নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
কর্তৃপক্ষের উদাসীনতায় কলেজ থেকে এনসিসি বাহিনী উঠে যেতে বসেছে বলে অভিযোগ ছাত্র পরিষদ (সিপি) ও তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি)। অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার রামপুরহাট কলেজের অধ্যক্ষের অফিসের সামনে অবস্থান করলেন দুই ছাত্র সংগঠনের সমর্থকেরা। এর আগে তাঁরা কলেজ জুড়ে মিছিলও করেন। এ দিকে, কলেজে অশান্তি ঠেকাতে উপস্থিত হয়েছিল পুলিশ কর্মীরা। সিপি ও টিএমসিপির কলেজ ইউনিট সভাপতি সুমন মণ্ডল এবং সহ-সভাপতি জাবেদ আখতাররা বলেন, “ষাটের দশকেরও আগে এই কলেজে এনসিসি বাহিনী গঠিত হয়। প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে এই বাহিনী যোগ দেয়। কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার জন্য কাউকে এনসিসিতে ভর্তি করানো হয়নি। অধ্যক্ষকে এ ব্যাপারে একাধিক বার জানানো হয়েছে।” তাঁদের অভিযোগ, “কর্তৃপক্ষের উদাসীনতার জন্যই এনসিসি পড়ুয়াদের জন্য বরাদ্দ অর্থ ঘুরে যাচ্ছে। ২০০৮-০৮ আর্থিক বছরের কিছু টাকা এখনও পর্যন্ত পড়ুয়ারা পাননি।” এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া-সহ তাঁরা আরও দাবি জানিয়েছেন।
অধ্যক্ষ শিবাশিস বন্দ্যোপাধ্যায় সোমবার কলেজে ছিলেন না। শিক্ষক অমল রায় বলেন, “যতদূর জানি কলেজে এনসিসি শিক্ষকের অভাব আছে। যার জন্য এই সমস্যা। তিন বছর ধরে অস্থায়ী ভাবে শিক্ষক নিয়োগ করে এই বিভাগ চালু রাখা হয়েছে।” তিনি জানান, এই কলেজের এনসিসি বাহিনীর সুদীর্ঘ ইতিহাস রয়েছে। সেই ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। পরিচালন কমিটি থেকে অধ্যক্ষ সকলেই চেষ্টা চালাচ্ছেন। দুঃস্থ পড়ুয়াদের টাকা বিলির ব্যাপারে অধ্যক্ষকে বলা হয়েছে। কলেজে এসএফআই ক্ষমতায় রয়েছে। সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, “এ ব্যাপারে অধ্যক্ষের কাছে একাধিকবার স্মারকলিপি দেওয়া হয়েছে।” |