টুকরো খবর |
কারখানায় দেহ মিলল মালিকের |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
ঘটনাস্থলে ভিড়। নিজস্ব চিত্র। |
গয়নার কারখানা থেকে রবিবার সকালে এক যুবকের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিশ্বজিৎ দাস (২৭)। আসানসোল দক্ষিণ থানার ঘাঁটি গলির ওই কারখানাটি তাঁর নিজেরই। জিজ্ঞাসাবাদের জন্য এখনও পর্যন্ত চার জনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি পেশায় এক জন সোনা-রুপোর অলঙ্কারের কারিগর। খবর পেয়ে ঘটনাস্থলে যান আসানসোলের ডেপুটি পুলিশ কমিশনার (সেন্ট্রাল) সুনীল যাদব। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, শনিবার অনেক রাত পর্যন্ত ওই ব্যক্তি তাঁর তিন কর্মচারীর সঙ্গে দোকানে ছিলেন। রাত সাড়ে ১১টা নাগাদ তাঁর কর্মচারীরা বাড়ি ফিরে যান। কিন্তু তিনি দোকানেই ছিলেন। দোকানের কর্মীরা পুলিশকে জানিয়েছে, রবিবার সকালে তাঁরা কারখানায় এসে দেখেন, দরজা হাট করে খোলা। ভিতরে মেঝেতে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ পড়ে। গলার নলি কাটা, দু’হাতের শিরাও কাটা। পুলিশ আরও জানিয়েছে, মৃতের বুকে ধারালো অস্ত্রের আঁচড় রয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তির আসল বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার উদয়চাঁদ গ্রামে। পুলিশ তার বাড়িতে খবর দিয়েছে। তবে, দীর্ঘ দিন ধরে তিনি আসানসোলে ব্যবসা করছেন বলে জেনেছে পুলিশ।
|
আজ থেকে বিবেকানন্দ রথযাত্রা শুরু |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ও পাণ্ডবেশ্বর রামকৃষ্ণ মন্দিরের যৌথ উদ্যোগে আজ, সোমবার সকাল থেকে বিবেকানন্দ রথযাত্রা শুরু হবে। এই রথ আসানসোল রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে শুরু হয়ে বরাকর, সাঁকতোড়িয়া, মিঠানি, রানিগঞ্জ, ডোবরানা গ্রাম, পাণ্ডবেশ্বর হয়ে পাঁচড়া ও দুবরাজপুরে যাবে। সেখান থেকে আবার পাণ্ডবেশ্বর হয়ে ২৬ সেপ্টেম্বর উখড়ায় পৌঁছাবে। আয়োজক সংস্থার পক্ষে পুলকবরণ চক্রবর্তী জানান, ২০১২ সালে স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ। বেলুড় মঠ ও মিশনের পরিকল্পনা অনুযায়ী তিন বছরের প্রচার অভিযানের পরিকল্পনা করা হয়েছে। যেখানে রথ যাবে সেখানে স্বামীজির ভারত ভাবনা নিয়ে আলোচনা হবে। সবথেকে বড় সভাটি হবে উখড়ায়।
|
গলায় ব্লেড, গ্রেফতার গৃহশিক্ষিকা |
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
পড়ুয়ার মায়ের গলায় ব্লেড চালানোর অভিযোগে এক গৃহশিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্ডালের উখড়া শঙ্করপুর ৪ নম্বর এলাকার ঘটনা। পুলিশ জানায়, ধৃতের নাম নাসরিন খাতুন। আদালতে তোলা হলে তাঁকে তিন দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনাকর্মী শোয়েব আখতার ও খুসবু বিবির বছর ছয়েকের ছেলেকে বাড়িতে গিয়ে পড়াতেন নাসরিন। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ নাসরিনের সঙ্গে খুসবু বিবির বচসা হয়। পড়শিরা গিয়ে দেখেন, খুসবু বিবির গলায় আঘাতের চিহ্ন। তাঁরা নাসরিনকে আটক করেন। পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়। তখন নাসরিন দাবি করেছিলেন, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। শনিবার খুসবু বিবির বাবা সেলিম খান পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই নাসরিনকে পুলিশ গ্রেফতার করে। পুলিশের দাবি, জেরায় নাসরিন জানিয়েছে, খুসবুর স্বামী শোয়েবের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তাঁর পরামর্শেই খুসবুকে খুনের পরিকল্পনা করে সে। বৃহস্পতিবার সকালে খুসবুদের বাড়িতে গিয়ে তাঁকে একটি বিষের শিশি দিয়ে বলে, এটি একটি ওষুধ। খেলে রোগা হওয়া যায়। খাওয়ার পরেই খুসবু বমি করেন। পুলিশ জানায়, এর পরেই নাসরিন খুসবুর গলায় ব্লেড চালায় বলে। শোয়েবের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
