দুর্গাপুরে সোমবার একটি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। অগ্রণী সঙ্ঘ আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবলে চ্যাম্পিয়ন হল দুর্গাপুর হিরোজ। তারা রবিবার ফাইনালে চিত্তরঞ্জনের অরবিন্দ স্পোর্টিংকে ২-১ গোলে হারিয়ে দেয়। ফাইনালের সেরা বিজয়ী দলের পার্থ রায়। প্রতিযোগিতার সেরা বিজিত দলের সন্তোষ হেমব্রম। মোট ৮টি দল যোগ দিয়েছিল। ফাইনালে ছিলেন জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক গৌতম সরকার। অগ্রণী সঙ্ঘ আয়োজিত প্রশিক্ষণ শিবিরের শিক্ষার্থীদের প্রতি যে কোনও রকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন ফুটবল প্রশিক্ষণের সঙ্গে যুক্ত এই প্রাক্তন ফুটবলার।
|
ছাত্রসঙ্ঘ আয়োজিত পার্বতীচরণ রায় ও মঞ্জু রায় স্মৃতি ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জিতল সিহারসোল বাহিনী সঙ্ঘ। তারা রামসায়র মাঠের খেলায় ধেনুয়া আদিবাসী কৃষক সমিতিকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ের খেলায় কোনও গোল হয়নি।
|
সুভাষ সমিতি আয়োজিত ফুটবলে সোমবারের খেলায় জয়ী হল মেটাল ধাওড়া ছাত্রসঙ্ঘ। চিচুঁড়িয়া মাঠের খেলায় তারা শীতলপুর চণ্ডী ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে দেয়।
|
সব পেয়েছির আসর আসানসোল অঞ্চল উন্নয়ন কমিটি আয়োজিত আন্তঃস্কুল ফুটবলে সোমবার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল মানিকচাঁদ ঠাকুর ইনস্টিটিউট। তারা রামসায়র মাঠে ধাদকা এনসি লাহিড়ি বিদ্যালয়কে ১-০ গোলে হারায়। আয়োজক সংস্থার পক্ষে মাধব রায় জানান, এ দিনের বিজয়ী দল ১৭ সেপ্টেম্বর উষাগ্রাম বয়েজ হাইস্কুলের মুখোমুখি হবে।
|
মদনপুর রবীন্দ্র-নজরুল সমিতি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়লাভ করে মদনপুর অগ্নিবীণা ক্লাব। মদনপুর মাঠের খেলায় তারা বৈজন্তীপুর উড়নচণ্ডী ক্লাবকে ৬-০ গোলে হারিয়ে দেয়। দু’টি গোল করেন সন্তোষ বাউরি।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগে এমএএমসি মাঠে জয়ী হল শ্যামপুর উদয় সঙ্ঘ। সোমবার তারা আইআরবি, বিধাননগরকে ৩-১ গোলে হারায়। অন্য দিকে, অআকখ মাঠে বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব ১-০ গোলে ডায়মা ক্লাবকে হারায়। গোল করেন সুধীররঞ্জন দাস।
|
মানকর বীণাপাণি ক্লাব আয়োজিত ফুটবলে প্রথম দিনের খেলায় রবিবার জয়ী হল আসানসোল জবাকল্যাণ সমিতি। তারা ১-০ গোলে পালসিট খাড়গ্রাম আনন্দময়ী যুব সঙ্ঘকে হারায়।
|
পানুড়িয়া গ্রাম পঞ্চায়েত আয়োজিত আন্তঃগ্রামীণ ফুটবলে সোমবার জয়ী হল কাশীডাঙা আদিবাসী ক্লাব। গৌরাণ্ডি মাঠে তারা যৌথ ক্লাবকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে দেয়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ফুটবল লিগে সোমবার জয়ী হয় উখড়া ফুটবল অ্যাকাডেমি। তারা ২-০ গোলে ভলিবল ক্লাবকে হারায়। |