধ্যরাতের প্রবল বৃষ্টিতে রাইপুর পশ্চিমবাড় পঞ্চায়েতের সিরিয়া অধিকারী পাড়ায় বাড়ির দেওয়াল চাপা পড়ে কাঞ্চন কামিলা (৩৫) নামে এক বধূর মৃত্যু হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ওই পঞ্চায়েতেরই নন্দীআড়া গ্রামের টুনু খান (৩৬)। এ ছাড়া দুলালপুর পঞ্চায়েতের পশ্চিম মাজনা গ্রামে শেখ তাশির খান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়। প্রবল ঝড়ে অধিকারী পাড়ায় গোটা কুড়ি ও দুলালপুরে গোটা ত্রিশেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে দুর্গতদের আর্থিক সাহায্য করেন তৃণমূল বিধায়ক দিব্যেন্দু অধিকারী ও জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন।
|
আজ, সোমবার আশালতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলবে জাহালদা ও খাড় হাইস্কুল। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে খেলবে টিকরাপাড়া ও এগরা হাইস্কুল। বৃহস্পতিবার ফাইনাল খেলা। উদ্যোক্তা এগরা মহকুমা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বালিঘাই ফকিরদাস হাইস্কুলকে ৬-১ গোলে হারিয়ে খাড় হাইস্কুল সেমিফাইনালে উঠেছে। তিনটি গোল করে দিনের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে খাড় হাইস্কুলের চন্দন খাঁড়া। আর শনিবার এগরা হাইস্কুল ৭-০ গোলে হারিয়েছে ছত্রি বিবেকানন্দ বিদ্যাপীঠকে।
|
নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে রবিবার এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম স্বপন শীট। এগরা থানা এলাকার রুক্মিণীপুর গ্রামে তাঁর বাড়ি। রবিবার সকালে এগরা শহরে বাজি বিক্রি করার সময় তাঁকে হাতেনাতে ধরে পুলিশ। |