টুকরো খবর

নতুন বিপিএল তালিকা নিয়ে সভা বর্ধমানে
আগামী ২৮ নভেম্বর থেকে রাজ্যজুড়ে নতুন বিপিএল তালিকা তৈরির কাজ শুরু হবে। সোমবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার জেলাশাসক, সভাধিপতি, বিধায়ক ও সাংসদদের সভায় এ কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি বলেন, “সিপিএমের আমলে বিপিএলের তালিকা নিয়ে বহু কারচুপির অভিযোগ আমরা পেয়েছি। রাজ্যের মোট কত মানুষ বিপিএল তালিকাভুক্ত, তার হিসাব আমাদের কাছে নেই। তাই নতুন করে বিপিএলের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে দলমত নির্বিশেষে আর্থিক ভাবে দুর্বলদেরই ঠাঁই দেওয়া হবে।” তাই সব রাজনৈতিক দলের বিধায়ক, সাংসদদের এই তালিকা তৈরিতে সহযোগিতা করার অনুরোধও করেছেন তিনি। পরে অন্য জেলাগুলিকে নিয়ে বৈঠক হবে বলে তিনি জানান। মন্ত্রী আরও জানিয়েছেন, নির্বাচনের জন্য রাজ্যের প্রায় সমস্ত গ্রামীণ উন্নয়নের কাজ বন্ধ হয়ে ছিল। এ বার ১০০ দিনের প্রকল্প, ইন্দিরা আবাস যোজনার কাজ জোরকদমে শুরুর নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েতগুলিকে। কেন্দ্রের কাছে এই প্রকল্পগুলির হিসাব আগামী এপ্রিলের মাঝামাঝি জমা দিতে হবে। তাই ওই দু’টি প্রকল্পের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।

শিক্ষকেরা উঁচু ডিগ্রি পেলেই বাড়তি বেতন
জেলা স্কুল পরিদর্শকের অনুমতির প্রয়োজন নেই। মাধ্যমিক স্কুলের কোনও শিক্ষক বা শিক্ষিকা উচ্চতর ডিগ্রি অর্জন করলে তাঁকে উচ্চ বেতনক্রম দিতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বর্তমান নিয়মে জেলা স্কুল পরিদর্শকের অনুমতি নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করলে তবেই শিক্ষক বা শিক্ষিকা উচ্চতর বেতনক্রম পান। সোমবার বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য রায় দেন, কোনও শিক্ষক বা শিক্ষিকা উচ্চতর ডিগ্রি অর্জন করলেই তাঁকে উচ্চ বেতনক্রম দিতে হবে। ২০০৪ সালে মুর্শিদাবাদের বহরমপুর মহাকালী পাঠশালার শিক্ষিকা-পদে যোগ দেন পম্পা দাস। সেই সময় তাঁর ডিগ্রি ছিল পদার্থবিদ্যায় অনার্স। পম্পাদেবীর আইনজীবী এক্রামুল বারি বলেন, ওই বছরেই তিনি পদার্থবিদ্যায় এমএসসি ডিগ্রি পান। তিনি উচ্চ বেতনক্রমের দাবি জানিয়ে জেলা স্কুল পরিদর্শকের কাছে আবেদন করেন। কিন্তু পরিদর্শক উচ্চ বেতনক্রমের অনুমতি দেননি। পরিদর্শক জানিয়ে দেন, ওই শিক্ষিকা তাঁর অনুমতি না-নিয়েই উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তাই সরকার তাঁকে উচ্চ বেতনক্রম দিতে বাধ্য নয়। বিচারপতি এ দিন জেলা স্কুল পরিদর্শকের সিদ্ধান্ত খারিজ করে দেন। তিনি তাঁর নির্দেশে বলেন, ওই শিক্ষিকার এমএসসি-র ফলপ্রকাশের দিন থেকেই উচ্চ বেতনক্রম অনুযায়ী বেতন পাবেন। অবিলম্বে ওই শিক্ষিকার উচ্চ বেতনক্রম অনুযায়ী বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে।

‘বার্ড ফ্লু’-এ সতর্ক রাজ্য
বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কা রুখতে অসমের পোলট্রিজাত পণ্য এ রাজ্যে প্রবেশ নিষিদ্ধ করল সরকার। সোমবার কোচবিহারে জেলা প্রশাসন, পুলিশ এবং প্রাণী সম্পদ দফতরের কর্তাদের নিয়ে বৈঠকের পর প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী নুরে আলম চৌধুরী ওই ঘোষণা করেন। তিনি বলেন, “এ রাজ্যে কোচবিহার জেলা লাগোয়া অসমে কিছু এলাকায় বার্ড ফ্লু ছড়িয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে অসম থেকে মুরগির মাংস, ডিম-সহ পোলট্রিজাত পণ্য এ রাজ্যে প্রবেশ নিষেধ করা হয়েছে।” পাশাপাশি তিনি জানান, অসম থেকে এ রাজ্যে আসার সমস্ত যানবাহন বার্ড ফ্লু’র জীবাণুমুক্ত করতে স্প্রে করার কাজ হচ্ছে। অসম সীমানায় চারটি এলাকায় ওই কাজ হচ্ছে। রাজ্য সরকার কোনও ঝুঁকি নিতে চায় না।

দ্রুত জাতিগত শংসাপত্র দিতে নয়া ইনস্পেক্টর
তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি-দের দ্রুত জাতিগত শংসাপত্র দিতে চাইছে রাজ্য সরকার। সেই জন্য রাজ্যের প্রতিটি পুরসভা এলাকায় এক জন বাড়তি অস্থায়ী ইনস্পেক্টর নিয়োগ করবে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। তফসিলি জাতি-উপজাতি ও ওবিসি শংসাপত্র পেতে আবেদনকারীদের নাজেহাল হতে হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সমস্যা মেটাতেই বাড়তি ইনস্পেক্টর দেওয়ার ব্যবস্থা হয়েছে। ১২৬টি পুরসভার এলাকায় অতিরিক্ত এক জন করে ইনস্পেক্টর নিয়োগ করা হচ্ছে। কলকাতা পুরসভা এলাকায় দ্রুত ওই কাজের জন্য ১২ জন অতিরিক্ত ইনস্পেক্টর এবং অন্য পাঁচটি কর্পোরেশনের প্রতিটিতে চার জন বাড়তি ইনস্পেক্টর নিযুক্ত করা হবে। ওই ইনস্পেক্টরেরাই জাতি শংসাপত্রের আবেদন যাচাই করে সুপারিশ পাঠান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। সেই সুপারিশ ইতিবাচক হলে শংসাপত্র মঞ্জুর করেন এসডিও-রা।

ভুয়ো রেশন কার্ড উদ্ধারে অভিযান
একে কোষাগারে টানাটানি। তার উপরে ভুয়ো রেশন কার্ডের জন্য খাদ্যসামগ্রী বরাদ্দ করতে গিয়ে রাজ্যকে কোটি কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। তাই ভুয়ো কার্ড উদ্ধারে আরও জোরদার অভিযান শুরু করেছে খাদ্য দফতর। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সোমবার জানান, সরকারি ভাবে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, কোনও কোনও রেশন ডিলারের আওতায় গড়ে ৪০০ থেকে ৪,৫০০টি ভুয়ো কার্ড রয়েছে। ওই সব ভুয়ো কার্ড উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.