প্রায় দু’মাস বেতন না পাওয়ায় আসানসোলের একটি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল ওই স্কুলেরই দুই শিক্ষকের বিরুদ্ধে। প্রধান আহত প্রধান শিক্ষককে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর নাম দীপক সিংহ। তিনি আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, সোমবার দুপুরে স্কুল চলাকালীন দু’জন শিক্ষক তাঁর কাছে যান। কবে বেতন হবে সে বিষয়ে জানতে চান। দীপকবাবু বলেন, “কথা বলার মাঝখানেই ওঁরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। আমি পড়ে গিয়ে জখম হই।”
এই ঘটনার পরই অন্য শিক্ষকেরা চলে আসেন। তাঁদের মধ্যস্থতায় পরিস্থতি স্বাভাবিক হয় ও প্রধান শিক্ষককে হাসপাতালে পাঠানো হয়। যে শিক্ষকদের বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁদের এক জন রঞ্জিত সিংহ এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, বেতন কবে হবে তা তাঁরা জানতে গিয়েছিলেন। প্রধান শিক্ষকই উল্টে তাঁদের ধাক্কা দিয়ে বের করে দেন। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, স্কুলে গিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ দিকে বেতন কেন আটকে রয়েছে তা জানতে চাওয়া হলে প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুল পরিচালন কমিটির নির্বাচনকে ঘিরে একটি মামলা মাস দু’য়েক ধরে হাইকোর্টে ঝুলে রয়েছে। পরিচালন সমিতির সম্পাদক না থাকায় শিক্ষকদের বেতনের বিলে সই হচ্ছে না। ফলে কেউই বেতন পাচ্ছেন না। বিষয়টি পর্ষদে জানানো হয়েছে। খুব দ্রুত এক জন সরকারি অফিসার বসিয়ে সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন তিনি। |