টুকরো খবর
|
পুজো নিয়ে সভা কাটোয়ায়
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
পুজোর চারটে দিন ‘বাইক বাহিনী’-র দাপট বাড়ে। অতিষ্ঠ হয়ে পড়েন পুজোর উদ্যোক্তা থেকে দর্শনার্থীরা। সোমবার বিকেলে কাটোয়া থানায় এক সভায় এমনই অভিযোগ করলেন পুজোর উদ্যোক্তারা। তাঁরা কাটোয়া থানার ওসি পার্থ সিংহের কাছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এই সভায় ঠিক হয়েছে, এ বার উদ্যোক্তাদের পুজোর অনুমতি নেওয়ার জন্য প্রশাসনের বিভিন্ন দরজায় ঘুরতে হবে না। ‘একমুখী জানালা’ পদ্ধতির মাধ্যমেই অনুমতি মিলবে। ইতিমধ্যে অনুমতির জন্য ফর্ম দেওয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২১ ও ২৬ সেপ্টেম্বর মহকুমাশাসকের কার্যালয়ে প্রশাসনের সমস্ত দফতরের কর্তারা বসে উদ্যোক্তাদের অনুমতি দিয়ে দেবেন। সাহায্য করবে।
|
কাটোয়া স্কুলভোটে হার তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
দেবগ্রাম বরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে হেরে গেলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। জয় পেলেন কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। রবিবার কাটোয়ার ওই স্কুলে পরিচালন সমিতির নির্বাচন ছিল। বর্তমানে দেবগ্রাম-বরমপুর এলাকাটি মঙ্গলকোট বিধানসভার অন্তর্গত। সিপিএম প্রার্থী না দেওয়ায় কংগ্রেস ও তৃণমূল সমর্থিত প্রার্থীদের মধ্যে ৬টি আসনে সরাসরি লড়াই হয়। ৬টি আসনেই কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন।
|
পরিচয়পত্র পেলেন বিড়ি শ্রমিকেরা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
প্রায় ২০০ জন বিড়ি শ্রমিককে পরিচয়পত্র দিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। বর্ধমানের কাঞ্চননগরে একটি অনুষ্ঠানে তাঁদের হাতে এই পরিচয়পত্র তুলে দেওয়া হয়। রবিরঞ্জনবাবু বলেন, “এই বিড়ি শ্রমিকেরা শুধু পরিচয়পত্র না হাতে থাকার কারণে ব্যাঙ্ক ঋণ পেতেন না। তাঁদের কাজের নিরাপত্তাও ছিল না।” পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর যুব তৃণমূল সভাপতি খোকন দাস বলেন, “শহরের নীলপুর, রেলপাড় ইত্যাদি এলাকাতেও এই পরিচয়পত্র বিলি করা হবে।”
|
কেতুগ্রামে হুকিং ধরতে অভিযান
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির কাটোয়া বিভাগ ও বর্ধমান ডিভিশনাল বিভাগের যৌথ উদ্যোগে কেতুগ্রামে বেআইনি বিদ্যুৎ সংযোগ ধরতে অভিযান হয় সোমবার। সংস্থা সূত্রে জানানো হয়, কেতুগ্রামের আরনা গ্রামে একটি হাস্কিং মিল আটক করা হয়েছে। শ্রীগ্রাম থেকে ১০০ কেভি ও ২৫ কেভি ট্রান্সফর্মার উদ্ধার হয়েছে। বেআইনি সংযোগে ওই দু’টি ট্রান্সফর্মার চালানোয় ৭ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সংস্থার কাটোয়া বিভাগের সহকারী বাস্তুকার (অপারেশন) আশিস মজুমদার বলেন, “চড়ম্বিতে কাশীরাম দাস সেতুর উপরে টোল আদায়কারীর ঘর হুকিং করে চলছিল। সেখান থেকে দু’জনকে ধরা হয়েছে।”
|
আইনি সহায়তা শিবির মেমারিতে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিশ্ববিদ্যালয়ের আইনি সহায়তা ও সচেতনতা শিবির হল মেমারির কলানবগ্রামে। শনি ও রবিবারের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন প্রায় দু’শো মানুষ। আইন বিভাগের প্রধান সঞ্জীব তিওয়ারি বলেন, “জমি বা সম্পত্তির বিবাদ নিয়ে অনেকেই আমাদের দ্বারস্থ হয়েছেন। তাঁদের পরামর্শ দিতে পেরে ভাল লাগছে।” শনিবারর শিবিরে ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, “গ্রামের অনেকেই আদালতের খরচ মেটাতে না পেরে আইন থেকে দূরেই থাকেন। তাই এই ধরণের শিবির আরও বেশি করা প্রয়োজন।”
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বিদ্যুতের তার জুড়তে গিয়ে নিজের বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন এক যুবক। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম সঞ্জয় চক্রবর্তী (২৮)। বাড়ি মেমারি থানার আশাপুরে। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই মারা গিয়েছেন তিনি।
|
এসএফআই প্রার্থী নেই
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এমবিসি ইনস্টিটিউটের ছাত্র সংসদ নির্বাচনে কোনও প্রাথীই দিতে পারল না এসএফআই। ফলে ৪৫টি আসনের মধ্যে প্রত্যেকটিতেই প্রার্থী দেওয়ার সুবাদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল টিএমসিপি।
|
স্মারকলিপি |
মঙ্গলকোটের নতুনহাটে সিটুর অফিস তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দখল করে রেখেছে। এমন অভিযোগ-সহ বেশ কিছু দাবিতে সোমবার বিকেলে কাটোয়ার মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিল সিটু অনুমোদিত আঞ্চলিক ট্রেড ইউনিয়ন কমিটি। তাদের অভিযোগ, কয়েক দিন আগে নতুনহাটে অফিসটি দখল করে নিজেদের পতাকা টাঙিয়ে দেয় তৃণমূলের লোকজন। মহকুমাশাসকের কাছে এই কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা। মহকুমাশাসক দেবীপ্রসাদ করণম জানান, দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। |
|