নেতাকে দেখতে হাসপাতালে শ্যামল |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
আইএনটিটিইউসি-র হাতে ‘আক্রান্ত’ দুর্গাপুর ইস্পাতের (ডিএসপি) সিটু নেতা রঞ্জিত সরকারকে ডিএসপি হাসপাতালে শনিবার দেখতে গেলেন সংগঠনের রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী। ৯ সেপ্টেম্বর ডিএসপি-র ওয়ার্কস কমিটি নির্বাচনের পরের দিন ঠিকা শ্রমিক নিয়ে বচসার জেরে আইএনটিইউসি ও আইএনটিটিইউসির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সিটু-র অভিযোগ, আইএনটিটিইউসি-র সমর্থকদের হাতে জখম হন তাঁদের বেশ কয়েক জন সদস্য সমর্থক। এর মধ্যে রঞ্জিতবাবু এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। শ্যামলবাবু অভিযোগ, “বলা হচ্ছে ‘বদলা নয়, বদল চাই’। অথচ বাস্তবে দেখা যাচ্ছে সিপিএম কর্মীদের উপর হামলা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করা হচ্ছে।” ডিএসপির সিআইএসএফ-র ভূমিকারও সমালোচনা করেন শ্যামলবাবু। তাঁর অভিযোগ, ঘটনার সময় সিআইএসএফ থাকলেও তারা নীরব ছিল। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানাবেন বলে জানিয়েছেন শ্যামলবাবু।
|
অচেতন যাত্রী উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
দুই ব্যক্তিকে মাদক মেশানো খাবার খাইয়ে সর্বস্ব লুঠ করেছে দুষ্কৃতীরা। রবিবার সকাল ১১টা নাগাদ বাগ এক্সপ্রেসের ট্রেন থেকে ওই দু’জনকে আসানসোল স্টেশনে নামিয়েছে পুলিশ। তাঁদের আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিহারের ছাপড়ার বাসিন্দা অবদেশ সিংহ ও মতিহারির বাসিন্দা কৃষ্ণা যাদব জানিয়েছেন, হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরেই পাশে বসা দুই সহযাত্রী তাদের পেয়ারা ও জল খেতে দেয়। এর পরেই তাঁরা অচেতন হয়ে যান। তাঁদের টিকিট খোয়া গিয়েছে।
|
কবির স্মরণে |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কবি বিনয় মজুমদারের ৭৭তম জন্মদিবস পালন করল আসানসোলের সাহিত্যপ্রেমী লেখক কবি সমাবেশ। কবির জীবন সম্পর্কে আলোচনার প্রধান বক্তা ছিলেন কবিকে নিয়ে গবেষণারত রুদ্রসাগর। আয়োজক সংস্থার পক্ষে দীপঙ্কর মজুমদার জানান, কবি সম্পর্কে প্রচার বাড়াতেই এই উদ্যোগ।
|
পক্ষপাতের অভিযোগ |
রবিবার কাজ করলে দ্বিগুণ বেতন মিললেও পক্ষপাতিত্ব করে অর্ধেক কর্মীকে রবিবার কাজ দেওয়া হচ্ছে। এই অভিযোগে জামুড়িয়ার নিউ কেন্দা কেলিয়ারির ২ ও ৪ নম্বর পিটের জরুরি কাজ বন্ধ করে সারা দিন বিক্ষোভ দেখাল আইএনটিইউসি ও কেকেএসসি। সংগঠনের নেতা পার্থ ভট্টাচার্য জানান, রবিবার অর্ধেক লোক কাজ পাচ্ছেন। বাকিরা পাচ্ছেন না। কোলিয়ারির ম্যানেজার মহম্মদ মুকিম জানিয়েছেন, জরুরি বিভাগে ২২৪ জন কাজ করেন। রবিবার শুধুমাত্র জরুরি বিভাগেই কাজ হয়। ১৪৪ জনের বেশি কর্মীর প্রয়োজন নেই। বিক্ষোভকারী সংগঠনের দাবি মেনে সকলকে কাজ দেওয়া সম্ভব নয়।
|
কোথায় কী |
দুর্গাপুর
স্বাস্থ্যপরীক্ষা শিবির। উদ্যোগ: দুর্গাপুর বাস ওয়ার্কমেনস অ্যাসোসিয়েশন।
সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। এমএএমসি ও অআকখ মাঠ। বিকাল সাড়ে ৩টা।
আসানসোল
বি-জুড়ি এ্যন্ড জাজেস কোর্স প্রশিক্ষন। অযোধ্যা হোটেল। সকাল ১০টা। আসানসোল রাইফেল ক্লাব।
যোগ শিবির। ধ্রুবডাঙা। সকাল সাড়ে ৫ টা। উদ্যোগ: আপনজন ক্লাব।
রানিগঞ্জ
যোগ প্রশিক্ষণ শিবির। সকাল ৫টা। মহাবীর কোলিয়ারি এলাকা। উদ্যোগ: তরুণ সঙ্ঘ।
|
|