নতুন শিক্ষাবর্ষে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে জে বি রায় আয়ুর্বেদ কলেজ হাসপাতালে সমস্যার সৃষ্টি হয়েছিল। অবশেষে তা মিটতে চলেছে বলে সোমবার মহাকরণ সূত্রে জানা গিয়েছে।
শিক্ষক, চিকিৎসক ও রোগীর সংখ্যা বৃদ্ধি না-পাওয়া পর্যন্ত ওই আয়ুর্বেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি করতে নিষেধ করেছিল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন। তবে মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অবশেষে সমস্যা সমাধানের পথে।
এ দিন দুপুরে মমতা নিজে উদ্যোগী হয়ে দিল্লিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন। রাজ্যের স্বাস্থ্যসচিব সঞ্জয় মিত্রও এখন দিল্লিতে রয়েছেন। তাঁকেও এই বিষয়ে অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রকের কর্তাদের সঙ্গে আলোচনা করার
নির্দেশ দেন মমতা। তার পরেই মহাকরণে খবর আসে, সমস্যা মিটতে চলেছে। সন্ধ্যায় রাজ্যের আয়ুর্বেদ বিষয়ের ডিরেক্টর রাকেশকুমার বৎস বলেন, “৩১ অক্টোবর প্রথম বর্ষের ছাত্র ভর্তির শেষ তারিখ। তার
আগেই সমস্যার সমাধান করে আবার ছাত্র ভর্তি শুরু করা যাবে বলে আশা করছি।”
কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন ছাত্র ভর্তি আটকে দিয়েছে কেন?
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত বছর কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিনের কর্তারা জে বি রায় হাসপাতালে পরিদর্শনে এসেছিলেন। তাঁদের রিপোর্ট অনুযায়ী, প্রথমত এখানে শিক্ষক-চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম। দ্বিতীয়ত, রোগী ভর্তির হার মাত্র ২৯ শতাংশ। রাকেশকুমার জানান, রোগী ভর্তি বেড়ে ইতিমধ্যে ৪৫ শতাংশ হয়েছে। এবং হেল্থ সার্ভিস থেকে আয়ুর্বেদিক চিকিৎসকদের অবিলম্বে নিয়োগ করে শিক্ষক-চিকিৎসকের অভাবও অচিরেই মিটিয়ে ফেলা হবে। |