টুকরো খবর

মেজাজে জিতলেন রুনিরা
প্রথম দলে যাঁরা ছিলেন না, তাঁদের নিয়েই অসাধারণ দল হতে পারে। ফার্দিনান্দ, ভিদিচ, গিগস, বার্বাতোভ, পার্ক, ভ্যালেন্সিয়া, কারিক, আওয়েন, রাফায়েল, লিন্ডেগার্ড। নতুন দল তৈরি করছেন ফার্গুসন। তরুণদের নিয়ে অপ্রতিরোধ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ইপিএলে চেলসিকে হারাল ৩-১। তাও রুনি একটা পেনাল্টি নষ্ট করলেন মারতে গিয়ে পিছলে পড়ে। সাধে কি রয় কিন বলেছেন, ম্যাঞ্চেস্টার দিন দিন আরও শক্তিশালী হবে। আগের রাতে লা লিগায় মেসির বার্সেলোনা ৮-০ ভাসিয়ে দেয় ওসাসুনাকে। হ্যাটট্রিক করেন মেসি। রবিবার ইপিএলেও গোলের বন্যা। চেলসির বিরুদ্ধে ম্যান ইউ গোলদাতা স্মলিং, নানি ও রুনি। চেলসির গোলদাতা তোরেস। আর লিভারপুলকে পুরোপুরি বেআব্রু করে দিল টটেনহ্যাম। ৪-০ হারিয়ে। গোল করেন আদেবায়োর (২), মদরিচ এবং জেরমাইন ডিফো। চ্যাম্পিয়নশিপের অন্য দাবিদার ম্যাঞ্চেস্টার সিটি আগুয়েরোর জোড়া গোলে ২-০ এগিয়েও ২-২ ড্র করল ফুলহ্যামের সঙ্গে। ফলে ইউনাইটেডই একমাত্র দল যারা পাঁচটা ম্যাচই জিতল। লিভারপুল, আর্সেনাল এ বার অতি খারাপ জায়গায়। লিভারপুলের দুঃখের ভাণ্ডার পূর্ণ করে লাল কার্ড দেখেন স্কারটেল এবং অ্যাডাম। লুকা মদরিচ টটেনহ্যাম ছাড়বেন কি ছাড়বেন না, এ নিয়ে খুব টানাপোড়েন চলেছে কয়েক মাস। মদরিচকে কেন সবাই চাইছে, এটা বোঝা যায় তাঁর ২৫ গজের দুর্দান্ত গোলে। দ্বিতীয়ার্ধে ভান ডার ভার্ট নামার পরে লিভারপুল দাঁড়াতে পারেনি। তোরেসের নেতৃত্বে চেলসি খুব খারাপ খেলেনি। বল পজেশন ছিল পঞ্চাশ-পঞ্চাশ। তোরেস বিরতির পরে ১-৩ করেন। কিন্তু তার পরে একবার গোলকিপারকেও কাটিয়ে গোল করতে পারেননি। রুনিও পরে একই কাজ করেন। আগের দুটো ম্যাচে বোল্টনকে ৫ গোল দিয়েছে ম্যাঞ্চেস্টার, আর্সেনালকে ৮ গোল। ফার্গুসনের দল সেই মেজাজেই ফিরল এ দিন।

দ্রাবিড় শেষ করলেন ১১৮-এ
দুঃস্বপ্নের ইংল্যান্ড সফর থেকে তাঁর বিধ্বস্ত দলের দেশে ফেরার দিন আইসিসি-র এক দিনের ব্যাটিং র্যাঙ্কিংয়ে তিন ধাপ উপরে উঠে ছয় নম্বরে চলে এলেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারতীয় অধিনায়কের এই উত্থানের পাশে দু’বছর পর এক দিনের দলে ফেরা রাহুল দ্রাবিড় তাঁর এক দিনের ক্রিকেট জীবন শেষ করলেন ১১৮ নম্বরে থেকে। এক দিনের র্যাঙ্কিংয়ে ভারতীয়দের মধ্যে সব থেকে উন্নতি করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে ছয় উইকেট নেওয়ায় তিনি ৩৪ ধাপ উঠে এসে বোলারদের র্যাঙ্কিং তালিকায় পৌঁছেছেন ৪১ নম্বরে। বোলারদের এক দিনের র্যাঙ্কিংয়ে প্রবীন কুমার আছেন ২১ নম্বরে, মুনাফ পটেল ছ’ধাপ নেমে ৩৩তম স্থানে। আজই ইংল্যান্ড থেকে দেশে এসে পৌঁছোয় টিম ইন্ডিয়া। তবে বিমানবন্দর ধোনির দলকে স্বাগত জানানোর জন্য জনতার ভিড়ের যে চেনা ছবিটা থাকে সেটা এ বার দেখা যায়নি।

