বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ফুটবলের সেমিফাইনালে উঠল কাটোয়া কলেজ, হরিপাল বিবেকানন্দ, রাজ কলেজ ও বাঁকুড়া খ্রিস্টান কলেজ। কাটোয়া কলেজ টাইব্রেকারে ৩-২ গোলে হারায় হাটগোবিন্দপুর ভূপেন্দ্রনাথ দত্ত মহাবিদ্যালয়কে। হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয় খলিসানি কলেজকে ২-০ গোলে, বর্ধমান রাজ কলেজ টাইব্রেকারে ৩-২ ব্যবধানে পণ্ডিত রঘুনাথ মুর্মু কলেজকে হারায়। খ্রিস্টান কলেজ ৪-০ গোলে হারায় শালতোড়া কলেজকে।
|
পূর্বস্থলী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবলে জিতল শ্রীরামপুর তরুণ সঙ্ঘ। দামোদরপাড়াকে তারা ২-১ গোলে হারায়। এ দিন ছিল টুর্নামেন্টের চতুর্থ খেলা। ছিলেন স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ।
|
চিনাকুড়ি শিল্পী সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হারানডিহি। রবিবার শিল্পী সঙ্ঘ মাঠের ফাইনালে বেগুনবাড়ি এএভিজি-কে ২-০ গোলে হারিয়ে দেয়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের সঞ্জয় টুডু। এই দলেরই সুরজ হাঁসদা প্রতিযোগিতার সেরা ও শিবনাথ সোরেন সেরা গোলরক্ষক নির্বাচিত হন। আয়োজক সংস্থার পক্ষে স্বপন পাত্র জানান, এই প্রতিযোগিতায় ১৬ টি দল যোগ দিয়েছিল।
|
অশোক সঙ্ঘ আয়োজিত পশুপতি দাস ও শ্যামাপদ দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় সেমি ফাইনালের খেলায় জয়লাভ করে ঝাঁটিডাঙা উন্নয়ন সমিতি। রবিবার রানিগঞ্জ রেল মাঠে তারা সাতগ্রামকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। প্রতিযোগিতার প্রথম সেমি ফাইনালে শনিবার জবা জনকল্যাণ সমিতি ৪-০ গোলে হারায় বাবুপুর ফুটবল ক্লাবকে।
|
বাজারি নেতাজি সঙ্ঘ আয়োজিত চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও দুলাল খাঁ স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় রবিবারের খেলায় জিতল কেন্দা ছাত্র সঙ্ঘ। বাজারি মাঠে তারা সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনকে ৩-০ গোলে হারায়। শনিবারের খেলায় পরাশিয়া ডায়মন্ড ক্লাব ৪-০ গোলে হারায় বক্তারনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনকে।
|
দুর্গাপুর হিরোজ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শনিবারের খেলায় জয়ী হল ভলিবল ক্লাব। এ দিন তারা লাল ময়দানের খেলায় টাইব্রেকারে ৯-৮ গোলে হারায় অআকখ কালচারাল ক্লাবকে।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে শনিবার গ্যামন ব্রিজ মাঠের খেলায় জয়ী হল উখড়া ফুটবল অ্যাকাডেমি। তারা পলাশডিহা তরুণ সঙ্ঘকে ৬-০ গোলে হারায়। |