স্কুল পরিচালন সমিতির ক্ষমতা দখল করতে গিয়ে সিপিএমের সঙ্গে গাঁটছাড়া বাঁধার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। স্থানীয় সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব অবশ্য ওই অভিযোগ মানেননি। সাঁইথিয়া টাউন হাইস্কুলের নির্বাচনকে কেন্দ্র করে এই বিতর্ক দেখা দিয়েছে। রবিবার ছিল স্কুল পরিচালন সমিতির নির্বাচন। এখানে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হয়নি। ৬টি আসনে উভয় দলই প্রার্থী দিয়েছিল। সব কটি আসনে জয়ী হয়েছেন কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। সাঁইথিয়া ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সাধন মুখোপাধ্যায়ের অভিযোগ, “পরিচালন সমিতির ক্ষমতা দখল করতে কংগ্রেস আমাদের জোট রাজনীতি উপেক্ষা করে সিপিএমের সঙ্গে গাঁটছাড়া বেঁধেছে। এমনকী বৈআইনি ভাবে ভোটও দিয়েছে। ফলে আমাদের বহু ভোটার ভোট দিতে গিয়ে শুনেছেন তাঁদের ভোট পড়ে গিয়েছে।”
অভিযোগ অস্বীকার করে কংগ্রেসের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সব্যসাচী দত্ত বলেন, “সিপিএমের সঙ্গে জোট করা বা বৈআইনি ভাবে ভোট দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। এখানে ৩৪ বছর ধরে আমরাই সিপিএমের সঙ্গে লড়ছি। ভোটে হেরে তৃণমূল আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।” তাঁর দাবি, “আমাদের হারাতে সিপিএমের অনেকে তৃণমূলকে ভোট দিয়েছেন।” অন্য দিকে সিপিএমের সাঁইথিয়া লোকাল কমিটির সম্পাদক অশোক মুখোপাধ্যায় বলেন, “কংগ্রেস-তৃণমূলদু’পক্ষই আমাদের বিরোধী। তাই কারও সঙ্গে জোট করার প্রশ্ন ওঠে না। প্রার্থী দিতে পারিনি বলেই নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করিনি।”
ওই দিন নির্বাচনে রাজনগরের জয়পুর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির ক্ষমতা কংগ্রেস-তৃণমূল জোটের হাত থেকে ছিনিয়ে নিল সিপিএম। সিপিএম ৫ এবং তৃণমূল ১টি আসন পায়। |