চলতি বছরেই শিক্ষকদের আপস-বদলি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে আপস-বদলি চালু করছে রাজ্য সরকার। বদলির নিয়ম সংক্রান্ত একটি খসড়া স্কুলশিক্ষা দফতরে পাঠিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সেটি বিবেচনা করে চূড়ান্ত নিয়ম তৈরি করবে দফতর। চলতি বছরেই এই পদ্ধতিতে বদলি শুরু করে দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।সরকারি স্কুলের শিক্ষকদের বদলির নিয়ম থাকলেও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে তা হয় না। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে স্কুলে চাকরি পাওয়ার পরে বদলির জন্য ফের পরীক্ষায় বসতে হয়। কিন্তু দ্বিতীয় বার পরীক্ষায় বসলেও যে তাঁরা সফল হবেন বা পছন্দমতো জায়গার স্কুলে চাকরি পাবেন, তার নিশ্চয়তা নেই। একই পদের দু’জন শিক্ষক আপসে বদলির আর্জি জানাতে পারবেন। তার ভিত্তিতে বদলির ব্যবস্থা হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু বলেন, “দু’জন শিক্ষকের পদ ও বিষয় এক হতে হবে। দেখা হবে তাঁরা সংরক্ষিত, নাকি অসংরক্ষিত শ্রেণির। মিল হলে বদলির ব্যবস্থা করা হবে।”
|
দক্ষিণ কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ অংশে আজ, শনিবার সকাল ১০টা থেকে জল সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, গার্ডেনরিচ প্রকল্প বন্ধ রেখে রক্ষণাবেক্ষণের কাজ করবে পুরসভা। পুর-কর্তৃপক্ষের বক্তব্য, গত পুজোয় গার্ডেনরিচের পাম্প-বিভ্রাটে শহরের বিস্তীর্ণ অংশ নির্জলা হয়েছিল। তাই এ বছর পুজোর মুখে এই সিদ্ধান্ত। পুরসভা জানায়, জল বন্ধ থাকবে দক্ষিণ কলকাতা, টালিগঞ্জ, যাদবপুরের একাংশ, বেহালা, ঠাকুরপুকুর, গার্ডেনরিচ ও মেটিয়াবুরুজে। সেই সঙ্গে বজবজ, পূজালি এবং মহেশতলাতেও জল বন্ধ থাকবে। রবিবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা। |