ভরসা প্রশিক্ষণে
জঙ্গলমহল সামলাতে এক ঝাঁক নতুন বিডিও
ঙ্গলমহলের রাশ ধরতে এ বার প্রশাসনে ‘নতুন রক্ত’ আমদানি করছে রাজ্য সরকার।
পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া তিন জেলার মাওবাদী প্রভাবিত ১৫টি ব্লকে বিডিও করে পাঠানো হচ্ছে একেবারে আনকোরা অফিসারদের। চাকরি জীবনের শুরুতেই তাঁদের কর্মস্থল হতে চলেছে জঙ্গলমহল ও তাঁদের কেউ এতে আপত্তিও জানাননি বলে সরকারি সূত্রের খবর।
গত শুক্রবার রাজ্যের ৪২টি ব্লকে বিডিও বদলির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে ২৬টি পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায়। ওই ২৬টির মধ্যে মাওবাদী প্রভাবিত ১৫টি ব্লক হল পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি, লালগড়, জামবনি, গোপীবল্লভপুর ২, সাঁকরাইল, নয়াগ্রাম ও শালবনি, পুরুলিয়ার আড়শা, ঝালদা ১, মানবাজার ২, বাঘমুণ্ডি ও বান্দোয়ান এবং বাঁকুড়ার রাইপুর ১, রানিবাঁধ ও সারেঙ্গা। এই ব্লকগুলিতে যাঁরা বিডিও হতে যাচ্ছেন, সকলেই ২০০৮ সালের ডব্লুবিসিএস অফিসার। সবে শিক্ষানবিশি পর্ব শেষ করেছেন।
কিছু দিন আগেও খুন-হামলায় নিরন্তর অশান্ত থাকত জঙ্গলমহল। প্রশাসনিক কর্তাদেরও বাধার মুখে পড়তে হত। মাওবাদী সক্রিয়তার পর্বে লালগড়ে দীর্ঘ দিন ব্লক অফিস খোলা যায়নি। আতঙ্কে অফিসমুখো হতেন না কর্মীরা। বিধানসভা নির্বাচনের আগে-পরে কিছু দিন শান্ত থাকলেও ফের খুন-হামলায় নতুন করে তাতছে জঙ্গলমহল। সিপিএমের পাশাপাশি নিশানা হচ্ছেন নতুন শাসকদল তৃণমূলের কর্মীরাও। শান্তি-আলোচনা চলছে, কিন্তু প্রয়োজনে রাজ্য কড়া হবে বলে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী।
এই পরিস্থিতিতেই জঙ্গলমহলে প্রশাসনের রাশ অনেকটাই নতুনদের হাতে তুলে দেওয়া হচ্ছে। দেওয়া হয়েছে প্রশিক্ষণও। গত জুলাইয়ে সল্টলেকে প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রে ৪২ জন হবু বিডিও-কে নিয়েই কর্মশালার আয়োজন করা হয়। প্রশ্নোত্তর পর্বে হাজির করা হয়েছিল জঙ্গলমহলের অভিজ্ঞতাসম্পন্ন কয়েক জন বিডিও-কে। মাওবাদী এলাকায় কী ভাবে কাজকর্ম পরিচালনা করতে হয়, তা নিয়ে তাঁরা নানা রকম পরামর্শ দিয়েছেন। তাতে কাজও হয়েছে। এত দিন জঙ্গলমহলে বদলির নোটিস এলেই ডব্লিউবিসিএস অফিসারদের বাড়ির লোকের ঘুম উড়ে যেত। নতুন অফিসারদের বেশির ভাগই ততটা আতঙ্কিত নন। এক অফিসারের কথায়, “ওই কর্মশালার পরে আর বেলপাহাড়ি, লালগড়, বান্দোয়ান বা রানিবাঁধে কাজ করতে যাওয়া নিয়ে বাড়তি উদ্বেগ নেই। কঠিন পরিস্থিতিতে কী ভাবে কাজ সামলাতে হয়, সেই সম্পর্কে একটা ধারণা হয়েছে।” এখন থেকে প্রতি বছরই শিক্ষানবিশ অফিসারদের জন্য জঙ্গলমহল সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.