টুকরো খবর
বৃদ্ধার বাড়ি এসে অ্যাকাউন্ট খুলে দিলেন ব্যাঙ্ক ম্যানেজার
কোনও ব্যাঙ্ক বা ডাকঘরে অ্যাকাউন্ট না থাকায় সাত মাস ধরে বার্ধক্য-ভাতার টাকা পাচ্ছিলেন না খানাকুল-১ ব্লকের অরুণ্ডা পঞ্চায়েতের চকজলকর গ্রামের চলচ্ছক্তিহীন বৃদ্ধা রাজলীলা মণ্ডল। বিডিও সুপ্রভাত চট্টোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার তাঁর বাড়িতে গিয়ে অ্যাকাউন্ট খোলার সমস্যার সমাধান করলেন একটি গ্রামীণ ব্যাঙ্কের চব্বিশপুর শাখার ম্যানেজার নিমাই অধিকারী। বৃদ্ধা কথা বলার অবস্থায় ছিলেন না। তাঁর ছেলে, দিনমজুর আনন্দ মণ্ডল বলেন, “আমরা একেবারেই ভূমিহীন দিনমজুর পরিবার। মায়ের চিকিৎসার জন্য মাসে প্রায় ২৫০ টাকা খরচ হয়। কিন্তু অ্যাকাউন্ট না-থাকার জন্য সাত মাস ধরে মায়ের বার্ধক্য ভাতার টাকা পাইনি। তার আগে পঞ্চায়েত থেকে হাতে-হাতে পেয়েছি। ব্যাঙ্ক ম্যানেজার নিজে এসে যে অ্যাকাউন্ট খুলে দেবেন ভাবতে পারিনি। সমস্যার কথা বিডিওকে জানিয়েছিলাম।” নিমাইবাবু জানান, আগামী সোমবারই বৃদ্ধার বকেয়া ২৮০০ টাকা তাঁ পরিবারের লোকজন তুলতে পারবেন। বিডিও বলেন, “বৃদ্ধার বাড়িতে গিয়ে অ্যাকাউন্ট খোলার কথা বলতেই নিমাইবাবু রাজি হয়ে যান।” রাজলীলাদেবী ইন্দিরা গাঁধী জাতীয় বার্ধক্য-ভাতা প্রকল্পের উপভোক্তা। আগে ওই টাকা পঞ্চায়েত থেকে হাতে হাতে দেওয়া হলেও এখন তা বন্ধ হয়ে গিয়েছে, নতুন নিয়মে উপভোক্তাদের ব্যাঙ্কে বা ডাকঘরে অ্যাকাউন্ট থাকতে হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

তৃণমূল নেতা প্রহৃত
রবিবার রাত ৮টা নাগাদ হরিপালের জিহাল গ্রামে তৃণমূল যুব নেতা শঙ্কর দাসের উপরে চড়াও হয় এক দল দুষ্কৃতী। বাহিরখণ্ডের পার্টি অফিস থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। ধানখেতের ধারে তাঁকে সাত-আট জন দুষ্কৃতী পথ আটকে লাঠি, রড দিয়ে পেটায়। পরে ওই ধানখেতের ধারেই ফেলে রেখে পালায়। সংজ্ঞাহীন অবস্থায় শঙ্করবাবুকে ভর্তি করা হয়েছে হরিপাল হাসপাতালে।

প্রফুল্লচন্দ্র রায় স্মরণ তারকেশ্বরে
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তজার্তিক রসায়ন বর্ষ এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম সার্ধশতবর্ষ পালন করল তারকেশ্বরের দ্বারহাট্টা রাজেশ্বরী ইন্সটিটিউশন। ওই উপলক্ষে সম্প্রতি ওই বিদ্যালয়ে ক্যুইজ প্রতিযোগিতা, আলোচনাচক্র-সহ নানা অনুষ্ঠান হয়। প্রধান শিক্ষক গোপালচন্দ্র ঘোষ জানান, বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতা হয়। প্রবন্ধের বিষয়বস্তু ছিল ‘আচার্য প্রফুল্লচন্দ্র রায়’। ক্যুইজে প্রথম হয় হরিপালের গুরুদয়াল ইনস্টিটিউশন। দ্বিতীয় এবং তৃতীয় হয় আয়োজক বিদ্যালয়ের পড়ুয়ারা। আচার্যের জীবনী নিয়ে স্লাইড শো প্রদর্শিত হয়। চাঁপাডাঙা কলেজের অধ্যক্ষ তরুণ মণ্ডল-সহ বিশিষ্টেরা ‘আন্তর্জাতিক রসায়ন বর্ষ’ প্রসঙ্গে বক্তৃতা করেন।

শরৎচন্দ্রের জন্মজয়ন্তী
নিজস্ব চিত্র।
রবিবার হাওড়ার বাগনানের পাণিত্রাসের সামতাবেড় গ্রামে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে পালিত হল তাঁর ১৩৫ তম জন্মদিন। যৌথভাবে আয়োজনে ছিল শরৎস্মৃতি গ্রন্থাগার এবং শরৎমেলা পরিচালন সমিতি। হুগলির দেবানন্দপুরে শরৎচন্দ্রের জন্মভিটেতেও জন্মদিনটি মর্যাদার সঙ্গে পালিত হয়।

বালিতে প্রহৃত দোকানদার
জোর করে কেক, প্যাস্ট্রি তুলে নিতে চাইছিল কিছু দুষ্কৃতী। বাধা দেওয়ায় দোকানদারের উপরে হামলা চালাল তারা। গুরুতর আহত দোকানদারকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে বেলুড় জাহাজবাড়ি এলাকার পালবাগান লেনে। পুলিশ জানায়, দোকানের মালিক সুজয় ঘোষ, তাঁর ভাই সুপ্রতিম এবং কিছু কর্মী দোকানের সামনে বসে গল্প করছিলেন। হঠাৎই চারটি যুবক এসে কেক, পেস্ট্রি তুলে নেওয়ার চেষ্টা করে। সুজয়বাবু বাধা দেওয়ায় তারা আরও সঙ্গী জুটিয়ে আনে। তার পরে লোহার রড, চেন ও বেল্ট দিয়ে সুজয়বাবুকে বেধড়ক পেটায় বলে অভিযোগ। দু’জনের নাম, ঠিকানা-সহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.