|
|
|
|
সন্ত্রাস নিয়ে নালিশ, রাহুলকে রাজ্যে আমন্ত্রণ কংগ্রেসের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে জোট সরকারের শরিক হয়েও তাঁদের কর্মীরা তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছে। পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে। এই সমস্ত অভিযোগ রাহুল গাঁধীর কাছে জানিয়েছেন পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতৃত্বের একাংশ। তাঁরা সোমবার দিল্লিতে রাহুল সহ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দেখা করেন। রাজ্যে কংগ্রেসকে কোণঠাসা করার জন্য যে প্রক্রিয়া চলছে তা থেকে দলকে রক্ষা করার জন্য তাঁরা রাহুলের পরামর্শও চান। পঞ্চায়েত ভোটের আগে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে কংগ্রেস কর্মীদের উজ্জাবিত করার লক্ষ্যে রাহুলকে রাজ্যে আসার আমন্ত্রণও জানিয়েছেন ওই নেতারা। প্রদেশ কয়েকজন পদাধিকারী ও বিধায়কদের এক প্রতিনিধি দল প্রায় ২০ মিনিট রাহুলের সঙ্গে কথা বলেন। ভোটের পর থেকে রাজ্যে সিপিএম ও তৃণমূলের একাংশের হাতে কংগ্রেস কর্মীদের আক্রান্ত হওয়ার বিভিন্ন ঘটনা তাঁরা রাহুলকে জানান। রাহুল অবশ্য বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি। এআইসিসি-র সাধারণ সম্পাদক জনার্দন দ্বিবেদী ও পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত এআইসিসির সম্পাদক শাকিল আহমেদের সঙ্গেও ওই প্রতিনিধি দল কথা বলেছেন। শাকিল বলেন, “রাজ্য কংগ্রেসের যে নেতা-বিধায়করা এসেছিলেন তাঁদের কথা আমি শুনেছি। পরিস্থিতি মোকাবিলায় আমি ওঁদের বিকল্প কী ব্যবস্থা নেওয়া যায় তা জানাতে বলেছি।” পরে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি দেবব্রত বসু, সাধারণ সম্পাদক অজয় ঘোষ জানান, রাজ্য ও জেলা স্তরে দুই শরিক দলের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় কমিটি করার প্রস্তাব তাঁরা শাকিলের কাছে রেখেছেন। এই বিষয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে দিল্লির নেতাদের আলোচনা করার প্রস্তাবও তাঁরা দিয়েছেন। |
|
|
|
|
|