নিজস্ব সংবাদদাতা • লালগোলা |
স্বরোজগার যোজনা, ১০০ দিনের কাজ এবং বিভিন্ন ভাতা প্রকল্প মিলিয়ে গ্রামীণ উন্নয়নে কেন্দ্রের দশ দফা কর্মসূচি রূপায়ণে মানুষের কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে পৌঁছনোর পরামর্শ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেন, “ব্যাঙ্ক আর এখন মানি চেঞ্জার নয়। অজস্র স্বয়ম্ভর গোষ্ঠী তৈরি হয়েছে। তাদের বিকাশের জন্য ব্যাঙ্কের ভূমিকা রয়েছে। গ্রামীণ উন্নয়নের জন্য সরকারি দশ দফা কর্মসূচি রয়েছে। ওই সব কর্মসূচি রূপায়ণে রয়েছে ব্যাঙ্কের ভূমিকা। মানুষের কাছে ব্যাঙ্ককে পৌঁছতে হবে।”
১৯৪৩ সালে লাহৌরে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স প্রতিষ্ঠা হয়। তার পর তার শাখা খোলা হয় কলকাতায় ১৯৪৬ সালে। সোমবার লালগোলার এম এন অ্যাকাডেমি মাঠের অনুষ্ঠানে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জন্ম-কাহিনি বর্ণনা করেন প্রণববাবু। লালগোলা শাখা, জঙ্গিপুর শাখা ও হরিয়ানার পালওয়াল গ্রামের ভ্রাম্যমাণ শাখা মন্ত্রী এ দিন ওই ব্যাঙ্কের ৩টি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রণববাবু বলেন, “যেখানে কোনও ব্যাঙ্কের শাখা নেই, এমন ৮৭৪টি গ্রামে ২০১২ সালের মার্চ মাসের মধ্যে শাখা খোলার জন্য ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে অনুরোধ করি। ইতিমধ্যে তাঁরা ৩০০টি গ্রামে শাখা খুলেছেন। লালগোলা, জঙ্গিপুর ও হরিয়ানার পালওয়াল গ্রামের ভ্রাম্যমাণ শাখার এ দিন উদ্বোধন করা হল।”
দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে উচ্ছ্বসিত প্রণববাবু বলেন, “ পেট্রোল-ডিজেল-সহ জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। বিশ্ব জুড়ে আর্থিক সঙ্কট ও মন্দার কারণে এ রকম হচ্ছে। তার ধাক্কায় অনেক দেশ শুয়ে পড়েছে। বিশ্বের বিরাট বিরাট ব্যাঙ্ক ধরাশায়ী। তখন কিন্তু আমাদের দেশের কোনও ব্যাঙ্কের গায়ে আঁচড় লাগেনি।” এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালগোলার বিধায়ক, তথা মৎস্য, খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানপালন মন্ত্রী আবু হেনা ও কংগ্রেস পরিষদীয় দলনেতা সহরব হোসেন। |