টুকরো খবর |
|
গোঘাটে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • গোঘাট |
সোমবার সকালে গোঘাটের কয়াপাট গ্রামের বাজারে তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষে জখম হলেন সাত জন। ৪ জনকে কামারপুকুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ যায়। উত্তেজনা থাকায় শুরু হয় টহলদারি। যদিও রাত পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি। বেতড়া গ্রামের তৃণমূল নেতা হরেরাম রায়ের ওষুধের দোকান রয়েছে কয়াপাট বাজারে। এ দিন দোকানে দলেরই একটি গোষ্ঠীর জনা পনেরো যুবক লাঠিসোটা নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। পাল্টা দলবল জুটে যায় হরেরামেরও। দু’পক্ষের সংঘর্ষ বাধে। হরেরাম বলেন, “দলের কিছু ছেলেকে নিয়ে স্বঘোষিত নেতা অনুপ ঘোষ বাজারে তোলা তুলছে। ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। এর প্রতিবাদে প্রচার চালাচ্ছিলাম। তাই আমার উপরে আক্রমণ চালানো হল।” অভিযোগ উড়িয়ে দিয়েছেন অনুপ বলেন, “হরেরাম দলবিরোধী কাজ করছিল।” তারই প্রতিবাদ করা হয়েছে বলে তাঁর দাবি। গোঘাটের তৃণমূল নেতা মনোরঞ্জন পাল বলেন, ‘‘দলের অশান্তিগুলি রাজ্য স্তরে জানানো হচ্ছে। অশান্তি দমনে শীঘ্রই কার্যকরী ভূমিকা নেওয়া হবে বলে রাজ্য নেতৃত্ব আশ্বাস দিয়েছেন।”
|
পাণ্ডুয়ার গ্রামে জলে কীটনাশক
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া |
পানীয় জলের টিউবওয়েলে কীটনাশক মিশিয়ে দিল দুষ্কৃতীরা। পুলিশ বিষয়টি জানার পরে তিনটি নলকূপ সিল করে দিয়েছে। ওই ঘটনায় গ্রামের বাসিন্দারা জলকষ্টে পড়েন। শেষ পর্যন্ত অবশ্য স্থানীয় সাংসদের অনুরোধে বাঁশবেড়িয়া পুরসভা থেকে ওই গ্রামে পানীয় জলের গাড়ি পৌঁছে দেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার পাণ্ডুয়ার সিমলাগড়-ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের ভিটাসিন গ্রামে বাসিন্দারা জল আনতে যান। নলকূপ থেকে জল নেওয়ার সময় গ্রামবাসীদের সন্দেহ হয় জল থেকে কীটনাশকের গন্ধ বের হচ্ছে। এরপর তাঁরা খোঁজ নিয়ে দেখেন গ্রামের অন্তত তিন নলকূপের একই অবস্থা। তাঁরা জল দেখে এবং গন্ধে নিশ্চিত হন কে বা কারা টিউবওয়েলগুলির জলে কীটনাশক মিশিয়ে গিয়েছে। বিষয়টি গ্রামবাসীরাই পুলিশকে জানান। পুলিশ গিয়ে গ্রামের তিনটি নলকূপ সিল করে দেয়। এর ফলে গ্রামবাসীরা জলকষ্টে পড়েন। স্থানীয় সাংসদ রত্না দে নাগ গ্রামবাসীদের অসুবিধার কথা জেনে গ্রামে যান। বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যানকে কয়েকটি পানীয় জলের গাড়ির জন্য অনুরোধ করেন। ওই গ্রামে শেষ পর্যন্ত পুরসভার জলের গাড়ি পৌঁছে সমস্যার সমাধান করা হয়। স্থানীয় তৃণমূল নেতা আনিসুল ইসলাম অভিযোগ করেন, “জলে যে ভাবে কীটনাশক মেশানো হয়েছে তা থেকে যে কোনও সময় প্রাণহানির ঘটনা ঘটতে পারত। আমরা পুলিশকে অনুরোধ করেছি দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে।”
|
পুলিশ-সাংবাদিক ফুটবল হুগলিতে
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
