মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতাল এবার অতিরিক্তি জেলা হাসপাতালের মর্যাদা পেতে চলেছে। সোমবার বিকেলে উত্তরবঙ্গ উন্নয়ন পষর্দের বৈঠকের পর মহাকরণ থেকে টেলিফোনে এ কথা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের এই বৈঠকে আলিপুরদুয়ারের বেশ কয়েকটি প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পাঁচটি জেলার হাসপাতালের জন্য পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এ বার সুষ্ঠু চিকিৎসা পরিষেবা দিতে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালকে অতিরিক্ত জেলা হাসপাতালের মর্যাদা দেওয়া হবে।” তিনি জানান, এ দিনের বৈঠকে আলিপুরদুয়ার থেকে জংশন যাওয়ার পথে এক নম্বর অসম গেটে রেলওয়ে লেভেল ক্রসিংয়ে উড়ালপুল এবং অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা ইনডোর স্টেডিয়ামের কাজ দ্রুত শেষ করার জন্যও টাকা বরাদ্দ করা হয়েছে। বিধায়ক দেবপ্রসাদ রায় জানান, এক নম্বর অসম গেটের কাছে রেলওয়ে লেভেল ক্রসিংয়ে যানজট এড়াতে উড়াল পুলের জন্য পুর্ত দফতর ও রেল দফতর যৌথ ভাবে কাজ করার কথা। সেখানে উড়াল পুলের জন্য কিছুটা রেল দফতর এবং করবে কিছু টাকা উত্তরবঙ্গ উন্নয়ন পষর্দ বহন করবে বলে সিধান্ত হয়েছিল। এদিনের বৈঠকে উড়ালপুলের জন্য পর্ষদ থেকে অর্থ বরাদ্দ হয়। তৃণমূল যুব কংগ্রেসের কাযর্নিবাহী সভাপতি সৌরভ চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে বানারহাটে হিন্দি কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বসু জানান, উত্তরবঙ্গ উন্নয়ন পষর্দের সিদ্ধান্তে মহকুমার বহু মানুষ উপকৃত হবেন। |