দেশের টেনিসপ্রেমীদের হতাশ করে আজ রিভার্স সিঙ্গলসের দুটোতেই ব্যর্থ হয়ে ১-৪ ফলে জাপানের কাছে ডেভিস কাপ টাইয়ে হেরে গেল ভারত। এর ফলে তিন বারের ফাইনালিস্ট ভারতকে ২০০৯ মার্চের পর আবার ডেভিস কাপের আঞ্চলিক গ্রুপে (এশিয়া-ওশেনিয়া) খেলতে হবে। আর জাপান ১৯৮৫-তে প্রথম রাউন্ডে আমেরিকার কাছে ০-৫ হারার দীর্ঘ ২৬ বছর পর ফের ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপে খেলার যোগ্যতা পেল।
এ দিকে, গত বারের চ্যাম্পিয়ন সার্বিয়াকে ৩-২ ফলে হারিয়ে এ বারের ডেভিস কাপ ফাইনালে উঠল আর্জেন্তিনা। ১-২ অবস্থায় এ দিন প্রথম রিভার্স সিঙ্গলসে জকোভিচ ৬-৭, ০-৩ দেল পোত্রো-র বিরুদ্ধে পিছিয়ে থাকার সময় চোটের কারণে ম্যাচ ছেড়ে দেওয়ায় সার্বিয়াও ছিটকে যায়। ফাইনালে আর্জেন্তিনার সামনে স্পেন। তারা ফ্রান্সকে হারাল ৪-১-এ। রবিবার প্রথম রিভার্স সিঙ্গলসে সঙ্গা-কে হারিয়ে নাদাল ফাইনালে তোলেন স্পেনকে। ফেডেরার আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রিভার্স সিঙ্গলসে বার্নার্ড টমিচকে হারিয়ে ২-২ করার পর সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড গ্রুপে ওঠা আর এক গেম দূরে মাত্র। লেটন হিউয়েটের বিরুদ্ধে চূড়ান্ত সিঙ্গলসে ওয়ারিঙ্কা পঞ্চম সেটে ৫-৩ এগিয়ে থাকার সময় আলো কমে আসায় ম্যাচ বন্ধ করে দেন টাইয়ের রেফারি। সোমবার হিউইটের ম্যাচ বাঁচানোর সার্ভিস!
ভারতকে আবার বিশ্ব টেনিসের সেরা ১৬ দেশের কুলীন সম্প্রদায়ের বাইরে করে দিল সোমদেব দেববর্মনের চোট। প্রথম সিঙ্গলসে চোটের জন্য ছন্দে ছিলেন না। আজ রিভার্স সিঙ্গলসে নামতেই পারেননি দেশের এক নম্বর সিঙ্গলস প্লেয়ার। সোমদেবের জায়গায় ডেভিস কাপে অভিষেক ঘটিয়ে বিষ্ণু বর্ধন সাধ্যমতো লড়লেও জাপানের এক নম্বর প্লেয়ার নিশিকোরির কাছে হেরে যান ৫-৭, ৩-৬, ৩-৬। জাপান ৩-১-এ এগিয়ে ‘টাই’ পকেটে পুরে নেওয়ার পর নিয়মরক্ষার শেষ সিঙ্গলসে সোয়েদার বিরুদ্ধে প্রথম সেটে ৫-৪ এগিয়ে থাকার সময় পায়ের চোটের জন্য ম্যাচ ছেড়ে দেন রোহন বোপান্না। জাপানের বিরুদ্ধে ২২ বারের সাক্ষাতে ভারত এই নিয়ে মাত্র ৪ বার হারলেও জাপানের মাঠে এই নিয়ে পরপর দু’বারই কিন্তু হেরে গেলেন মহেশ ভূপতিরা। ২০০৪-এ লিয়েন্ডার পেজরা হেরেছিলেন ২-৩ ফলে। |