গভীর রাতে আগুন গৌড় এক্সপ্রেসে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কামরায় থাকা টিকিট পরীক্ষককে পোড়া গন্ধ ও আগুনের ফুলকির কথা জানিয়েছিলেন যাত্রীরা। কিন্তু ওই টিকিট পরীক্ষক বিষয়টিকে আমল দেননি বলে অভিযোগ। কিন্তু পোড়া গন্ধ ও ফুলকি বাড়তে বাড়তে কামরায় আগুন ধরে যায়। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে গৌড় এক্সপ্রেসে। ট্রেন রামপুরহাটে পৌঁছলে রেলকর্মীরা গিয়ে চাকায় লেগে থাকা কাপড়ের টুকরো বার করে আগুন নিভিয়ে ফেলেন। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনার জেরে ট্রেনটি প্রায় দেড় ঘণ্টা আটকে ছিল। যাত্রীরা জানান, বর্ধমানেই ওই সাধারণ সংরক্ষিত কামরায় পোড়া গন্ধ ও আগুনের ফুলকির কথা টিকিট পরীক্ষককে জানানো হয়েছিল। কিন্তু তিনি গা করেননি। আতঙ্কিত যাত্রীরা তার পরে ট্রেনের গার্ডকে খবর দেন। ট্রেনটি রামপুরহাটে থামলে যাত্রীরা প্ল্যাটফর্মে নেমে ওই টিকিট পরীক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। তখন রাত প্রায় সাড়ে ৩টে। হইচই শুনে স্টেশনের পদস্থ কর্তারা চলে আসেন। যাত্রীরা দাবি করতে থাকেন, ওই টিকিট পরীক্ষক খারাপ ব্যবহার করেছেন। তাঁকে ক্ষমা চাইতে হবে। |
বালতির ভাড়া নিয়ে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
আবর্জনা জমিয়ে রাখার জন্য প্রত্যেক বাসিন্দাকে বোলপুর পুরসভার পক্ষ থেকে একটি করে বালতি দেওয়া হয়েছে। বালতির দেওয়ার জন্য পুরবাসীর কাছ থেকে মাসে ১০টাকা করে নিচ্ছেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর। এর ফলে পুর-এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। বোলপুরের পুরপ্রধান, তৃণমূলের সুশান্ত ভকত বলেন, “একটি ভুল বোঝাবুঝি হয়েছে। বালতি ভাড়া হিসেবে নয়, পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা বয়ে নিয়ে আসবেন। তার জন্য মাসের শেষে ১০ টাকা করে ধার্য করা হয়েছে। যে কাউন্সিলর বালতির জন্য ১০ টাকা নিচ্ছেন তিনি ভুল বুঝেছেন। এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলব।” পুরসভা সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে বাসিন্দাদের বালতি দেওয়ার কাজ শুরু হয়েছে। এ দিন ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ওই বালতি দেওয়া হয়। ১৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর উত্তম মাঝি বলেন, “সিদ্ধান্ত হয়েছিল প্রথম মাসে বালতি এবং আবর্জনা নিয়ে আসার জন্য ২০ টাকা করে সংগ্রহ করা হবে। সেই মতো কাজ করছিলাম। এ ব্যাপারে পুরপ্রধানের সঙ্গে কথা বলব।” |
বিদ্যুৎ চুরির নালিশ, ধৃত সিপিএম নেতা
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
বিদ্যুৎ চুরির অভিযোগে এক সিপিএম নেতাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ময়ূরেশ্বর থানার গদাধরপুর গ্রামের। পুলিশ জানায়, ধৃতের নাম রাধাকান্ত মণ্ডল। তিনি সিপিএমের ময়ূরেশ্বর জোনাল কমিটির সদস্য। শুধু তাই নয়, ময়ূরেশ্বর ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি এবং পূর্ত কর্মাধ্যক্ষও রাধাকান্তবাবু। বিদ্যুৎ দফতর এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৮ সেপ্টেম্বর রাধাকান্তবাবুর গদাধরপুর গ্রামের বাড়িতে হানা দেয় বিদ্যুৎ দফতরের একটি দল। তারা হাতেনাতে হুকিং করে বিদ্যুৎ ঘটনা ধরে ফেলেন বলে অভিযোগ। পরের দিন ময়ূরেশ্বর থানায় রাধাকান্তবাবুর বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ দায়ের হয়। রবিবার রাতে গদাধরপুর থেকে ওই নেতাকে গ্রেফতার করে পুলিশ। |
ধৃত তিন যুবক
নিজস্ব সংবাদদাতা • রাজনগর |
রাজনগর বাজার এলাকা থেকে সোমবার তিন সন্দেহভাজন যুবককে গ্রেফতার করল পুলিশ। তাঁদের কাছ থেকে একটি পাইপগান, দু’টি কার্তুজ পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি। একটি মোটরবাই আটক করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতেরা হলেন শেখ রাজু, ইউসুফ মোল্লা এবং গোলাম হোসেন। তিন জনেরই বাড়ি সদাইপুর থানা এলাকায়। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
কার্যালয়ে আগুন
নিজস্ব সংবাদদাতা • লাভপুর |
তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা ঘটেছে লাভপুরে। রবিবার কে বা কারা লাভপুর ব্লক অফিস লাগোয়া কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। পুলিশ জানায়, কার্যালয়ের চালের সামান্য অংশ পুড়ে গিয়েছে। তদন্ত চলছে। |
বিপিএল-এ চাল বিলিতে অনিয়মের অভিযোগে সোমবার বোলপুর পুরসভায় বিক্ষোভ দেখালেন ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ, বিপিএল তালিকায় নাম থাকা সত্তেও দলবাজি করে নাম বাদ দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর মিলনকুমার সিংহ। |