বাস ধর্মঘট মিটে গেল
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা প্রশাসনের বাড়তি তৎপরতায় ছয় দিনের মাথায় কোচবিহারের বেসরকারি পরিবহণ ধমর্ঘট তুলে নিল বাস কর্মী এবং মালিক সংগঠনের যৌথমঞ্চ সমন্বয় কমিটি। সোমবার সন্ধ্যায় সমন্বয় কমিটির তরফে পরিবহণ ধমর্ঘট প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করা হয়। এতে সাধারণ বাসিন্দারা তো বটেই স্বস্তি পুলিশ-প্রশাসন মহলে। সমন্বয় কমিটির তরফে অশোক রায় বলেন, “আদালতের বার অ্যাসোসিয়েশনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পর পুলিশ-প্রশাসনের কর্তাদের আইনি পরিষেবা এবং ধৃত সদস্যদের মুক্তির বিষয়ে আশ্বাস মিলেছে। সেই জন্য আমরা ধমর্ঘট তুলে নিচ্ছি। আজ, মঙ্গলবার থেকে যান চলাচল স্বাভাবিক হবে।” কোচবিহার বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক ঘোষ বলেন, “পরিবহণ ধর্মঘট উঠে যাওয়ায় বাসিন্দাদের ভোগান্তি কমবে।” গত মঙ্গলবার কোচবিহারে আইনজীবী এবং বাস কর্মী, মালিকদের মধ্যে সংঘর্ষ হয়। ১৫ জন জখম হন। ঘটনার পর বাস মালিক কর্মীদের কয়েকজনকে গ্রেফতারও করা হয়। তার পরের দিন থেকে জেলা জুড়ে পরিবহণ ধর্মঘটের ডাক দেয় সমন্বয় কমিটি। আইনজীবীরাও কর্মবিরতি শুরু করেন। সোমবার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক রাজেন বৈদ্য মুখ্যমন্ত্রীকে ফ্যাক্স পাঠান। মহাকরণে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বৈঠকে তা শোনার পর প্রশাসনকে দ্রুত সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রীর দফতর থেকে নির্দেশ দেওয়া হয়।
|
সূর্যকান্তের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
৩৪ বছরে কৃষকদের অর্জন করা অধিকার নতুন সরকারের আমলে হারাতে বসেছে বলে অভিযোগ করলেন সিপিএম নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সোমবার ইসলামপুর এবং চোপড়া বিধানসভার বিভিন্ন এলাকায় যান বিরোধী দলনেতা। বিকালে ইসলামপুর সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, “ইসলামপুর এবং চোপড়ার বিভিন্ন এলাকায় বিধানসভার আগে ও পরে তৃণমূল, কংগ্রেস, কংগ্রেস সমর্থিত নির্দলদের লোকজনের হাতে বামপন্থী কর্মী, সমর্থকেরা আক্রন্ত হচ্ছেন।” সূর্যবাবুর আরও অভিযোগ, “রাজ্যে পালা বদলের পর কৃষকেরা চরম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন। চাষিরা তাঁদের অধিকার হারাতে বসেছেন। নিজের নামে জমির পাট্টা থাকার পরেও পাট কাটতে পারছেন না, এমন অভিযোগ রয়েছে। বহু বার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বিষয়গুলি জানানো হলেও সদুত্তর পাইনি।”
|
জিটিএ নিয়ে বৈঠকে বসল রিভিউ কমিটি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গোর্খা আঞ্চলিক প্রশাসনকে (জিটিএ) অতিরিক্ত ২০০ কোটি টাকা দেবে কেন্দ্রীয় সরকার। জিটিএ-চুক্তি অনুযায়ী কাজকর্মের পর্যালোচনা করতে সোমবার এক উচ্চ পর্যায়ের ‘রিভিউ কমিটি’র বৈঠক বসে মহাকরণে। সেখানে বৈঠক শেষে এমনই দাবি করলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি। তিনি জানান, বৈঠকে চুক্তির বিভিন্ন দিকের পাশাপাশি, পাহাড়ে তিন পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন করা নিয়েও আলোচনা হয়েছে এবং পুজোর পরে রিভিউ কমিটি ফের বৈঠকে বসবে। এ দিনের বৈঠকে ওই মোর্চা নেতা ছাড়াও, কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব বি বাহামতি, রাজ্যের স্বরাষ্ট্রসচিব জ্ঞানদত্ত গৌতম উপস্থিত ছিলেন।
|
স্কুলে হার বামেদের
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ মিলনময়ী গার্লস হাইস্কুলের পরিচালন সমিতি বামেদের হাত থেকে ছিনিয়ে নিল কংগ্রেস। রবিবার স্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয়। ৬টি আসনেই কংগ্রেস সমর্থিতেরা জিতেছেন। গত ২৫ বছর স্কুলের পরিচালন সমিতি বামেদের দখলে ছিল। কালিয়াগঞ্জ শহর কংগ্রেস সভাপতি তথা পুর চেয়ারম্যান অরুণ দে সরকার বলেন, “বিগত পরিচালন সমিতি স্কুলের উন্নয়ন করেনি। তাই অভিভাবকেরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন।”
|
দু’টি স্কুলে কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
মালদহের চাঁচল ও রতুয়ায় দুটি স্কুল পরিচালন সমিতির নির্বাচনে হারল বামেরা। রবিবার ওই দুটি স্কুলে পরিচালন সমিতির নির্বাচন হয়। চাঁচলের জালালপুর হাই মাদ্রাসায় ৬টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে কংগ্রেস। আগেও ওই স্কুলের পরিচালন সমিতি কংগ্রেসের দখলেই ছিল। এ ছাড়া রতুয়ার কুমারগঞ্জ হাই স্কুলে জয়ী জোট। ৫টিতে কংগ্রেস ও ১টি আসন পেয়েছে তৃনমূল। এত দিন সমিতি কংগ্রেসের দখলে ছিল। |