এক দলীয় কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে রাস্তা অবরোধ করল তৃণমূল। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে হুগলির চণ্ডীতলায়। ধৃত তৃণমূলকর্মীর নাম প্রকাশ দাস। চণ্ডীতলার জঙ্গলপাড়ায় এক যুবককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারেই বন্ধ-অবরোধের বিপক্ষে সওয়াল করছেন। কিন্তু তাঁর দলেরই নিচু-তলার কর্মী-সমর্থকদের তা নিয়ে যে বিশেষ মাথাব্যথা নেই, এ দিনের ঘটনায় তা পরিষ্কার। অবরোধে আটকে পড়া ক্ষুব্ধ জনতার বক্তব্য, দলের কর্মীরাই যদি মুখ্যমন্ত্রীর কথা না শোনেন, তা হলে অন্যরা কী করবেন তা সহজেই অনুমেয়। |
ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি জঙ্গলপাড়ায় নিয়মিত ভাবে চুরি হচ্ছিল। চুরি ঠেকাতে পাহারা শুরু করেন গ্রামবাসীরা। গত ২৮ অগস্ট রাতে ২ জনকে হাতেনাতে ধরেও ফেলেন তাঁরা। স্থানীয় একটি ক্লাবে নিয়ে গিয়ে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, ওই যুবকেরা জানান, রমেশ কর্মকার নামে এক যুবক তাদের দলে রয়েছেন। পরের দিন রমেশবাবুকে ধরে ক্লাবে আনা হয়। অভিযোগ, তাঁকেও মারধর করা হয়। তবে, বিষয়টি তখনকার মতো মিটেও যায়। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন রমেশ। গত ৫ সেপ্টেম্বর তিনি চণ্ডীতলা থানায় লিখিত অভিযোগে জানান, ক্লাবে তুলে নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতেই স্থানীয় তৃণমূল কর্মী প্রকাশ দাসকে গ্রেফতার করে পুলিশ। জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে। সোমবার শ্রীরামপুর আদালতে তোলা হলে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
এই ঘটনার জেরে স্থানীয় তৃণমূলের কর্মী-সমর্থকেরা সোমবার দুপুরে থানা ঘেরাও করেন। তার পরে বিকেল ৫টা নাগাদ শুরু হয় অহল্যাবাঈ রোডে অবরোধ। তৃণমূলের নেতৃত্বে কয়েকশো গ্রামবাসী তাতে সামিল হন। দলীর পতাকা না থাকলেও চণ্ডীতলা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সনৎ সানকি-সহ স্থানীয় বেশ কিছু তৃণমূল নেতা সেখানে উপস্থিত ছিলেন। ঘণ্টা দু’য়েক অবরোধ চলে। ব্যস্ত ওই রাস্তায় যানজটে নাকাল হন মানুষ। তৃণমূল নেতা সঞ্জীব চক্রবর্তীর অভিযোগ, “পুলিশ ইচ্ছাকৃত ভাবে নির্দোষ একজনকে ধরে আনল। সঠিক তদন্ত করলেই তো সত্য বেরিয়ে যেত।”
অবরোধকারীদের বক্তব্য, পুলিশ চোর ধরতে পারেনি। আবার চোর ধরে জেলে যেতে হচ্ছে নিরীহ গ্রামবাসীদের। জেলা পুলিশের এক কর্তা অবশ্য জানান, যে কোনও দুষ্কর্ম রুখতে পুলিশ তৎপর। তা ছাড়া, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অন্যদেরও খোঁজ চলছে। |