প্রশ্নটা কেবল জয়া প্রদা তোলেননি! পরশু একটি ছবির মিউজিক অ্যালবাম প্রকাশের অনুষ্ঠানেও, বেমক্কা উড়ে এসেছিল একই প্রশ্ন, “অমর সিংহ আপনার এত দিনের বন্ধু! তিনি হাসপাতালে ভর্তি। যাবেন না দেখতে?”
সে দিন জবাব দেননি তিনি! বরং অনুষ্ঠানের মাঝেই গোমড়া মুখে বেরিয়ে গিয়েছিলেন। তবে শেষমেশ এ ব্যাপারে আরও প্রশ্ন ওঠার আগে আজ দুপুরে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিউট অফ মেডিকেল সায়েন্সেসে গিয়ে অমর সিংহকে দেখে এলেন অমিতাভ বচ্চন। সঙ্গে মেয়ে শ্বেতা নন্দাও। শুধু দেখা করাই নয়, এক সময়ে যাঁকে ‘ছোটা ভাই’ বলে পরিচয় দিতেন, তাঁর সঙ্গে দু’ঘণ্টা সময়ও কাটালেন সকন্যা বচ্চন।
অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড (এবিসিএল) গড়ে তাঁর অর্থ সঙ্কটে পড়া ও পরে বন্ধু অমরের ‘সাহারায়’ ফের মাথা তোলার ঘটনা বলিউড থেকে শুরু করে রাজনীতির অলিন্দে সুবিদিত কাহিনি। এর পর মুলায়ম সিংহের জমানায় মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে শুরু করে লখনউয়ের রাজপথে রোড শো-এ শোভা বাড়ানো, তাঁর উত্তরপ্রদেশের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হয়ে ওঠা, বেনারসের মন্দিরে ঐশ্বর্যা-অভিষেকের বিয়ে সব ক্ষেত্রেই অমরের ঘনিষ্ঠ উপস্থিতি ধরা রয়েছে ভিডিও।
এ পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল। কিন্তু অমর-ঘনিষ্ঠদের কথায়, সম্পর্কে ফাটল ধরে জয়া বচ্চনের কারণেই। সমাজবাদী পার্টি থেকে বহিষ্কৃত হওয়ার পর অমর চেয়েছিলেন জয়া বচ্চনও সপা-র রাজ্যসভা সদস্য পদ থেকে ইস্তফা দিন। কিন্তু অমিত-পত্নী রাজি হননি। অমরও প্রায় প্রত্যাশিত ভাবেই বলিউডের ছবির সংলাপ উদ্ধৃত করে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলতে ছাড়েননি এই ঠাকুর নেতা। দূরত্ব তখন থেকেই।
তবে সময়ের সঙ্গে সঙ্গে অমর-অমিতাভ সম্পর্ক নিয়ে কাঁটাছেড়া কিছুটা থিতুই হয়ে এসেছিল। কিন্তু অর্থের বিনিময়ে ভোট কাণ্ডে অমর গ্রেফতার হওয়ার পরে সেই বিতর্ক ফের মাথা চাড়া দিয়েছে। প্রশ্ন ওঠে, যে অমিতাভ ছোট-বড় যে কোনও ঘটনা বা বিষয় নিয়েই ট্যুইট করতে অভ্যস্ত, তিনি কেন এখন অমর সম্পর্কে নীরব? কেন নীরব গোটা বচ্চন পরিবার?
|
সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই এইমস থেকে অমরকে
দেখে বেরিয়ে এলেন অমিতাভ বচ্চন। সঙ্গে মেয়ে শ্বেতা। ছবি: পিটিআই |
বলিউডের এক জয়া অমরের সঙ্গে দূরত্ব রাখলেও আর এক জয়া কিন্তু ‘প্রকৃত বন্ধুর’ মতোই দুর্দিনে পাশে রয়েছেন। বস্তুত জয়া বচ্চনের মতোই জয়া প্রদারও রাজনীতিতে প্রবেশ ঘটেছে অমরের হাত ধরে। সেই হাত এখনও ছাড়েননি তিনি। বরং আদালত থেকে হাসপাতাল, সর্বত্রই অমরের পাশে রয়েছেন। সরকার ও কংগ্রেসের শীর্ষ নেতা-মন্ত্রীদের বাড়ি গিয়ে দেখা করছেন, যদি তাঁরা কোনও সাহায্য করেন অমরকে। গত বৃহস্পতিবার এইমসে অমরের সঙ্গে দেখা করতে গিয়ে কেঁদেই ফেলেন তিনি। সাংবাদিকদের বলেন, “বলিউডের যে সব সেলিব্রিটি অমরের থেকে সুবিধা পেয়েছেন, তাঁরা এক বারের জন্যও হাসপাতালে এলেন না কেন? জমি কেলেঙ্কারির সময় অমর যাঁদের সাহায্য করেছিলেন, তাঁরাই বা চুপ কেন?”
উত্তরপ্রদেশের বরাবাঁকিতে একটি বেসরকারি কলেজ প্রতিষ্ঠার জন্য অমিতাভ জমি নিয়েছিলেন। তা নিয়ে পরে রাজনৈতিক বিতর্ক থেকে শুরু করে মামলা মোকদ্দমাও হয়। সে সব বিষয়ের এত দিনে নিষ্পত্তি হয়েছে। যদিও অতীতের এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠা স্বাভাবিক ছিল। তার পরেই আজ দুপুরে মেয়ে শ্বেতাকে নিয়ে হঠাৎ এইমসে হাজির হন অমিতাভ। তবে অমরের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর তিনি সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দিতে চাননি। তাৎপর্যপূর্ণ হল, আজও কিন্তু অমরের সঙ্গে দেখা করতে জয়া বচ্চন আসেননি। আসেননি অভিষেক-ঐশ্বর্যা!
টাকার বিনিময়ে ভোট কাণ্ডে গ্রেফতার হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে অমর এখন জামিনে রয়েছেন। তাঁর জামিন শেষ হচ্ছে কাল। তার আগে অবশ্য আজ হাসপাতাল সূত্রে বলা হয়েছে, তাঁর রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ এখনও বেশি। তবে তা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। রয়েছে উচ্চ রক্তচাপ ও টেনশনও। নেফ্রোলজির চিকিৎসকরা ছাড়াও এন্ডোক্রিনোলজি, গ্যাস্ট্রোলজি ও মানসিক রোগের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। |