শনিবার হুগলি জেলা পুলিশ এবং সাংবাদিক-চিত্র সাংবাদিকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ হয়ে গেল। চুঁচুড়ায় জেলা পুলিশ লাইনের মাঠে ওই খেলা হয়। বৃষ্টিতে পিচ্ছিল মাঠেও দশ-দশটি গোল হল। পুলিশ একাদশ ৬-৪ গোলে হারায় সাংবাদিক একাদশকে। সাংবাদিকদের হয়ে মাঠে নেমেছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার সমীর চৌধুরী এবং ষষ্ঠী দুলে। দু’জনেই ২টি করে গোল করলেও দলকে জেতাতে পারেনি। অপর দিকে, পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী দু’বার প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন। জেলার দুই অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, আইসি, ওসি-রাও ওইদিন মাঠে নেমেছিলেন।
|
তৃণমূল, সিপিএম ছেড়ে বিজেপিতে
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
হুগলির পাণ্ডুয়া, মহানাদ এবং গুপ্তিপাড়ায় তৃণমূল এবং সিপিএম ছেড়ে বেশকিছু গ্রামবাসী বিজেপিতে যোগ দিলেন। জেলার বিজেপি নেতৃত্ব এই দাবি করেছে। বিজেপি নেতা স্বপন পালের দাবি, সোমবার বলাগড় ব্লকের গুপ্তিপাড়া ২ পঞ্চায়েতের ১৩ জন মহিলা সিপিএম ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন। এর আগে, রবিবার পাণ্ডুয়ার বাটিকা-বৈঁচি পঞ্চায়েতে বেশ কিছু গ্রামবাসী তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন। পোলবা-দাদপুর ব্লকের মহানাদে সিপিএম এবং তৃণমূল ছেড়েও বেশ কয়েকজন যোগ দিয়েছেন বিজেপিতে। জেলার বিজেপি নেতা স্বপন পাল বলেন, “প্রতিটি ক্ষেত্রেই অন্য দল ছেড়ে আসা লোকজন আনুষ্ঠানিক ভাবে আমাদের দলে যোগ দিয়েছেন।” তবে, বিজেপি নেতৃত্ব ‘অসত্য তথ্য পরিবেশন করছেন’ বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব। একই বক্তব্য সিপিএম নেতৃত্বেরও।
|
ট্রেনের ধাক্কায় মৃত পুলিশকর্মী
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পূর্ব রেলের হাওড়া-শেওড়াফুলি শাখার শ্রীরামপুর স্টেশনে। রেল পুলিশ জানায়, মৃতের নাম গৌতমকুমার মুখোপাধ্যায় (৫২)। তাঁর বাড়ি শ্রীরামপুরের চক্রবর্তী লেনে। তিনি হাওড়া জেলা পুলিশের কম্পিউটার সেলে কর্তব্যরত ছিলেন। রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার গৌতমবাবুর অফিস ছুটি ছিল। তিনি ব্যক্তিগত কোনও কাজে বেরিয়েছিলেন। রাত পৌঁনে এগারোটা নাগাদ বাড়ি ফেরার পথে রেল লাইন পেরচ্ছিলেন। ডাউন লাইনে যে ট্রেন আসছিল, তা তিনি খেয়াল করেননি। ট্রেনটি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পুলিশকর্মীর। সোমবার শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে দেহের ময়না-তদন্ত করা হয়।
|
পরিষেবায় স্বচ্ছতা আনতে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • বলাগড় |
গঙ্গার ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করার দাবিতে সোমবার বলাগড়ের বিডিও অফিসে স্মারকলিপি দিল বিজেপি। স্মারকলিপিতে আন্দোলনকারীরা দাবি করেন ব্লকের বিপিএল তালিকায় নানা অসঙ্গতি রয়েছে। ওই তালিকা সংশোধন করে প্রকৃত গরীব মানুষদের নাম তালিকায় ঢোকাতে হবে। এ তাদের আরও অভিযোগ, ১০০ দিন প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, ইন্দিরা আবাস যোজনার ক্ষেত্রেও দুর্নীতি রয়েছে। এই সমস্ত প্রকল্পে ‘স্বচ্ছতা আনা’র দাবি জানান বিজেপি নেতারা।
|
পাণ্ডুয়ার স্কুলে হারল সিপিএম
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া |
পাণ্ডুয়ার মুজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে হেরে গেল বামফ্রন্ট। রবিবার ওই স্কুলের নির্বাচনে ৬টি আসনেই বামফ্রন্ট প্রার্থীদের হারিয়ে দেন তৃণমূল প্রার্থীরা। প্রশাসন সূত্রের খবর, গত ৩ দশক ধরে স্কুলটির ক্ষমতা ছিল সিপিএমের হাতেই। দীর্ঘদিন সেখানে প্রার্থীই দিতে পারেনি বাম-বিরোধীরা। |
|