মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগের গ্যামন ব্রিজ মাঠের খেলায় বিজয়ী হল জিবিএফসি। শুক্রবার তারা ১-০ গোলে হারায় এসবিএসটিসি রিক্রিয়েশন ক্লাবকে। গোল করেন সমরেশ গিরি। অন্য দিকে, অআকখ মাঠের খেলায় সুকুমার স্মৃতি সঙ্ঘ ২-০ গোলে নবারুণ এসিকে হারায়। চিরঞ্জিৎ আকুড়ে ও সুব্রত মুখোপাধ্যায় গোল করেন।
|
মানিক উপাধ্যায় ও দেবাশিস ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমি ফাইনালে শুক্রবার বিজয়ী হল দোমহানি একাদশ। তারা দোমহানি মাঠে উখড়া ফুটবল অ্যাকাডেমিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে গেল। ম্যাচের সেরা বিজয়ী দলের বুলবুল মাড্ডি। আয়োজক সংস্থার পক্ষে জগু কুমার জানান, ফাইনালে এ দিনের বিজয়ী দল কালনা বুলেট একাদশের মুখোমুখি হবে।
|
বিশ্ববিদ্যালয়ের কবাডি দল গঠন করা হয়েছে। মোহনবাগান মাঠে উপস্থিত ছেলেদের ৪৯ জনের মধ্যে থেকে ২০ জনকে ও মেয়েদের ৫৫ জনের মধ্যে ২৫ জনকে বাছাই করা হয়েছে। আবাসিক কোচিং ক্যাম্প করে চূড়ান্ত দল বাছা হবে সেপ্টেম্বরের শেষে। প্রশিক্ষণ দেবেন প্রাক্তন কাবাডি খেলোয়াড় মোস্তাফা হোসেন বারো ভুঁইয়া। ১-৪ অক্টোবর পুরিতে পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় কবাডি প্রতিযোগিতা হবে।
|
সুভাষ সমিতি আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় জয়ী হল নবঘনপুর। চিচুঁড়িয়া মাঠের খেলায় তারা নিমাইডাঙাকে ২-১ গোলে হারিয়ে দেয়।
|
বাবুপুর যুবক সমিতি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় বিজয়ী হল বাঁশড়া এসটিডিসি। বাবুপুর মাঠের খেলায় তারা মানকর সাহেবডাঙাকে ৪-২ গোলে হারিয়ে দেয়।
|
চিনাকুড়ি শিল্পী সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জয়লাভ করে দামোদর সবুজ সঙ্ঘ। তারা জামুড়িয়া সবুজ সঙ্ঘকে ১-০ গোলে হারায়।
|
ছাত্রসঙ্ঘ আয়োজিত পার্বতী চরণ রায় ও মঞ্জু রায় স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় বিজয়ী হয় আড়াডাঙা এমবিজি। তারা বড়থোল আদিবাসী কৃষক সমিতিকে ৪-১ গোলে হারিয়ে দেয়।
|
মদনপুর রবীন্দ্র-নজরুল সমিতি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জিতল খাঁদরা নেতাজি সঙ্ঘ। মদনপুর মাঠের খেলায় তারা দিঘল পাহাড়ি সিধু কানু ক্লাবকে ৫-০ গোলে হারিয়ে দেয়। সর্বোচ্চ চারটি গোল করেন বরুণ বাউরি।
|
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতার দু’টি খেলা হয়েছে বৃহস্পতিবার। প্রথম খেলায় গুসকরা মহাবিদ্যালয় ৩-০ গোলে কবি সুকান্ত মহাবিদ্যালয়কে হারিয়েছে। |