কংগ্রেস-তৃণমূল জোট পরিচালিত কুলটি পুরসভার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ শুরু করেছে যুব কংগ্রেস। সংগঠনের কয়েকশো সদস্য সমর্থক সোমবার থেকে তিন দিনের অবস্থান কর্মসূচি শুরু করেছে নিয়ামতপুর বাসস্ট্যান্ডে। যুব কংগ্রেস নেতারা জানান, ১৭ সেপ্টেম্বর পুরসভার ৩৫টি ওয়ার্ডে সারা দিন অবস্থান-বিক্ষোভ পালন করা হবে। পুরসভার উপপ্রধান কংগ্রেসের বাচ্চু রায়ের অবশ্য দাবি, দলীয় নেতৃত্বের অনুমতি ছাড়াই এ সব করা হচ্ছে। তিনি এই কর্মসূচি সংগঠন-বিরোধী বলেও জানিয়েছেন। এই কর্মসূচিকে রাজনৈতিক প্রহসন বলে দাবি করেছেন কুলটির পুরপ্রধান তথা তৃণমূল বিধায়ক উজ্জল চট্টোপাধ্যায়। যুব কংগ্রেসের কুলটি বিধানসভা কমিটির সাধারণ সম্পাদক বৈদ্যনাথ হেমব্রম অভিযোগ করেন, প্রায় দশ বছর ধরে কুলটি পুরসভার অঙ্গনওয়াড়ি প্রকল্পে কর্মী নিয়োগ হয়নি। ফলে প্রসূতি মা ও শিশুরা উপযুক্ত পরিষেবা পাচ্ছেন না। বিপিএল তালিকাভুক্ত নাগরিকদের হেলথ কার্ড দেওয়ার ব্যবস্থা করেনি পুরসভা। বস্তি এলাকার উন্নয়নে পুরসভা কী কাজ করেছে, কত টাকা এসেছে তার খতিয়ানও আজ পর্যন্ত প্রকাশ্যে জানাননি পুর কর্তৃপক্ষ। পুর এলাকার জন্য অনুমোদিত ১৩৩ কোটি টাকার জল প্রকল্পটি এখনও বাস্তবায়িত না হওয়া নিয়েও সরব হয়েছেন যুব কংগ্রেস নেতারা।
পুরপ্রধান উজ্জলবাবু জানান, অঙ্গনওয়াড়ি প্রকল্পের কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে একটি মামলা চলছে। বস্তি এলাকার উন্নয়ন সংক্রান্ত যাবতীয় কাজ ও হিসাব বোর্ডসভায় দেওয়া হয়েছে।
|
ডিটিপিএস কলোনিতে প্রাথমিক স্কুলের সামনের নর্দমা থেকে সোমবার এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মৃতের নাম জিৎ সিংহ (৩০)। তিনি একটি বেসরকারি কারখানায় ঠিকাশ্রমিকের কাজ করতেন।
|
গত শনিবার জামুড়িয়ার তপসিতে অবৈধ কুয়ো খাদান থেকে তৃণমূলের কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় সিপিএমের জামুড়িয়া-২ লোকাল কমিটির সদস্য বিনয় সিংহ এবং সমর্থক কানু ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছিল। রবিরার আদালতে তোলা হলে তাঁদের ১৪ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। |