টুকরো খবর
প্ল্যাটফর্ম অসমাপ্ত
আমবাড়ি স্টেশনে রেলের প্ল্যাটফর্ম তৈরির কাজে হাত দিয়েও পুরো কাজ শুরু হয়নি বলে যাত্রীদের ক্ষোভের সৃষ্টি হয়েছে। বহু আন্দোলনের পর ৫ মাস আগে প্ল্যাটফর্মের কাজ শুরু করা হয়েছে। কিন্তু মাটি ফেলা ছাড়া আর কোনও কাজে হাত দেওয়া হয়নি। কেন কাজ থমকে রয়েছে সে ব্যাপারে অন্ধকারে বাসিন্দারা। বারবার রেল দফতরে অভিযোগ জানিয়েও তার সঠিক কারণও জানানো হচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। বাসিন্দাদের পক্ষে স্থানীয় কংগ্রেস নেতা নবকুমার মহন্ত বলেন, “মাটি ফেলা ছাড়া ৫ মাস ধরে আর কোনও কাজ হয়নি। কোনও কারণও জানা যাচ্ছে না।” এই নিয়ে তিনি আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। বাসিন্দারা জানান, প্ল্যাটফর্ম না থাকায় যাত্রীদের ট্রেনে ওঠা-নামায় সমস্যায় পড়তে হচ্ছে। প্ল্যাটফর্ম তৈরির জন্য ট্রাকে করে শুধু মাটি ফেলা হয়েছে। মাটি সমানও করা হয় হয়নি। ঢিপ হয়ে পড়ে রয়েছে। চলাফেরায় সমস্যায় পড়তে হচ্ছে। যাত্রীদেরও ট্রেনে ওঠা-নামা করা নিয়েও দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কা করছেন বাসিন্দারা।” রেলের নিউ জলপাইগুড়ি এরিয়া ম্যানেজার পার্থ শীল বলেন, “রেলের যে ঠিকাদার এজেন্সি ওই কাজের বরাত পেয়েছে, তাদের গাফিলতিতে কাজ থমকে রয়েছে। ওই ঠিকাদার এজেন্সিকে দ্রুত কাজ শেষ করার জন্য বলা হয়েছে।” দ্রুত কাজ শুরু করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

সর্বশিক্ষা নিয়ে আন্দোলনে নামার হুমকি
সর্বশিক্ষা মিশনের নিয়ে অভিযোগ তুলে আন্দোলনের হুমকি দিল কংগ্রেসের শিক্ষা সেলের দার্জিলিং জেলা শাখা। সোমবার শিলিগুড়িতে এই ঘোষণা করা হয়। তাঁরা জানান, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়ানোর পদ্ধতিতে পরিবর্তন আনতে স্কুলে ‘প্রজেক্টর, স্ক্রিন, কম্পিউটার প্রভৃতি দেওয়া হয়েছে। অথচ সেগুলি ব্যবহার করতে উদ্যোগী নন অধিকাংশ স্কুল। ছাত্র-শিক্ষক অনুপাতও যথোপযুক্ত নয়। দার্জিলিং জেলা কংগ্রেসের শিক্ষা সেলের সভাপতি সৌমিত্র সেনগুপ্ত বলেন, “বাম সরকার এ সব ঠিক করেনি। নতুন সরকারেরও উদ্যোগের অভাব রয়েছে। ব্যবস্থা না-নেওয়া হলে আন্দোলনে নামব।” তিনি জানান, মাস খানেক আগে মহকুমার বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধিদের নিয়ে ‘নির্মাণমুখি শিক্ষা প্রণালী সম্পর্কীয় অভিমুখ’ বিষয়ক কর্মশালা হয়। বিস্তারিত একটি বই আকারে প্রকাশিত হয়। অথচ সঠিক প্রয়োগ নেই। কর্মশালায় প্রতি স্কুল থেকে কয়েকজন শিক্ষক প্রতিনিধি যান। বাকিরা বিষয়গুলি জানতে পারছেন না। প্রধান শিক্ষকদের মাধ্যমে সমস্ত শিক্ষকদের জানালে সেগুলি প্রয়োগ করার ক্ষেত্রে সুবিধা হত বলে তাঁদের দাবি।

বাজেয়াপ্ত সার বিক্রি
সারে কালোবাজারির অভিযোগ পেয়ে রবিবার ফাঁসিদেওয়া এবং খড়িবাড়ি এলাকায় ৯ টন সার বাজেয়াপ্ত করল কৃষি দফতর। পরে তা চাষিদের মধ্যে নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। পাশাপাশি, গরিব চাষিদের বিনামূল্যে সার বিলি করা হচ্ছে। কালোবাজারি বন্ধে এ বার থেকে চাষিদের ছবি-সহ কার্ডের ব্যবস্থা করা হবে। যে সমস্ত জমিতে আমন চাষ করা হবে তার কাগজপত্রও খতিয়ে দেখা হবে।

অক্ষরধামের আদলে মণ্ডপ
অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করছে ধূপগুড়ির নব জীবন সংঘ। ৪১ তম বর্ষে ওই ক্লাবের মূল আকর্ষণ ৭০ ফুট উচ্চতার দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দিরটি। বানারহাটের শিল্পীরা এবার নবজীবন সঙ্গের মণ্ডপ তৈরি করছেন। মণ্ডপের ভেতর ও বাইরে থার্মোকল ও প্লাস্টিকের পাইপ দিয়ে সাজানো হবে। স্থানীয় শিল্পী মূর্তি গড়ছেন। আলোক সজ্জাও হবে ঘটা করে।

কাগজের পরিবার
মাটির নয় জলপাইগুড়ির শিল্পীর তৈরি ১০ কেজি ওজনের কাগজের প্রতিমা এ বার দেখা যাবে ধূপগুড়ির দক্ষিণায়ন ক্লাবের মণ্ডপে। ১১ ফুট উচ্চতার ওই মূর্তি এবার দর্শনার্থীদের তাক লাগিয়ে দেবে বলে ক্লাব কর্তাদের দাবি। এবার তাদের পুজো ৪৪ বছরে পা রাখল।

কর্মবিরতি
শিলিগুড়ির প্রবীণ আইনজীবী ফণীভূষণ চক্রবর্তীর মৃত্যুতে সোমবার কর্মবিরতি পালন করলেন শিলিগুড়ি আদালতের আইনজীবীরা। এ দিন সকালে শিলিগুড়ির একটি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৮ বছর। নিঃসন্তান, বিপত্নীক ওই আইনজীবীর বাড়ি শিলিগুড়ির বাবুপাড়ায়। প্রায় পাঁচ দশক ধরে শিলিগুড়ি আদালতে কাজ করেন তিনি। আজ, মঙ্গলবার আদালতে শোকসভা হবে।

বোমাতঙ্ক
সোমবার সন্ধ্যায় পরিত্যক্ত সুটকেস ঘিরে বোমাতঙ্ক ছড়াল শিলিগুড়ির নিবেদিতা মার্কেটে। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। ভেতরে কিছু কাগজপত্র ছিল।

প্রশিক্ষণ শিবির
যুব কংগ্রেস কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির হল রাজগঞ্জের আমবাড়িতে। শুক্রবার স্থানীয় খড়খড়িয়া জুনিয়ার হাইস্কুলে ওই শিবির হয়। শিবিরে এলাকার কর্মীরা হাজির ছিলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.