শ্রীলঙ্কাকে টানছেন ম্যাথেউজ
অ্যাঞ্জেলো ম্যাথেউজ (অপরাজিত ৮৫), তিলকরত্নে দিলশান (৮৩) এবং মাহেলা জয়বর্ধনেদের (৫১) হাফসেঞ্চুরির উপর ভর করে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ভাল জায়গায় পৌঁছে গেল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার ৩১৬ রানের জবাবে শ্রীলঙ্কা এখন ৪২৮-৬। লিড ১১২ রানের। তৃতীয় দিন সকালে ৭৯ রানে আউট হয়ে যান কুমার সঙ্গকারা। সারা দিনে মাত্র চারটে উইকেট তুললেন অস্ট্রেলীয় বোলাররা।

বোর্ডের দিকে আঙুল কপিলের
ইংল্যান্ড সফরে ধোনিদের ব্যর্থতার জন্য ভারতীয় বোর্ডকেই দায়ী করলেন কপিল দেব। কপিলের কথায়, “বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দূরত্ব বেড়ে যাওয়াতেই হারের এই লজ্জা নিয়ে ফিরছে ধোনিরা। সারা বছর ধরে অবিরাম ক্রিকেট খেলা তো কারও পক্ষে সম্ভব নয়। এটা বোর্ডকে বুঝতে হবে।” বিশ্বকাপের আগের দক্ষিণ আফ্রিকা সফর থেকে টানা খেলে চলেছে ধোনি-বাহিনী। কপিল বলছেন, “দলটা বিশ্বকাপ জিতেছে মাত্র কয়েক মাস হয়েছে। এর মধ্যেই এতগুলো চোট! বোর্ড এবং ক্রিকেটাররা যদি কতগুলো ম্যাচ খেলবে সিদ্ধান্ত নিতে না পারে, তা হলে কয়েক জন পেশাদারের উপর দায়িত্ব দেওয়া হোক।”

চতুর্থ জীব
ভারতীয় গল্ফারদের জন্য বেশ ভাল কাটল দিনটা। ম্যাকাউ ওপেন গল্ফে চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করলেন জীব মিলখা সিংহ। চলতি মরসুমে যা জীবের সেরা পারফরম্যান্স। টুর্নামেন্টের প্রথম দশে থেকে শেষ করলেন ভারতের শিব কপূরও। অন্য দিকে, যুক্তরাষ্ট্রের নেশনস ওয়াইড ট্যুরে তৃতীয় রাউন্ডের শেষে যুগ্ম ভাবে লিডারবোর্ডের শীর্ষে আছেন কলকাতার ছেলে রাহিল গাঙ্গজি।

বিশ্ব কুস্তি : বিদায় সুশীলের
গত বারের বিশ্ব চ্যাম্পিয়ন কুস্তিগীর সুশীল কুমার এ বার বিদায় নিলেন দ্বিতীয় রাউন্ডেই। ইস্তানবুলে বিশ্ব চ্যাম্পিয়শিপে ৬৬ কেজি ফ্রি-স্টাইল বিভাগে তিনি ৫-৩ হারলেন ইউক্রেনের আন্দ্রিই স্ট্যাডনিকের কাছে। গত বছর প্রথম ভারতীয় হিসাবে মস্কোর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন সুশীল। এ বছর তাই প্রচুর প্রত্যাশা ছিল তাঁর উপর। ভারতের বাকি প্রতিযোগীরাও বিদায় নেওয়ায় পদকের আশা আর নেই।

পৈলানের জয়, সালগাওকরের ড্র
এ দিন এখানে করিমের সালগাওকর গোলশূন্য ড্র করল মুম্বই এফ সি-র সঙ্গে। অন্য ম্যাচে জীবন সিংহের পেনাল্টি গোলে পৈলান অ্যারোজ ১-০ হারাল হ্যালকে।

আজ ফেড কাপে
কলকাতা: ইস্টবেঙ্গল : পুণে এফ সি (বিকাল ৪-০০),
মহমেডান : ডেম্পো (সন্ধ্যা ৭-০০)।
পুণে: চার্চিল ব্রাদার্স : ওয়াহিংডো (বিকাল, ৪-০০),
মোহনবাগান : শিলং লাজং (সন্ধ্যা ৭-০০)।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.