সচিব পদের মতোই আচমকা নাটকীয় হয়ে উঠল জাতীয় নির্বাচক কমিটি গঠন। রবিবার থেকে মোহিন্দর অমরনাথের নাম অনেক জোরাল ভাবে উঠে এসেছে। উত্তরাঞ্চল থেকে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে যশপাল শর্মার। তাঁর জায়গায় উত্তরের ক্রিকেট কর্তারা মোহিন্দরকে নিয়ে আসতে চান।
সোমবার মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভা আপাত-নিরীহ থাকবে বলে ধরা হচ্ছিল। কিন্তু দেখা যাচ্ছে নাটকের কোনও অভাব নেই। সচিব নির্বাচন নিয়ে নাটকের পর চূড়ান্ত হল যে, সঞ্জয় জাগদালেই নতুন সচিব হবেন। তার পর নির্বাচক হিসেবে মোহিন্দরের নাম এসে পড়া। রাতের দিকে আবার নতুন জল্পনা যোগ হল সুনীল গাওস্করকে নিয়ে। মুম্বইয়ে জড়ো হওয়া বোর্ড কর্তাদের কারও কারও কাছে খবর, গাওস্কর বোর্ডের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে পারেন। তেমনই জট তৈরি হয়েছে আইপিএলে কোচি ফ্র্যাঞ্চাইজি নিয়ে। কোচিকে ব্যাঙ্ক গ্যারান্টি দিতে বলেছিল বোর্ড। সেটা তারা এখনও দিতে পারেনি। সোমবারের সভায় এ নিয়ে আলোচনা হতে পারে। অবাক হওয়ার থাকবে না যদি কোচি ফ্র্যাঞ্চাইজিকে শো-কজের চিঠি পাঠানোর মতো সিদ্ধান্ত হয়।
এ দিকে, পূর্বাঞ্চল থেকে নতুন ভাইস প্রেসিডেন্ট হলেন প্রাক্তন সিএবি সচিব চিত্রক মিত্র। বোর্ডে ডালমিয়া যুগের অবসানের পর এই প্রথম সিএবি থেকে কেউ এ রকম গুরুত্বপূর্ণ পদাধিকারীর সম্মান পেলেন।
মোহিন্দরের নাম ওঠার পর থেকে যাবতীয় আকর্ষণ ঘুরে গিয়ে দাঁড়িয়েছে কৃষ্ণমাচারি শ্রীকান্তের ওপর। বর্তমান চেয়ারম্যানের ভবিষ্যৎ তা হলে কী হতে যাচ্ছে? শ্রীকান্তের চেয়ে মোহিন্দর সিনিয়র। শ্রীকান্ত যদি থাকতে চান তা হলে চেয়ারম্যান কে হবেন? বোর্ডের একটা মহলে খবর, নিও স্পোর্টসের ধারাভাষ্যকার হওয়ার প্রস্তাব রয়েছে শ্রীকান্তের কাছে। প্রস্তাব বেশ মোটা টাকার। তাই শ্রীকান্ত নিজেই ইস্তফা দিয়ে কমেন্ট্রি বক্সে যোগ দিতে পারেন। তা হলে দক্ষিণাঞ্চল থেকে নতুন নির্বাচক হবেন রজার বিনি। সেক্ষেত্রে মোহিন্দর নতুন নির্বাচক-প্রধান।
রাতের দিকে আবার খবর, শ্রীকান্ত এবং মোহিন্দর দু’জনকেই রাখার চেষ্টা হচ্ছে। সেক্ষেত্রে শ্রীকান্তই চেয়ারম্যান থাকবেন। মোহিন্দরকে এক বছর তাঁর অধীনে কাজ করতে হবে। শ্রীকান্তের পক্ষে যুক্তি, তিনি ভারত অধিনায়ক হয়েছেন। মোহিন্দর সিনিয়র হলেও কখনও দেশের নেতৃত্ব দেননি। তবে মোহিন্দর-ঘনিষ্ঠরা জোর দিয়ে বলতে পারছেন না, চেয়ারম্যান না হলে ভারতীয় ক্রিকেটের ‘কামব্যাক ম্যান’ নির্বাচক হতে রাজি হবেন কি না। পূর্বাঞ্চল থেকে রাজা বেঙ্কট-সহ বাকি কমিটি সম্ভবত একই থেকে যাচ্ছে। উত্তরের ক্রিকেট কর্তারা উদ্ভুত জট ছাড়ানোর জন্য এখন তাকিয়ে আছেন অরুণ জেটলির দিকে। |